ETV Bharat / city

দেড় বছরও নারদ স্টিং ফুটেজের রিপোর্ট এসে পৌঁছায়নি, বিস্ময় প্রকাশ হাইকোর্টের

দেড় বছর পরেও স্টিং ভিডিয়ো ফুটেজের রিপোর্ট এসে পৌঁছায়নি ৷ আজ এই নিয়ে বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট ৷ ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপেল কম্পানিতে পাঠানো হয়েছিল । ভয়েস টেস্টের জন্য স্যাম্পেল পাঠানো হয়েছিল গুজরাতের গান্ধি নগরে ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি ।

Narada case
হাইকোর্ট
author img

By

Published : Dec 5, 2019, 10:34 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : নারদকাণ্ডের দেড় বছর পরও স্টিং ভিডিয়ো ফুটেজের রিপোর্ট এসে পৌঁছায়নি ৷ এই নিয়েই আজ বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট ৷ হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপেল কম্পানিতে পাঠানো হয়েছিল । ভয়েস টেস্টের জন্য স্যাম্পেল পাঠানো হয়েছিল গুজরাতের গান্ধিনগরে ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি । এর আগেও এই মামলার বেশ কয়েকটি শুনানিতে একই কথা জানিয়েছিল CBI ।

পাশাপাশি CBI-এর তরফে আইনজীবী অমাজিৎ দে বলেন, "লোকসভার চারজন সাংসদ যাঁদের টাকা নিতে দেখা গেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে অনুমতি চেয়েছি ৷ সেই অনুমতি এখনও এসে পৌঁছায়নি ।" এই বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি CBI-এর আইনজীবীর কাছে CBI-এর তরফে নেওয়া পদক্ষেপের ফলাফল সম্পর্কে জানতে চান ।

দেখুন ভিডিয়ো...

নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ সামনে আসার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগ থেকে নিজেদের নাম খারিজের দাবিতে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অপরূপা পোদ্দার এবং কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ইকবাল আহমেদ । এরপর কিছুদিন আগে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী FIR থেকে নিজের নাম খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । এই সমস্ত মামলার শুনানি ছিল আজ ।

মামলার শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ ৷ তাই তাঁকে পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে অব্যহতি দেওয়ার জন্য আবেদন জানান ইকবাল আহমেদের আইনজীবী ৷ এতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন ,ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে না আপাতত । কিন্তু তদন্ত প্রক্রিয়া থেমে থাকবে না । তদন্ত যেমন চলছিল তেমনই চলবে । অন্যদিকে শুভেন্দু অধিকারীকে এই মামলায় CBI-কে কপি সার্ভিস করার নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি । আগামী বছর জানুয়ারিতে আবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

কলকাতা, 5 ডিসেম্বর : নারদকাণ্ডের দেড় বছর পরও স্টিং ভিডিয়ো ফুটেজের রিপোর্ট এসে পৌঁছায়নি ৷ এই নিয়েই আজ বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট ৷ হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপেল কম্পানিতে পাঠানো হয়েছিল । ভয়েস টেস্টের জন্য স্যাম্পেল পাঠানো হয়েছিল গুজরাতের গান্ধিনগরে ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি । এর আগেও এই মামলার বেশ কয়েকটি শুনানিতে একই কথা জানিয়েছিল CBI ।

পাশাপাশি CBI-এর তরফে আইনজীবী অমাজিৎ দে বলেন, "লোকসভার চারজন সাংসদ যাঁদের টাকা নিতে দেখা গেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে অনুমতি চেয়েছি ৷ সেই অনুমতি এখনও এসে পৌঁছায়নি ।" এই বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি CBI-এর আইনজীবীর কাছে CBI-এর তরফে নেওয়া পদক্ষেপের ফলাফল সম্পর্কে জানতে চান ।

দেখুন ভিডিয়ো...

নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ সামনে আসার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগ থেকে নিজেদের নাম খারিজের দাবিতে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অপরূপা পোদ্দার এবং কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ইকবাল আহমেদ । এরপর কিছুদিন আগে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী FIR থেকে নিজের নাম খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । এই সমস্ত মামলার শুনানি ছিল আজ ।

মামলার শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ ৷ তাই তাঁকে পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে অব্যহতি দেওয়ার জন্য আবেদন জানান ইকবাল আহমেদের আইনজীবী ৷ এতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন ,ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে না আপাতত । কিন্তু তদন্ত প্রক্রিয়া থেমে থাকবে না । তদন্ত যেমন চলছিল তেমনই চলবে । অন্যদিকে শুভেন্দু অধিকারীকে এই মামলায় CBI-কে কপি সার্ভিস করার নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি । আগামী বছর জানুয়ারিতে আবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

Intro:মানস নস্কর

কলকাতা 5 ডিসেম্বর:
নারদ স্টিং ভিডিও ফুটেজের রিপোর্ট দেড় বছরে এসে পৌঁছালো না! বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ এর সত্যতা যাচাই করার জন্য আমেরিকার অ্যাপেল কোম্পানিতে পাঠানো হয়েছে। এবং ভয়েস টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে গুজরাটের গান্ধী নগর কিন্তু এখনো সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি। এর আগেও এই মামলার বেশ কয়েকটি শুনানিতে একই কথা জানিয়েছিল সিবিআই। পাশাপাশি সিবিআই এর তরফ এ আইনজীবী ওমা জিৎ দে জানালেন," লোকসভার চারজন এমপি যাদেরকে টাকা নিতে দেখা গিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে অনুমতি চেয়েছি সেই অনুমতি এসে পৌঁছায়নি।" এই বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন আপনারা কি কি করেছেন এখন আর তা শুনতে চাইছি না এর ফলাফল কি এখন সেই দিকেই আমাদের লক্ষ্য।


Body:নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সামনে আসার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ সতস্ফুর্ত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ থেকে নিজেদের নাম খারিজের দাবিতে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অপরুপা পদ্দার এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। এরপর কিছুদিন আগে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এফআইআর থেকে নিজের নাম খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই সমস্ত মামলার শুনানি ছিল আজ। মামলার শুনানিতে ইকবাল আহমেদ এর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তার মক্কেলের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ তাই তাকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয় সেটা যেন দেখে হাইকোর্ট। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট জানান , ঠিক আছে আপনার মক্কেল অসুস্থ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না আপাতত। কিন্তু তার মানে এই নয় যে তদন্তপ্রক্রিয়া থেমে থাকবে ।তদন্ত যেমন চলছে তেমন চলুক। অন্যদিকে শুভেন্দু অধিকারী কে এই মামলায় সিবিআই কে কপি সার্ভিস করার নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। আগামী বছর জানুয়ারি মাসে আবার এই মামলার পরবর্তী শুনানি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.