কলকাতা, 23 ফেব্রুয়ারি : এখনও পর্যন্ত এ রাজ্যের 40 শতাংশের মতো চিকিৎসক নেননি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ । এ দিকে, শীঘ্রই চিকিৎসকদের এই প্রথম ডোজ দেওয়ার কাজ রাজ্যে শেষ করা হচ্ছে বলে জানতে পেরেছে চিকিৎসকদের বিভিন্ন অংশ। এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য দপ্তরকে চিঠি পাঠাল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। সেই চিঠিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার জন্য আর্জি জানাল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
চিকিৎসকদের এই সংগঠনের তরফে মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে । রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে , রাজ্যের সরকারি এবং বেসরকারি যে সব চিকিৎসক এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে পারেননি তাঁদেরকে এই ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক । প্রতিটি জেলায় শুধুমাত্র চিকিৎসকদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য 2-3টি করে ডেডিকেটেড সেন্টার চালু করা হোক । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে বলেন, ‘‘সরকারি এবং বেসরকারি মিলিয়ে এ রাজ্যের 40 শতাংশের মতো চিকিৎসক এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে পারেননি। আমরা শুনেছি, আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত এ রাজ্যে চিকিৎসকদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে কোনও চিকিৎসক করোনার ভ্যাকসিন না নিলে, তাঁকে অপেক্ষা করতে হবে। যখন বয়স অনুযায়ী ভারতে ভ্যাকসিনেশন দেওয়া হবে, তখন আবার এই চিকিৎসকরা সুযোগ পাবেন ৷"
আরও পড়ুন : পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়
করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করতে হয়। রাজীব পান্ডে বলেন, "গত 31 জানুয়ারি থেকে কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করা যাচ্ছে না। এর পাশাপাশি, নাম নথিভুক্ত করার পরেও কো-উইন পোর্টালে সমস্যার কারণে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন অনেক চিকিৎসক।" এ রাজ্যের অনেক চিকিৎসকের ক্ষেত্রে ভ্যাকসিন নিতে অনীহা রয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে রাজ্যের সরকারি এবং বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত 40 শতাংশের মতো চিকিৎসক করোনার ভ্যাকসিন পাননি বলে চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের তরফে সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 7 লাখ 41 হাজার জনকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।