ETV Bharat / city

পরিবারের প্রত্যেকের জন্য হোক স্বাস্থ্যসাথী, মামলা দায়ের হাইকোর্টে - স্বাস্থ্যসাথী

রাজ্যের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ ভোট না-মেটা পর্যন্ত এই প্রকল্পের প্রচার বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে ৷

swasthya-sathi-pil-file-in-calcutta-high-court-demanding-inclusion-of-all-residents-of-bengal
পরিবারের প্রত্যেকের জন্য হোক স্বাস্থ্যসাথী, মামলা দায়ের হাইকোর্টে
author img

By

Published : Mar 10, 2021, 12:23 PM IST

কলকাতা, 10 মার্চ: প্রতিটি পরিবারের জন্য নয়, বরং পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, পরিবারের প্রতিটি সদস্যের জন্য হোক স্বাস্থ্যসাথী প্রকল্প । এমনই দাবি জানিয়ে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে । এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত প্রচার বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছে এই মামলায় ।

অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহার সংগঠন পিপল ফর বেটার ট্রিটমেন্ট (PBT)-এর তরফে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । এই মামলার বিষয়ে PBT-র প্রেসিডেন্ট চিকিৎসক কুণাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প অসাংবিধানিক, রাজনৈতিক এবং জোড়াতালি দেওয়া বাজেটের উপর ভিত্তি করে চালু করা হয়েছে । রাজনৈতিক কারণে নির্বাচনকে সামনে রেখে চালু করা হয়েছে এই প্রকল্প । এ রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় ।

PBT-র প্রেসিডেন্ট বলেন, "আমাদের দায়ের করা জনস্বার্থ মামলায় জানানো হয়েছে, দেশের সংবিধান অনুযায়ী, সকলের চিকিৎসার ক্ষেত্রে সমান অধিকার রয়েছে । অথচ প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হচ্ছে । এটা অসাংবিধানিক । তাই প্রতিটি পরিবার নয়, পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য দেওয়া হোক স্বাস্থ্যসাথী কার্ড ।"

আরও পড়ুন: ফৌজদারি মামলা প্রত্যাহারের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

চিকিৎসক কুণাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের বিষয়ে ভিত্তিহীন প্রচার সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে । এই কারণে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত প্রচার বন্ধ রাখার জন্য জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ।

কলকাতা, 10 মার্চ: প্রতিটি পরিবারের জন্য নয়, বরং পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, পরিবারের প্রতিটি সদস্যের জন্য হোক স্বাস্থ্যসাথী প্রকল্প । এমনই দাবি জানিয়ে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে । এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত প্রচার বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছে এই মামলায় ।

অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহার সংগঠন পিপল ফর বেটার ট্রিটমেন্ট (PBT)-এর তরফে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । এই মামলার বিষয়ে PBT-র প্রেসিডেন্ট চিকিৎসক কুণাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প অসাংবিধানিক, রাজনৈতিক এবং জোড়াতালি দেওয়া বাজেটের উপর ভিত্তি করে চালু করা হয়েছে । রাজনৈতিক কারণে নির্বাচনকে সামনে রেখে চালু করা হয়েছে এই প্রকল্প । এ রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় ।

PBT-র প্রেসিডেন্ট বলেন, "আমাদের দায়ের করা জনস্বার্থ মামলায় জানানো হয়েছে, দেশের সংবিধান অনুযায়ী, সকলের চিকিৎসার ক্ষেত্রে সমান অধিকার রয়েছে । অথচ প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হচ্ছে । এটা অসাংবিধানিক । তাই প্রতিটি পরিবার নয়, পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য দেওয়া হোক স্বাস্থ্যসাথী কার্ড ।"

আরও পড়ুন: ফৌজদারি মামলা প্রত্যাহারের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

চিকিৎসক কুণাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের বিষয়ে ভিত্তিহীন প্রচার সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে । এই কারণে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত প্রচার বন্ধ রাখার জন্য জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.