ETV Bharat / city

বিশ্ব মাদকবিরোধী দিবসে গাঁজা পাচার রুখল STF - বিশ্ব মাদকবিরোধী দিবসে গাঁজা পাচার রুখল STF

গাড়ি তল্লাশি করায় ভেতরে বসা ব্যক্তির ধমক পুলিশকে ৷ এরপরই গাড়ির ভেতরের বিশেষভাবে তৈরি স্থান থেকে বেরিয়ে এল প্রচুর পরিমাণ গাঁজা ৷

STF stopped smuggling Marijuana
গাঁজা ৷
author img

By

Published : Jun 26, 2020, 9:42 PM IST

কলকাতা, 26 জুন : গাড়ির বনেটে তৈরি করা হয়েছিল গোপন স্থান । সেখানেই মজুত ছিল প্রচুর পরিমাণ গাঁজা । উত্তরবঙ্গ থেকে গাঁজা আনা হচ্ছিল কলকাতায় । কিন্তু, কলকাতা পুলিশের টাস্কফোর্সের তৎপরতায় এযাত্রায় সফল হল না পাচারকারীরা । বিশ্ব মাদকবিরোধী দিবসে মাদকপাচার রুখে দিল স্পেশাল ফোর্স । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায়, গাঁজা পাচার করতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসছে একটি গাড়ি । গাড়িটিকে মাঝপথে আটকানোর জন্য মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ছাদের মোড়ে অপেক্ষা করছিল টাস্কফোর্সের একটি দল । সোর্সের তথ্যের ভিত্তিতে wb74s7040 নম্বরের গাড়িটিকে আটকায় পুলিশ । প্রাথমিকভাবে ওই গাড়িতে গাঁজা পাওয়া যাচ্ছিল না । তখন ওই গাড়ির সওয়ারি রাজু দত্ত ব্যাপক চোটপাট শুরু করে তদন্তকারীদের উপর । কিন্তু, তদন্তকারীরা এরপরও গাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকেন । এমন সময় গাড়ির পেছনের বনেট খুলে দেখা যায়, সেখানে তৈরি করা হয়েছে একটি গোপন স্থান । যাতে থরে থরে সাজানো গাঁজা ।

ঘটনায় গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজু দত্তকে (30) ৷ তার বাড়ি নিউ জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার নেতাজি মোড়ে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কোথায়, কার হাতে ওই গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।

কলকাতা, 26 জুন : গাড়ির বনেটে তৈরি করা হয়েছিল গোপন স্থান । সেখানেই মজুত ছিল প্রচুর পরিমাণ গাঁজা । উত্তরবঙ্গ থেকে গাঁজা আনা হচ্ছিল কলকাতায় । কিন্তু, কলকাতা পুলিশের টাস্কফোর্সের তৎপরতায় এযাত্রায় সফল হল না পাচারকারীরা । বিশ্ব মাদকবিরোধী দিবসে মাদকপাচার রুখে দিল স্পেশাল ফোর্স । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায়, গাঁজা পাচার করতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসছে একটি গাড়ি । গাড়িটিকে মাঝপথে আটকানোর জন্য মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ছাদের মোড়ে অপেক্ষা করছিল টাস্কফোর্সের একটি দল । সোর্সের তথ্যের ভিত্তিতে wb74s7040 নম্বরের গাড়িটিকে আটকায় পুলিশ । প্রাথমিকভাবে ওই গাড়িতে গাঁজা পাওয়া যাচ্ছিল না । তখন ওই গাড়ির সওয়ারি রাজু দত্ত ব্যাপক চোটপাট শুরু করে তদন্তকারীদের উপর । কিন্তু, তদন্তকারীরা এরপরও গাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকেন । এমন সময় গাড়ির পেছনের বনেট খুলে দেখা যায়, সেখানে তৈরি করা হয়েছে একটি গোপন স্থান । যাতে থরে থরে সাজানো গাঁজা ।

ঘটনায় গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজু দত্তকে (30) ৷ তার বাড়ি নিউ জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার নেতাজি মোড়ে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কোথায়, কার হাতে ওই গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.