ETV Bharat / city

বিধানসভাকে প্রতারণা করেছেন অর্থমন্ত্রী : সুজন

বাম নেতার অভিযোগ, বাজেটের যে বই পেশ করা হয়েছিল আর যে নোট পাশ করা হল আজ, দুটি এক নয় ৷ দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন সুজন চক্রবর্তী।

cheats the legislature: Sujan
সুজন চক্রবর্তী
author img

By

Published : Feb 15, 2020, 10:37 PM IST

Updated : Feb 15, 2020, 11:43 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : এবার রাজ্য বাজেটে নিয়ে প্রতারণার অভিযোগ তুলল বামেরা ৷ আজ প্রথমে বিধানসভা কক্ষে, পরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্য বাজেট পেশের পর আজ সেটি বিধানসভায় পাশ হয় ৷ যারপর অর্থমন্ত্রী অমিত মিত্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুজন ৷ বাম দলনেতার অভিযোগ, বাজেটের যে বই পেশ করা হয়েছিল আর যে নোট পাশ করা হল আজ, দুটি এক নয় ৷ সুজন চক্রবর্তীর বক্তব্য, "বিধানসভাকে প্রতারণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।"

প্রতারণা করেছেন অর্থমন্ত্রী, বললেন সুজন চক্রবর্তী

অর্থমন্ত্রী মিথ্যার বেসাতি করছেন বলে মন্তব্য করেন সুজনবাবু। বলেন, "বিধানসভায় যে বাজেট বক্তব্য অর্থমন্ত্রী পেশ করেছেন আর যে বাজেট বিধানসভায় পাশ করলেন তার মধ্যে ফারাক রয়েছে৷" বাম নেতার অভিযোগ, পৃথক দুটি বই পাঠ করে বিধায়কদের বিভ্রান্ত করেছেন অমিত মিত্র । এই বিষয়ে আজ অধিবেশন কক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম পরিষদীয় দলনেতা ।

এছাড়াও শনিবার ফের দুর্নীতির প্রশ্নেও সরব হন সুজন চক্রবর্তী ৷ দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি নিরপেক্ষ কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি। সুজনবাবু বলেন, এই কমিশনের নজর থেকে বিরোধী বিধায়করাও বাদ যাবে না। তাঁর মতে, দুর্নীতিগ্রস্ত বিধায়কদের কাছ থেকে উদ্ধার করা অর্থে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি : এবার রাজ্য বাজেটে নিয়ে প্রতারণার অভিযোগ তুলল বামেরা ৷ আজ প্রথমে বিধানসভা কক্ষে, পরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্য বাজেট পেশের পর আজ সেটি বিধানসভায় পাশ হয় ৷ যারপর অর্থমন্ত্রী অমিত মিত্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুজন ৷ বাম দলনেতার অভিযোগ, বাজেটের যে বই পেশ করা হয়েছিল আর যে নোট পাশ করা হল আজ, দুটি এক নয় ৷ সুজন চক্রবর্তীর বক্তব্য, "বিধানসভাকে প্রতারণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।"

প্রতারণা করেছেন অর্থমন্ত্রী, বললেন সুজন চক্রবর্তী

অর্থমন্ত্রী মিথ্যার বেসাতি করছেন বলে মন্তব্য করেন সুজনবাবু। বলেন, "বিধানসভায় যে বাজেট বক্তব্য অর্থমন্ত্রী পেশ করেছেন আর যে বাজেট বিধানসভায় পাশ করলেন তার মধ্যে ফারাক রয়েছে৷" বাম নেতার অভিযোগ, পৃথক দুটি বই পাঠ করে বিধায়কদের বিভ্রান্ত করেছেন অমিত মিত্র । এই বিষয়ে আজ অধিবেশন কক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম পরিষদীয় দলনেতা ।

এছাড়াও শনিবার ফের দুর্নীতির প্রশ্নেও সরব হন সুজন চক্রবর্তী ৷ দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি নিরপেক্ষ কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি। সুজনবাবু বলেন, এই কমিশনের নজর থেকে বিরোধী বিধায়করাও বাদ যাবে না। তাঁর মতে, দুর্নীতিগ্রস্ত বিধায়কদের কাছ থেকে উদ্ধার করা অর্থে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব ৷

Last Updated : Feb 15, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.