কলকাতা, 5 ডিসেম্বর : নারদকাণ্ডের দেড় বছর পরও স্টিং ভিডিয়ো ফুটেজের রিপোর্ট এসে পৌঁছায়নি ৷ এই নিয়েই আজ বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট ৷ হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপেল কম্পানিতে পাঠানো হয়েছিল । ভয়েস টেস্টের জন্য স্যাম্পেল পাঠানো হয়েছিল গুজরাতের গান্ধিনগরে ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি । এর আগেও এই মামলার বেশ কয়েকটি শুনানিতে একই কথা জানিয়েছিল CBI ।
পাশাপাশি CBI-এর তরফে আইনজীবী অমাজিৎ দে বলেন, "লোকসভার চারজন সাংসদ যাঁদের টাকা নিতে দেখা গেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে অনুমতি চেয়েছি ৷ সেই অনুমতি এখনও এসে পৌঁছায়নি ।" এই বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি CBI-এর আইনজীবীর কাছে CBI-এর তরফে নেওয়া পদক্ষেপের ফলাফল সম্পর্কে জানতে চান ।
নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ সামনে আসার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগ থেকে নিজেদের নাম খারিজের দাবিতে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অপরূপা পোদ্দার এবং কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ইকবাল আহমেদ । এরপর কিছুদিন আগে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী FIR থেকে নিজের নাম খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । এই সমস্ত মামলার শুনানি ছিল আজ ।
মামলার শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ ৷ তাই তাঁকে পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে অব্যহতি দেওয়ার জন্য আবেদন জানান ইকবাল আহমেদের আইনজীবী ৷ এতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন ,ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে না আপাতত । কিন্তু তদন্ত প্রক্রিয়া থেমে থাকবে না । তদন্ত যেমন চলছিল তেমনই চলবে । অন্যদিকে শুভেন্দু অধিকারীকে এই মামলায় CBI-কে কপি সার্ভিস করার নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি । আগামী বছর জানুয়ারিতে আবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।