কলকাতা, 19 নভেম্বর : মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থানের উদ্দেশে রওনা দিচ্ছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
আজ মালদহের সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে পাঁচজনের। জখম 10-12 জন। ঘটনায় চিন্তিত রাজ্য সরকার। ঘটনাস্থান পরিদর্শনে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
এলাকা পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করবেন তিনি। ঘটনাস্থান ঘুরে এসে সেই রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান ক্ষতিপূরণ দেওয়ার কথা। নিহত পরিবারদের 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘ ওই প্লাস্টিক কারখানায় 15 থেকে 20 জন শ্রমিক কাজ করছিলেন ৷ প্লাস্টিক গলানোর মেশিনে বিস্ফোরণ হয় ৷ বিকট আওয়াজে আমরা সবাই সেখানে ছুটে যাই ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কাউকেই চেনা যাচ্ছিল না ৷" বিস্ফোরণে উড়ে যায় কারখানার টিনের ছাউনি ৷ বিস্ফোরণের খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থানে যায় । প্লাস্টিক কারখানার একটি মেশিনে এই বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে। জখমদের মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷