কলকাতা, 18 অগস্ট: রাজ্যে যাতে করোনা সংক্রমণ বাড়ে তার ব্যবস্থা করছে রাজ্য সরকার ৷ এমনটাই মনে করছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এখন একটা কথা বলা হচ্ছে, খেলা হবে। কীসের খেলা হবে আমি বুঝতে পারছি না। কঠিন পরিস্থিতির মধ্যে বেকার যুবকদের চাকরি নেই । হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । অথচ বলা হচ্ছে খেলা হবে। স্কুল কলেজ বন্ধ । পরীক্ষা পড়াশোনা বন্ধ, শিক্ষার্থীরা দিশেহারা । অথচ খেলা হবে। প্রতিদিন শ্যুট আউট। এই পরিস্থিতিতে যা করা উচিত ছিল তা না করে, মানুষকে দিগভ্রষ্ট করে বলা হচ্ছে খেলা হবে।"
সুজনের অভিযোগ, "বিরোধীদের জমায়েতে পুলিশ অনুমতি দিচ্ছে না । আমাদের ছাত্র-যুবদের বিভিন্ন কর্মসূচি পুলিশের লাঠির সামনে পড়ছে। অথছ শাসক দলের জমায়েতের বিষয়ে প্রশাসনের চোখ বন্ধ । বিভিন্ন জায়গায় খেলা হবে বলে জমায়েত হচ্ছে । যখন সচেতনতা আরও বেশি করে দরকার, তখন তা না করে করোনাকে ফের সুপার স্প্রেডার হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার।"
আরও পড়ুন: Khela Hobe Divas : সরকারি কার্যক্রমে তৃণমূলের রাজনীতি, খেলা হবে দিবসের সমালোচনা বিমান-সুজনের
সুজন আরও বলেন, "ট্রেন বন্ধের নামে নিত্যযাত্রীদের অসুবিধায় ফেলা হচ্ছে । দূরত্ব বিধি শিকেয় উঠে । মুখ্যমন্ত্রী 31 অগস্ট অবধি রেল পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন । অথচ ট্রেনে বাদুড়ঝোলা ভিড় । মহিলা কামরাতে ওঠার বিধিনিষেধও উবে গিয়েছে । রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না রেল চালানোর। অথচ রেল চলছে। টিকিট দেওয়া হচ্ছে। মানুষ গাদাগাদি করে যাচ্ছে। যা করোনার নিম্নমুখী গ্রাফকে ফের উলটে দেবে। অথচ এই সময় সচেতনতা আরও বেশি করে দরকার ছিল। অথচ এই বিষয়ে দিল্লিও চুপ, রাজ্যও চুপ ৷"