ETV Bharat / city

Bengal Civic Polls 2022: নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন - State Election Commission is determined to hold the polls under security

রাজ্যের 108টি পৌরসভায় রাত পোহালেই নির্বাচন (Bengal Civic Polls 2022)। নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। 44 হাজার পুলিশ দিয়ে হবে পৌরভোট। নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম ঢিলেমি সহ্য করা হবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন কমিশনার।

Bengal Civic Polls 2022
নিরাপত্তার ঘেরাটোপে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন
author img

By

Published : Feb 26, 2022, 10:14 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাত পোহালেই রাজ্যের 20টি জেলায় পৌর নির্বাচন (Bengal Civic Polls 2022)। ভোট হবে 108টি পৌরসভায়। বিজেপির তরফে পৌর নির্বাচন করাতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী ৷ এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেলেও হয়নি শেষরক্ষা। নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশ দিয়েই সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাই আবার নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। তাই বাড়ানো হয়েছে পুলিশ । 44 হাজার পুলিশ দিয়ে হবে পৌরভোট। আজ সিনিয়র স্পেশাল অবজার্ভারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম ঢিলেমি সহ্য করা হবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন কমিশনার। প্রতিটি বুথেই থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী। থাকছে 16 জন বিশেষ পর্যবেক্ষক। 20টি জেলায় পুলিশ কীভাবে মোতায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয়েছে 17 জন ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকদের।

অন্যদিকে 108টি পৌরসভা মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা 2276টি। তবে ভোটগ্রহণ করা হবে 2171টি ওয়ার্ডে। কারণ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী দীপেন কুমার মজুমদার ও ভাটপাড়ার 3 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বাবলি দে মারা গিয়েছেন তাই এই দুই পৌরসভার নির্বাচন আপাতত হচ্ছে না। অন্যদিকে 103টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Uncontested) থাকছে। প্রতিটি বুথেই থাকছে সিসিটিভির ব্যবস্থা। দুই 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় থাকছে বাড়তি নজরদারি। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে এই জেলাগুলিতে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব বুথ ধরে ধরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বেআইনি বিল্ডিং নির্মাণের অভিযোগ পেয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম

যে ভোটকেন্দ্রে 1টি বুথ থাকবে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 1 জন লাঠিধারী পুলিশ। যেখানে 2টি বুথ থাকবে সেখানে 1জন এসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 2 জন লাঠিধারী পুলিশ। 3টি বুথের জায়গায় থাকবেন 1 জন এসআই, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 3 জন লাঠিধারী পুলিশ। 4টি বুথের ক্ষেত্রে থাকবেন 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 4 জন লাঠিধারী পুলিশ। 5টি বুথের ক্ষেত্রে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 5 জন লাঠিধারী পুলিশ। ভোটকেন্দ্রে 6-এর বেশি বুথ থাকলেই সেখানে থাকবেন একজন করে ইন্সপেক্টর পদমর্দার পুলিশ আধিকারিক, থাকবেন 1 জন এসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 6 জন লাঠিধারী পুলিশ।

7টি বুথের ক্ষেত্রে ইন্সপেক্টর ছাড়াও থাকবেন 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 7 জন লাঠিধারী পুলিশ। 8টি বুথের ক্ষেত্রে 1 জন ইন্সপেক্টর, 2 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 8 জন লাঠিধারী পুলিশ থাকবেন। 9টি বুথের ক্ষেত্রে থাকবেন 1 জন ইন্সপেক্টর, 3 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 9 জন লাঠিধারী পুলিশ। যে ভোটগ্রহণকেন্দ্রে 10 টি বুথ থাকবে সেখানে 1 জন ইন্সপেক্টর ছাড়াও থাকবেন 4 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 10 জন লাঠিধারী পুলিশ। আগামিকাল ভোটের কাজে প্রায় 50 হাজার ভোটকর্মীকে ব্যবহার করা হবে। পাশাপাশি 15 শতাংশ থাকছে রিজার্ভে। আজ সকাল 8টা থেকেই খোলা হয়েছে কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমের নম্বর 22900040-41/ 1800 345 5553 (টোল ফ্রি)।

কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাত পোহালেই রাজ্যের 20টি জেলায় পৌর নির্বাচন (Bengal Civic Polls 2022)। ভোট হবে 108টি পৌরসভায়। বিজেপির তরফে পৌর নির্বাচন করাতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী ৷ এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেলেও হয়নি শেষরক্ষা। নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশ দিয়েই সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাই আবার নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। তাই বাড়ানো হয়েছে পুলিশ । 44 হাজার পুলিশ দিয়ে হবে পৌরভোট। আজ সিনিয়র স্পেশাল অবজার্ভারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম ঢিলেমি সহ্য করা হবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন কমিশনার। প্রতিটি বুথেই থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী। থাকছে 16 জন বিশেষ পর্যবেক্ষক। 20টি জেলায় পুলিশ কীভাবে মোতায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয়েছে 17 জন ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকদের।

অন্যদিকে 108টি পৌরসভা মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা 2276টি। তবে ভোটগ্রহণ করা হবে 2171টি ওয়ার্ডে। কারণ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী দীপেন কুমার মজুমদার ও ভাটপাড়ার 3 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বাবলি দে মারা গিয়েছেন তাই এই দুই পৌরসভার নির্বাচন আপাতত হচ্ছে না। অন্যদিকে 103টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Uncontested) থাকছে। প্রতিটি বুথেই থাকছে সিসিটিভির ব্যবস্থা। দুই 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় থাকছে বাড়তি নজরদারি। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে এই জেলাগুলিতে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব বুথ ধরে ধরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বেআইনি বিল্ডিং নির্মাণের অভিযোগ পেয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম

যে ভোটকেন্দ্রে 1টি বুথ থাকবে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 1 জন লাঠিধারী পুলিশ। যেখানে 2টি বুথ থাকবে সেখানে 1জন এসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 2 জন লাঠিধারী পুলিশ। 3টি বুথের জায়গায় থাকবেন 1 জন এসআই, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 3 জন লাঠিধারী পুলিশ। 4টি বুথের ক্ষেত্রে থাকবেন 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 4 জন লাঠিধারী পুলিশ। 5টি বুথের ক্ষেত্রে 1 জন এসআই, 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 5 জন লাঠিধারী পুলিশ। ভোটকেন্দ্রে 6-এর বেশি বুথ থাকলেই সেখানে থাকবেন একজন করে ইন্সপেক্টর পদমর্দার পুলিশ আধিকারিক, থাকবেন 1 জন এসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 6 জন লাঠিধারী পুলিশ।

7টি বুথের ক্ষেত্রে ইন্সপেক্টর ছাড়াও থাকবেন 1 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 7 জন লাঠিধারী পুলিশ। 8টি বুথের ক্ষেত্রে 1 জন ইন্সপেক্টর, 2 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 8 জন লাঠিধারী পুলিশ থাকবেন। 9টি বুথের ক্ষেত্রে থাকবেন 1 জন ইন্সপেক্টর, 3 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 9 জন লাঠিধারী পুলিশ। যে ভোটগ্রহণকেন্দ্রে 10 টি বুথ থাকবে সেখানে 1 জন ইন্সপেক্টর ছাড়াও থাকবেন 4 জন এএসআই, 4 জন সশস্ত্র পুলিশ ও 10 জন লাঠিধারী পুলিশ। আগামিকাল ভোটের কাজে প্রায় 50 হাজার ভোটকর্মীকে ব্যবহার করা হবে। পাশাপাশি 15 শতাংশ থাকছে রিজার্ভে। আজ সকাল 8টা থেকেই খোলা হয়েছে কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমের নম্বর 22900040-41/ 1800 345 5553 (টোল ফ্রি)।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.