ETV Bharat / city

জনতার টাকায় মমতার বই কেনা হচ্ছে কেন ? কলকাতা হাইকোর্টে রুজু মামলা

সরকারি টাকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কিনে জমানো হচ্ছে গ্রন্থাগারগুলিতে ৷ এই কাজ জনস্বার্থবিরোধী বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক ব্য়ক্তি ৷ সামগ্রিক প্রক্রিয়াটির উপর আপাতত স্থগিতাদেশ জারির আবেদন জানিয়েছেন তিনি ৷

wb_kol_01_why -mamata -benerjees- book- in -public- library_10003
জনতার টাকায় মমতার বই কেনা হচ্ছে কেন? কলকাতা হাইকোর্টে রুজু মামলা
author img

By

Published : Feb 25, 2021, 8:00 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: কেন জনগণের বিপুল টাকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কিনে রাখা হচ্ছে সরকারি গ্রন্থাগারগুলিতে? অবিলম্বে তা বন্ধ করা এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷

মামলাকারী দীপককুমার ঘোষের অভিযোগ, সরকারি কর্মচারীদের প্রভাবিত করে সরকারি টাকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কিনে রাজ্যের গ্রন্থাগারগুলিতে রাখা হচ্ছে ৷ দীপকের দাবি, এই ঘটনা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী ৷ এতে একমাত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই ব্যক্তিগত লাভ হচ্ছে ৷ কিন্তু এতে জনগণের কী স্বার্থ পূরণ হচ্ছে? তাই মামলাকারীর আবেদন, অবিলম্বে আদালত রাজ্য সরকারকে এটা বন্ধ করার নির্দেশ দিক এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হোক ৷

আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

মামলার বিষয়ে মামলাকারীর আইনজীবী সৌরভ মণ্ডল জানান, ‘‘যেভাবে জনসাধারণের টাকা খরচ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কেনা হয়েছে, 1988 সালের দুর্নীতিদমন আইনে আমরা তার তদন্ত চেয়েছি। পাশাপাশি এটা যাতে অবিলম্বে বন্ধ করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের লাইব্রেরিগুলিতে বই রাখার ব্যাপারে অন্যান্য লেখকদের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে কি না, নাকি তাঁর ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব করেছেন সরকারি আধিকারিকরা, তাও তদন্ত করে দেখার আবেদন জানানো হয়েছে ৷ কারণ, আমাদের কাছে যে নথি রয়েছে, তাতে দেখা যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বই কেনার জন্য সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করা হয়েছে ৷’’

কলকাতা, 25 ফেব্রুয়ারি: কেন জনগণের বিপুল টাকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কিনে রাখা হচ্ছে সরকারি গ্রন্থাগারগুলিতে? অবিলম্বে তা বন্ধ করা এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷

মামলাকারী দীপককুমার ঘোষের অভিযোগ, সরকারি কর্মচারীদের প্রভাবিত করে সরকারি টাকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কিনে রাজ্যের গ্রন্থাগারগুলিতে রাখা হচ্ছে ৷ দীপকের দাবি, এই ঘটনা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী ৷ এতে একমাত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই ব্যক্তিগত লাভ হচ্ছে ৷ কিন্তু এতে জনগণের কী স্বার্থ পূরণ হচ্ছে? তাই মামলাকারীর আবেদন, অবিলম্বে আদালত রাজ্য সরকারকে এটা বন্ধ করার নির্দেশ দিক এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হোক ৷

আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

মামলার বিষয়ে মামলাকারীর আইনজীবী সৌরভ মণ্ডল জানান, ‘‘যেভাবে জনসাধারণের টাকা খরচ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা বই কেনা হয়েছে, 1988 সালের দুর্নীতিদমন আইনে আমরা তার তদন্ত চেয়েছি। পাশাপাশি এটা যাতে অবিলম্বে বন্ধ করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের লাইব্রেরিগুলিতে বই রাখার ব্যাপারে অন্যান্য লেখকদের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে কি না, নাকি তাঁর ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব করেছেন সরকারি আধিকারিকরা, তাও তদন্ত করে দেখার আবেদন জানানো হয়েছে ৷ কারণ, আমাদের কাছে যে নথি রয়েছে, তাতে দেখা যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বই কেনার জন্য সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.