ETV Bharat / city

ঘনীভূত হচ্ছে যশ, আজ সন্ধ্যার পরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে - ঝড়-বৃষ্টি পূর্বাভাস

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যের পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

storm-rain-forecast-in-today evening
storm-rain-forecast-in-today evening
author img

By

Published : May 21, 2021, 6:46 PM IST

কলকাতা, 21 মে : বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । আগামীকাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 মে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । আগামী 25 মে এই ঘূর্ণিঝড় আরও শক্তি বৃদ্ধি করে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে । 26 মে- ঘূর্ণিঝড় যশ শক্তি বৃদ্ধি করে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের মাঝামাঝি স্থলভাগে আছড়ে পড়বে ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় যশের দাপটে 24 মে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে । 25 মে পশ্চিমবঙ্গের উপকূলের সব জেলাতেই বৃষ্টি হবে । উপকূলবর্তী বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী 27 মে-র পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।

ইতিমধ্যে যশের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যেহেতু আন্দামান সাগরের উত্তর দিকে ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ওপর তৈরি হচ্ছে তাই 23 মে থেকেই সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের 23 মে-র মধ্যে ফিরে আসতে বলা হয়েছে । 24 মে সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার থাকবে । সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । 25 মে ঝোড়ো হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার । 26 তারিখে ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়তে পারে । ইতিমধ্যেই সমুদ্র উপকূলে মাইকিং করে সচেতন করা হচ্ছে । নিচু জমিতে যাঁরা বসবাস করেন তাঁদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে । সমুদ্র ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে সরকার ।

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যের পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36. 2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 52 শতাংশ হতে পারে ।

কলকাতা, 21 মে : বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । আগামীকাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 মে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । আগামী 25 মে এই ঘূর্ণিঝড় আরও শক্তি বৃদ্ধি করে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে । 26 মে- ঘূর্ণিঝড় যশ শক্তি বৃদ্ধি করে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের মাঝামাঝি স্থলভাগে আছড়ে পড়বে ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় যশের দাপটে 24 মে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে । 25 মে পশ্চিমবঙ্গের উপকূলের সব জেলাতেই বৃষ্টি হবে । উপকূলবর্তী বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী 27 মে-র পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।

ইতিমধ্যে যশের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যেহেতু আন্দামান সাগরের উত্তর দিকে ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ওপর তৈরি হচ্ছে তাই 23 মে থেকেই সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের 23 মে-র মধ্যে ফিরে আসতে বলা হয়েছে । 24 মে সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার থাকবে । সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । 25 মে ঝোড়ো হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার । 26 তারিখে ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়তে পারে । ইতিমধ্যেই সমুদ্র উপকূলে মাইকিং করে সচেতন করা হচ্ছে । নিচু জমিতে যাঁরা বসবাস করেন তাঁদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে । সমুদ্র ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে সরকার ।

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যের পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36. 2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 52 শতাংশ হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.