ETV Bharat / city

State Cabinet Reshuffle : 9 তারিখের পরই মমতা মন্ত্রিসভায় নতুন মুখ ? - রাজ্য মন্ত্রিসভায় রদবদল

নানা কারণে অভিভাবকহীন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতর ৷ তাই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ এই বিষয়ে 9 নভেম্বর বা তারপর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রী হতে পারেন নতুন কেউ ৷

state cabinet can be reshuffled after 9th of November
State Cabinet Reshuffle : 9 তারিখের পরই মমতা মন্ত্রিসভায় নতুন মুখ ?
author img

By

Published : Nov 7, 2021, 6:40 PM IST

কলকাতা, 7 নভেম্বর : রাজ্য মন্ত্রিসভায় (West Bengal State Cabinet) রদবদলের সম্ভাবনা ৷ যার জেরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভায় নতুন মুখও দেখা যেতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ আগামী 9 নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এনিয়ে ঘোষণা করতে পারেন ৷

আরও পড়ুন : Asansol : ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

আসলে একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) পর থেকেই সময়টা যেন খুব একটা ভাল যাচ্ছে না মুখ্যমন্ত্রীর ৷ প্রথমে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande) অসুস্থ হয়ে পড়লেন ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছে ৷ অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) নতুন করে নির্বাচনে না দাঁড়ানোয় তাঁর কার্যকালের মেয়াদও ফুরিয়েছে ৷ ফলে এই অবস্থায় অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ একটি দফতর কার্যত অভিভাবকহীন ৷ এসবের মধ্যেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) হঠাৎ প্রয়াণ তাঁর দফতরেও শূন্যস্থান তৈরি করেছে ৷ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দফতরগুলির সবক’টাই একে একে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে নিতে হচ্ছে বা হয়েছে ৷ যত দূর শোনা যাচ্ছে, এই শূন্যস্থান পূরণের জন্যই মন্ত্রিসভায় রদবদল করা হবে ৷

আরও পড়ুন : Razzak Molla : ‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক

আগামী 9 তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে ৷ রাজ্য বিধানসভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেখানেই মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর ৷ পঞ্চায়েত, অর্থ এবং ক্রেতা সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি আগামী দিনে কে বা কারা সামলাবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ এই অবস্থায় বেশ কিছু নতুন নাম আলোচনায় উঠে এসেছে ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনই কারও নাম প্রকাশ্যে আনা হচ্ছে না ৷ কারণ, দলের অভ্যন্তরীণ বৈঠকে আলোচনার পর এই নামগুলি ঘোষণা করবেন মমতা স্বয়ং ৷

কলকাতা, 7 নভেম্বর : রাজ্য মন্ত্রিসভায় (West Bengal State Cabinet) রদবদলের সম্ভাবনা ৷ যার জেরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভায় নতুন মুখও দেখা যেতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ আগামী 9 নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এনিয়ে ঘোষণা করতে পারেন ৷

আরও পড়ুন : Asansol : ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

আসলে একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) পর থেকেই সময়টা যেন খুব একটা ভাল যাচ্ছে না মুখ্যমন্ত্রীর ৷ প্রথমে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande) অসুস্থ হয়ে পড়লেন ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছে ৷ অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) নতুন করে নির্বাচনে না দাঁড়ানোয় তাঁর কার্যকালের মেয়াদও ফুরিয়েছে ৷ ফলে এই অবস্থায় অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ একটি দফতর কার্যত অভিভাবকহীন ৷ এসবের মধ্যেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) হঠাৎ প্রয়াণ তাঁর দফতরেও শূন্যস্থান তৈরি করেছে ৷ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দফতরগুলির সবক’টাই একে একে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে নিতে হচ্ছে বা হয়েছে ৷ যত দূর শোনা যাচ্ছে, এই শূন্যস্থান পূরণের জন্যই মন্ত্রিসভায় রদবদল করা হবে ৷

আরও পড়ুন : Razzak Molla : ‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক

আগামী 9 তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে ৷ রাজ্য বিধানসভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেখানেই মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর ৷ পঞ্চায়েত, অর্থ এবং ক্রেতা সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি আগামী দিনে কে বা কারা সামলাবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ এই অবস্থায় বেশ কিছু নতুন নাম আলোচনায় উঠে এসেছে ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনই কারও নাম প্রকাশ্যে আনা হচ্ছে না ৷ কারণ, দলের অভ্যন্তরীণ বৈঠকে আলোচনার পর এই নামগুলি ঘোষণা করবেন মমতা স্বয়ং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.