ETV Bharat / city

Suvendu Adhikari : তন্ময়-বিশ্বজিতের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষকে চিঠি শুভেন্দুর - Speaker Biman Banerjee

বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে যোগ দিয়েছেন দুই বিধায়ক বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষ ৷ তাঁদের বিধায়ক পদ খারিজে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

suvendu adhikari writes letter west bengal assembly speaker regarding disqualification of two bjp mla
Suvendu Adhikari : তন্ময়-বিশ্বজিতের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষকে চিঠি শুভেন্দুর
author img

By

Published : Sep 13, 2021, 6:33 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : দলত্যাগী দুই বিধায়কের পদ খারিজের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Speaker Biman Banerjee) চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিধানসভার বিরোধী দলনেতা দুই বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষের পদ খারিজের দাবিতে চিঠি দিয়েছেন ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে এই খবর জানানো হয়েছে ৷

বিশ্বজিৎ দাস জিতেছিলেন উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা থেকে ৷ আর তন্ময় ঘোষ জিতেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা থেকে ৷ দু’জনেই পদ্ম-প্রতীকে জয়ী হন ৷ তবে সম্প্রতি তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷

আরও পড়ুন : PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের

সংসদীয় নিয়ম অনুযায়ী, কোনও একটি দলের মোট বিধায়ক বা সাংসদের মধ্যে এক তৃতীয়াংশ বিধায়ক বা সাংসদ একসঙ্গে দল না ছাড়লে পদ খারিজ হয়ে যায় ৷ তবে সেই পদ খারিজের এক্তিয়ার রয়েছে একমাত্র সংশ্লিষ্ট অধ্যক্ষের ৷ তাই এই নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোই নিয়ম ৷ সেই নিয়ম মেনেই শুভেন্দু অধিকারী এই দুই বিধায়ক পদ খারিজ করার দাবিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ৷

2021 সালের বিধানসভা নির্বাচন মেটার পর প্রথম দলবদলের ঘটনা ঘটে গত মে মাসের মাঝামাঝি ৷ সেদিন বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেন মুকুল রায় (Mukul Roy) ৷ কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে নিয়ে গত কয়েকমাসে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি ৷

আরও পড়ুন : Bhabanipur By Election Case: ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি এক সপ্তাহ পিছোল

একদিকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে শুনানিও হয়েছে একাধিকবার ৷ তার মধ্যেই মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করে দেওয়া হয় ৷ যে পদ বিরোধী কোনও বিধায়কের পাওয়া উচিত ৷ মুকুলকে বিরোধী বিধায়ক দেখিয়ে ওই পদ দেওয়া হয়েছে বলে বিজেপি অভিযোগ করে ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়েছে ৷

এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে ৷ শুভেন্দু অধিকারী বারবার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ শাসকদলও পালটা কটাক্ষ করেছে বিজেপিকে ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

এই পরিস্থিতি বিজেপির আরও তিন বিধায়ক দল ছেড়েছেন ৷ সেই তালিকায় বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ ছাড়াও রয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ৷ তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে শুভেন্দু অধিকারী কোনও চিঠি দিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : দলত্যাগী দুই বিধায়কের পদ খারিজের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Speaker Biman Banerjee) চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিধানসভার বিরোধী দলনেতা দুই বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষের পদ খারিজের দাবিতে চিঠি দিয়েছেন ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে এই খবর জানানো হয়েছে ৷

বিশ্বজিৎ দাস জিতেছিলেন উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা থেকে ৷ আর তন্ময় ঘোষ জিতেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা থেকে ৷ দু’জনেই পদ্ম-প্রতীকে জয়ী হন ৷ তবে সম্প্রতি তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷

আরও পড়ুন : PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের

সংসদীয় নিয়ম অনুযায়ী, কোনও একটি দলের মোট বিধায়ক বা সাংসদের মধ্যে এক তৃতীয়াংশ বিধায়ক বা সাংসদ একসঙ্গে দল না ছাড়লে পদ খারিজ হয়ে যায় ৷ তবে সেই পদ খারিজের এক্তিয়ার রয়েছে একমাত্র সংশ্লিষ্ট অধ্যক্ষের ৷ তাই এই নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোই নিয়ম ৷ সেই নিয়ম মেনেই শুভেন্দু অধিকারী এই দুই বিধায়ক পদ খারিজ করার দাবিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ৷

2021 সালের বিধানসভা নির্বাচন মেটার পর প্রথম দলবদলের ঘটনা ঘটে গত মে মাসের মাঝামাঝি ৷ সেদিন বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেন মুকুল রায় (Mukul Roy) ৷ কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে নিয়ে গত কয়েকমাসে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি ৷

আরও পড়ুন : Bhabanipur By Election Case: ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি এক সপ্তাহ পিছোল

একদিকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে শুনানিও হয়েছে একাধিকবার ৷ তার মধ্যেই মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করে দেওয়া হয় ৷ যে পদ বিরোধী কোনও বিধায়কের পাওয়া উচিত ৷ মুকুলকে বিরোধী বিধায়ক দেখিয়ে ওই পদ দেওয়া হয়েছে বলে বিজেপি অভিযোগ করে ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়েছে ৷

এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে ৷ শুভেন্দু অধিকারী বারবার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ শাসকদলও পালটা কটাক্ষ করেছে বিজেপিকে ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

এই পরিস্থিতি বিজেপির আরও তিন বিধায়ক দল ছেড়েছেন ৷ সেই তালিকায় বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ ছাড়াও রয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ৷ তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে শুভেন্দু অধিকারী কোনও চিঠি দিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.