ETV Bharat / city

STF recovered drugs: তিলজলার ক্লাবে কয়েক কোটির মাদক উদ্ধার, গ্রেফতার 2

কলকাতার একটি ক্লাব থেকে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করল এসটিএফ (STF recovered drugs)৷ গ্রেফতার করা হয়েছে 2 জনকে (drug recovered)৷

STF recovered drugs from Kolkata club, 2 arrested
কলকাতার ক্লাবে কয়েক কোটির মাদক উদ্ধার, গ্রেফতার 2
author img

By

Published : Jun 23, 2022, 1:36 PM IST

কলকাতা, 23 জুন: কলকাতায় একটি ক্লাব থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক (STF recovered drugs)৷ গোপন সূত্রের খবর পেয়ে খাস কলকাতায় একটি ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে ।

ধৃতদের নাম আরমান পোদ্দার এবং বিকাশ নারায়ণ তিওয়ারি (drug recovered)। তাদের গতকাল রাতে তিলজলা থানা এলাকার একটি ক্লাব থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । তাদের বাড়ি লেকটাউন এলাকায় ।

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার বলেন, উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় 245 গ্রাম । ধৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনও সদুত্তর দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: Drug Smugglers Arrested : পুলিশি তৎপরতায় ইংরেজবাজার থেকে ধৃত 2 মাদক পাচারকারী

গোপন সূত্রের খবর পেয়ে তিলজলা এলাকার ওই ক্লাবে গোয়েন্দারা তল্লাশি চালান । জানা গিয়েছে, এই মাদকগুলি ভীন রাজ্য থেকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 23 জুন: কলকাতায় একটি ক্লাব থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক (STF recovered drugs)৷ গোপন সূত্রের খবর পেয়ে খাস কলকাতায় একটি ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে ।

ধৃতদের নাম আরমান পোদ্দার এবং বিকাশ নারায়ণ তিওয়ারি (drug recovered)। তাদের গতকাল রাতে তিলজলা থানা এলাকার একটি ক্লাব থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । তাদের বাড়ি লেকটাউন এলাকায় ।

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার বলেন, উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় 245 গ্রাম । ধৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনও সদুত্তর দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: Drug Smugglers Arrested : পুলিশি তৎপরতায় ইংরেজবাজার থেকে ধৃত 2 মাদক পাচারকারী

গোপন সূত্রের খবর পেয়ে তিলজলা এলাকার ওই ক্লাবে গোয়েন্দারা তল্লাশি চালান । জানা গিয়েছে, এই মাদকগুলি ভীন রাজ্য থেকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.