কলকাতা, 2 মে : ডিভোর্স সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন সুজাতা খাঁ । আদালতের বাইরে দাঁড়িয়ে এই তৃণমূল নেত্রী তাঁর স্বামী সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আজ । সৌমিত্র খাঁ তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং যাতে মামলায় তিনি আদালতে হাজির হতে না পারেন, তার জন্য গুন্ডাবাহিনী দিয়ে আদালতে যাওয়ার পথে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি । বাধ্য হয়ে তিনি এই গরমে রোদের মধ্যে কলকাতা হাইকোর্টে এসেছিলেন বলে এদিন দাবি করেন সুজাতা ৷ কলকাতা হাইকোর্ট তাঁর প্রতি সুবিচার করে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা শিয়ালদহ আদালতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে (Sujata claims that Saumitra Khan threatening to kill her)।
প্রসঙ্গত, 2022 সালের জানুয়ারি মাসে বিষ্ণুপুরের নিম্ন আদালতে সুজাতা খাঁ-এর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সৌমিত্র খাঁ । সেই মামলায় সুজাতা খাঁ যখন হাজিরা দিতে যান, তখন বিষ্ণুপুরের সাংসদ-এর গুন্ডাবাহিনী তাঁকে প্রাণে মারার হুমকি দেয় এবং সেখান থেকে চলে আসার জন্যেও হুমকি দেয় বলে তিনি বলেন । বাধ্য হয়ে সুজাতা খাঁ বিবাহ-বিচ্ছেদের ওই মামলা যাতে বিষ্ণুপুর আদালতে শুনানি না করা হয় সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । আজকে বিচারপতি কেসং দুমা ভুটিয়া মামলাটি শিয়ালদহ আদালতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন ।
এদিন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ বলেন, "সৌমিত্র খাঁ-এর মুখোশ জনগণের সামনে উন্মোচিত হওয়া দরকার । যে সৌমিত্র খাঁ-এর জন্য আমি বিষ্ণুপুরবাসী সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেছিলাম, সেই স্বামী আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে ৷"
উল্লেখ্য, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা একসময় বিজেপির দাপুটে নেত্রী ছিলেন । পরে তিনি দলবদল করে তৃণমূলে নাম লেখান । তারপর থেকেই সৌমিত্র খাঁ ও সুজাতা খাঁয়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয় । সাংবাদিক সম্মেলন করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ঘোষণা করেন তিনি সুজাতাকে ডিভোর্স দিচ্ছেন । যদিও সুজাতা খাঁ সৌমিত্রর ওই বক্তব্য শোনার পরও বিষ্ণুপুরের সাংসদকে তাঁর স্বামী বলে উল্লেখ করেন ।
আরও পড়ুন : ডিভোর্স চান না, সৌমিত্রকে দীর্ঘ চিঠি "অভিমানী" সুজাতার