ETV Bharat / city

রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি : মুখ্যমন্ত্রী

আজ তিনদিনের দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা । দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি ।"

মুখ্যমন্ত্রী
author img

By

Published : Sep 17, 2019, 2:41 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : "রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি ।" আজ দিল্লি যাওয়ার আগে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনদিনের দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা । দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি জানান, রাজ্যের নাম বদল নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি ৷

মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা ? কারণ, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি মোদিকে এড়িয়ে গেছেন । এই ক'দিনে পরিস্থিতির কী এমন পরিবর্তন হল? তাই মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । BJP সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁকে নিশানা করেছে । BJP-র রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা বলছেন, "রাজীব কুমারকে বাঁচাতে মোদির দরবারে হাজির হচ্ছেন মমতা । মমতা সফরের উদ্দেশ্য চিটফান্ড তদন্ত থেকে নিস্তার পাওয়া । "

এ প্রসঙ্গে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গও । অন্যদিকে মমতার বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার পিছনে কারণ হিসেবে কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বলেন, "এর আগে (মমতা বন্দ্যোপাধ্যায়) কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন । এবার হয়তো দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসবেন ৷ কিংবা কারও বাড়িতে চা খাওয়ার নাম করে বা রাজ্যের উন্নয়নের নাম করে কোনও বোঝাপড়া করে আসবেন ৷ তবে আসল কারণ কী সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন ৷ রাজ্যের উন্নয়নের জন্য যাবেন না কি নিজেকে বাঁচাতে ।"

এর আগে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । চলতি বছরেও অগাস্টে ডাকা মাওবাদী দমন বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি বৈঠকে এতদিন অনুপস্থিত থাকলেও হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : "রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি ।" আজ দিল্লি যাওয়ার আগে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনদিনের দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা । দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি জানান, রাজ্যের নাম বদল নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি ৷

মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা ? কারণ, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা সত্ত্বেও তিনি মোদিকে এড়িয়ে গেছেন । এই ক'দিনে পরিস্থিতির কী এমন পরিবর্তন হল? তাই মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । BJP সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁকে নিশানা করেছে । BJP-র রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা বলছেন, "রাজীব কুমারকে বাঁচাতে মোদির দরবারে হাজির হচ্ছেন মমতা । মমতা সফরের উদ্দেশ্য চিটফান্ড তদন্ত থেকে নিস্তার পাওয়া । "

এ প্রসঙ্গে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওর দিল্লি যাওয়ার উদ্দেশ্য, পিসি-ভাইপো যেন রেহাই পায় ।" তুলে ধরেন রাজীব কুমার প্রসঙ্গও । অন্যদিকে মমতার বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার পিছনে কারণ হিসেবে কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বলেন, "এর আগে (মমতা বন্দ্যোপাধ্যায়) কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন । এবার হয়তো দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসবেন ৷ কিংবা কারও বাড়িতে চা খাওয়ার নাম করে বা রাজ্যের উন্নয়নের নাম করে কোনও বোঝাপড়া করে আসবেন ৷ তবে আসল কারণ কী সেটা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন ৷ রাজ্যের উন্নয়নের জন্য যাবেন না কি নিজেকে বাঁচাতে ।"

এর আগে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও ব্যতিক্রম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । চলতি বছরেও অগাস্টে ডাকা মাওবাদী দমন বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি বৈঠকে এতদিন অনুপস্থিত থাকলেও হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন ।

Intro:
রাজ্যের টাকা বকেয়া রয়েছে। রাজ্যের নাম বদল নিয়ে কথা আছে। তাই দিল্লী যাচ্ছি রাজনৈতিক মহলের রাজীব জল্পনা উড়িয়ে আজ কলকাতা বিমানবন্দরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের দিল্লী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফিরছেন ১৯ সেপ্টেম্বর।

Body:মমতা দিল্লি যাচ্ছেন খবর সামনে আসতেই বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তাকে নিশানা করতে শুরু করে। বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা বলতে শুরু করেন রাজীব কুমার কে বাঁচাতে মোদির শরণে হাজির হচ্ছেন মমতা। মমতা সফরেই উদ্দেশ্য চিটফান্ড তদন্ত থেকে নিস্তার পাওয়া।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.