ETV Bharat / city

Low Cost Treatment Service : ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

জনসাধারণকে ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা দিতে নতুন পথে হাঁটতে শুরু করল ৭০ বছরের পুরনো প্রতিষ্ঠান স্টুডেন্ট হেলথ হোম। ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ নাম মাত্র খরচে চিকিৎসা করাতে পারবেন সাধরণ মানুষ (Low Cost Treatment Service ) ৷

Low Cost Treatment Service
ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম
author img

By

Published : Apr 4, 2022, 11:04 PM IST

Updated : Apr 6, 2022, 3:23 PM IST

কলকাতা, 4 এপ্রিল: ক্রমশ খরচ সাপেক্ষ হয়ে উঠছে চিকিৎসা পরিষেবা ৷ যা সাধরণ মানুষের পক্ষে ব্যয় সাপেক্ষ ৷ তাই জনসাধরণের কথা মাথায় রেখেই এবার ন্যায্য মূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ 70 বছেরের পুরনো সংগঠন নামমাত্র খরচে জনসাধরণকে চিকিৎসা পরিষেবা দেবে ৷ আগামী 7 এপ্রিল থেকে চালু হবে ইনডোর পরিষেবা (Low Cost Treatment Service ) ৷

জানা গিয়েছে জনগণের স্বার্থে ইতিমধ্যেই আউটডোর পরিষেবা চালু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ইনডোর পরিষেবা ৷ বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম খরচে মিলবে এই সংগঠনের পরিষেবা ৷ বেড ভাড়া থেকে অস্ত্রপচার সমস্ততাই পাওয়া যাবে ন্যায্য মূল্যে ৷ প্রতিদিন নন এসি বেড ভাড়া ৭৫০ টাকা। এসি বেড ভাড়া ১৫০০ টাকা । জরুরি বিভাগে ছোট ধরনের চিকিৎসা ও ওযুধ মিলবে ৫০০ টাকায় ৷ সাধারণ চিকিৎসকের ফি ৪০০ টাকা । বিশেষ চিকিৎসকের ৬০০ টাকা ও সুপারস্পেশালিটি চিকিৎসকের ৮০০ টাকা ফি । অক্সিজেন প্রতি ঘন্টায় মাত্র ৬০ টাকা। গ্লুকো মিটার প্রতি ঘন্টা ৬০ টাকা ও নেবুলাইজার প্রতি ঘন্টা ১০০ টাকা ভাড়া দিতে হবে।

ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

আরও পড়ুন : Swastha Sathi Scam At Katwa: চিকিৎসা না-করিয়েই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ, আটক 1

সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী জানান, বর্তমান বিরাট পরিকাঠামো না থাকলেও উন্নতমানের পরিষেবা দেওয়া হবে ৷ রোগীর পরিবারের উপর অতিরিক্ত ব্যায় চাপানো হবে না ৷ পরীক্ষা-নীরিক্ষার খরচ হবে স্বল্প ৷ অর্ধেক টাকায় রোগ নির্ণয়ের সুযোগ পাবেন রোগীর পরিবার । বর্তমানে ১৫টি পুরুষ ও ১৫টি মহিলা বেড থাকবে । এছাড়াও তৈরি হচ্ছে ৫ বেডের আইসিসিইউ । তিনটি উন্নতমানের অপারেশন থিয়েটার আছে । এখানে আধুনিক যন্ত্র ব্যবহারে দাঁত, চোখের পরীক্ষা চিকিৎসা হয়ে থাকে । আউটডোর পরিষেবা চিকিৎসকদের ফি স্বল্প । সাধারণের চিকিৎসা দিলেও ছাত্রছাত্রীদের চিকিৎসার যে অধিকার তা অক্ষুন্ন থাকছে বলেও তিনি জানান । আগামিদিনে একটি ন্যায্য মূল্যের ডিস্পেন্সারি খোলার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে (Started Low Cost Treatment Service) ।

কলকাতা, 4 এপ্রিল: ক্রমশ খরচ সাপেক্ষ হয়ে উঠছে চিকিৎসা পরিষেবা ৷ যা সাধরণ মানুষের পক্ষে ব্যয় সাপেক্ষ ৷ তাই জনসাধরণের কথা মাথায় রেখেই এবার ন্যায্য মূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ 70 বছেরের পুরনো সংগঠন নামমাত্র খরচে জনসাধরণকে চিকিৎসা পরিষেবা দেবে ৷ আগামী 7 এপ্রিল থেকে চালু হবে ইনডোর পরিষেবা (Low Cost Treatment Service ) ৷

জানা গিয়েছে জনগণের স্বার্থে ইতিমধ্যেই আউটডোর পরিষেবা চালু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ইনডোর পরিষেবা ৷ বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম খরচে মিলবে এই সংগঠনের পরিষেবা ৷ বেড ভাড়া থেকে অস্ত্রপচার সমস্ততাই পাওয়া যাবে ন্যায্য মূল্যে ৷ প্রতিদিন নন এসি বেড ভাড়া ৭৫০ টাকা। এসি বেড ভাড়া ১৫০০ টাকা । জরুরি বিভাগে ছোট ধরনের চিকিৎসা ও ওযুধ মিলবে ৫০০ টাকায় ৷ সাধারণ চিকিৎসকের ফি ৪০০ টাকা । বিশেষ চিকিৎসকের ৬০০ টাকা ও সুপারস্পেশালিটি চিকিৎসকের ৮০০ টাকা ফি । অক্সিজেন প্রতি ঘন্টায় মাত্র ৬০ টাকা। গ্লুকো মিটার প্রতি ঘন্টা ৬০ টাকা ও নেবুলাইজার প্রতি ঘন্টা ১০০ টাকা ভাড়া দিতে হবে।

ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

আরও পড়ুন : Swastha Sathi Scam At Katwa: চিকিৎসা না-করিয়েই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ, আটক 1

সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী জানান, বর্তমান বিরাট পরিকাঠামো না থাকলেও উন্নতমানের পরিষেবা দেওয়া হবে ৷ রোগীর পরিবারের উপর অতিরিক্ত ব্যায় চাপানো হবে না ৷ পরীক্ষা-নীরিক্ষার খরচ হবে স্বল্প ৷ অর্ধেক টাকায় রোগ নির্ণয়ের সুযোগ পাবেন রোগীর পরিবার । বর্তমানে ১৫টি পুরুষ ও ১৫টি মহিলা বেড থাকবে । এছাড়াও তৈরি হচ্ছে ৫ বেডের আইসিসিইউ । তিনটি উন্নতমানের অপারেশন থিয়েটার আছে । এখানে আধুনিক যন্ত্র ব্যবহারে দাঁত, চোখের পরীক্ষা চিকিৎসা হয়ে থাকে । আউটডোর পরিষেবা চিকিৎসকদের ফি স্বল্প । সাধারণের চিকিৎসা দিলেও ছাত্রছাত্রীদের চিকিৎসার যে অধিকার তা অক্ষুন্ন থাকছে বলেও তিনি জানান । আগামিদিনে একটি ন্যায্য মূল্যের ডিস্পেন্সারি খোলার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে (Started Low Cost Treatment Service) ।

Last Updated : Apr 6, 2022, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.