ETV Bharat / city

কলকাতার মতোই বাড়িতে বসে পরীক্ষা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেবে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো নিজের বাড়িতে বসেই এই পরীক্ষা দিতে পারবে ৷

jadavpur university
বাড়িতে বসে পরীক্ষা
author img

By

Published : Sep 7, 2020, 3:41 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: ডিজিট্যাল মোডে আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বাড়িতে বসেই পরীক্ষা দেবেন। আজ ভার্চুয়াল মাধ্যমে আর্টস এবং সায়েন্সের ফ্যাকাল্টি কাউন্সিলের দুটি পৃথক বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।


চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর COVID-19 নিয়ে চলা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়গুলিকে 1 থেকে 18 অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ে 31 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করতে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। ইতিমধ্যেই রাজ্যের নির্দেশ মেনে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং পড়ুয়ারা তার উত্তর দিয়ে অনলাইনেই ই-মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা জমা করবে। বাড়িতে বসেই 'ওপেন বুক' পদ্ধতিতে পরীক্ষা দেবেন তাঁরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আর্টস ও সায়েন্সের চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের এভাবেই প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুরের পড়ুয়ারাও বাড়িতে বসেই পরীক্ষা দেবেন।

আজকের সিদ্ধান্ত নিয়ে ফ্যাকাল্টি কাউন্সিলের এক সদস্য সদস্য বলেন, "আমরা হোয়াটসঅ্যাপ বা ই-মেলের মাধ্যমে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেব। যার উত্তর দিয়ে দুই ঘন্টার মধ্যে পড়ুয়াদের তা আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। যে সকল পড়ুয়ার স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা নেই তাঁদের কাছে প্রশ্নপত্রের হার্ডকপি পাঠানোর ও পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্য চাওয়া হবে।"

তবে, এখনই পরীক্ষার দিন ঘোষণা করা হবে না। বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার অক্টোবরে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলে তারপরেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কারণ, সুপ্রিম কোর্ট তার নির্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার পাশাপাশি বলেছে, যে সকল রাজ্য সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারবে না তাঁরা পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের মূল্যায়নের সম্পূর্ণ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনেই করা হবে।

যে সকল পড়ুয়া পূর্ববর্তী সেমেস্টারে পুরোপুরি সফল হতে পারেননি তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেপ্টেম্বর মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সায়েন্সের পড়ুয়াদের ল্যাব পরীক্ষাও এই মাসেই নেওয়া হবে। দ্রুত ফল প্রকাশ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কলকাতা, 7 সেপ্টেম্বর: ডিজিট্যাল মোডে আর্টস ও সায়েন্স ফ্যাকাল্টির চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বাড়িতে বসেই পরীক্ষা দেবেন। আজ ভার্চুয়াল মাধ্যমে আর্টস এবং সায়েন্সের ফ্যাকাল্টি কাউন্সিলের দুটি পৃথক বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।


চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর COVID-19 নিয়ে চলা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়গুলিকে 1 থেকে 18 অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ে 31 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করতে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। ইতিমধ্যেই রাজ্যের নির্দেশ মেনে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং পড়ুয়ারা তার উত্তর দিয়ে অনলাইনেই ই-মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা জমা করবে। বাড়িতে বসেই 'ওপেন বুক' পদ্ধতিতে পরীক্ষা দেবেন তাঁরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আর্টস ও সায়েন্সের চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের এভাবেই প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুরের পড়ুয়ারাও বাড়িতে বসেই পরীক্ষা দেবেন।

আজকের সিদ্ধান্ত নিয়ে ফ্যাকাল্টি কাউন্সিলের এক সদস্য সদস্য বলেন, "আমরা হোয়াটসঅ্যাপ বা ই-মেলের মাধ্যমে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেব। যার উত্তর দিয়ে দুই ঘন্টার মধ্যে পড়ুয়াদের তা আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। যে সকল পড়ুয়ার স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা নেই তাঁদের কাছে প্রশ্নপত্রের হার্ডকপি পাঠানোর ও পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্য চাওয়া হবে।"

তবে, এখনই পরীক্ষার দিন ঘোষণা করা হবে না। বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার অক্টোবরে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলে তারপরেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কারণ, সুপ্রিম কোর্ট তার নির্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার পাশাপাশি বলেছে, যে সকল রাজ্য সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারবে না তাঁরা পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের মূল্যায়নের সম্পূর্ণ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনেই করা হবে।

যে সকল পড়ুয়া পূর্ববর্তী সেমেস্টারে পুরোপুরি সফল হতে পারেননি তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেপ্টেম্বর মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সায়েন্সের পড়ুয়াদের ল্যাব পরীক্ষাও এই মাসেই নেওয়া হবে। দ্রুত ফল প্রকাশ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.