ETV Bharat / city

Soma Das reject Job offer : ‘শিক্ষিকাই হতে চাই’, অন্য চাকরির প্রস্তাব ফেরালেন ক্যানসার যোদ্ধা সোমা

শুধু সরকারের দুর্নীতির বিরুদ্ধে নয়, সোমা লড়ছেন শারীরিক সমস্যার বিরুদ্ধেও ৷ হাইকোর্টে ডেকে তাঁকে সরকারি চাকরির প্রস্তাব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সরাসরি তা প্রত্যাখ্যান করেন সোমা । জানিয়ে দেন, অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তিনি (SSC job aspirant Soma Das refuses job offer) ৷

Soma Das
চাকরির প্রস্তাব ফেরালেন ক্যানসার যোদ্ধা সোমা
author img

By

Published : Apr 14, 2022, 11:44 AM IST

কলকাতা, 14 এপ্রিল : শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ ৷ তা নিয়েই দীর্ঘদিন ধরে এসএসসির নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী হিসেবে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে আন্দোলন করছেন সোমা দাস । বাকি আন্দোলনকারীদের থেকে সোমার গল্পটা অনেকটাই আলাদা ৷ শুধু সরকারের দুর্নীতির বিরুদ্ধে নয়, সোমা লড়ছেন শারীরিক সমস্যার বিরুদ্ধেও ৷ যদিও সেই সমস্যা যে তাঁর দৃঢ়চেতা মানসিকতাকে বিন্দুমাত্র টলাতে পারেনি, বুধবার তা টের পাওয়া গেল ৷ হাইকোর্টে ডেকে তাঁকে সরকারি চাকরির প্রস্তাব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সরাসরি তা প্রত্যাখ্যান করেন সোমা । জানিয়ে দেন, অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তিনি (SSC job aspirant Soma Das refuses job offer) ৷

সম্প্রতি সোমার লড়াইয়ের কথা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই খবর দেখার পর তাঁকে ডেকে পাঠিয়েছিলেন । তাঁর এজলাসেই চলছে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি ৷ বিচারপতি তাঁর কাছে জানতে চান, অন্য চাকরির ব্যবস্থা করে দিলে সোমা তা করতে চান কি না । সোমা বলেন, ‘‘আমি শিক্ষিকাই হতে চাই । পাশাপাশি আমার মতো একাধিক চাকরিপ্রার্থী চাকরির জন্য লড়াই করছেন ৷ ফলে আমার একার সমস্যার সমাধান হলেই হবে না ।’’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, ‘‘এতদিন ধরে বিচারপতি আমাদের জন্য একা লড়ে যাচ্ছেন ৷ পাশে অন্য কেউ দাঁড়াচ্ছেন না । সেখানে আমি এই লড়াই থেকে সরে যেতে চাই না । হয় আমাদের সবার চাকরি হবে, নয়তো কারও হবে না ৷ আমি আলাদা করে চাকরিটা নিয়ে আন্দোলন থেকে সরে যেতে চাই না ।’’

আরও পড়ুন : শিক্ষক নিয়োগ মামলায় পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের, স্বস্তিতে পার্থ

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ-সহ তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত বিপুল দুর্নীতি সামনে এসেছে । এই নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারিক-সহ রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের যোগসাজশ রয়েছে অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চূড়ান্ত বিতর্ক ।

কলকাতা, 14 এপ্রিল : শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ ৷ তা নিয়েই দীর্ঘদিন ধরে এসএসসির নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী হিসেবে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে আন্দোলন করছেন সোমা দাস । বাকি আন্দোলনকারীদের থেকে সোমার গল্পটা অনেকটাই আলাদা ৷ শুধু সরকারের দুর্নীতির বিরুদ্ধে নয়, সোমা লড়ছেন শারীরিক সমস্যার বিরুদ্ধেও ৷ যদিও সেই সমস্যা যে তাঁর দৃঢ়চেতা মানসিকতাকে বিন্দুমাত্র টলাতে পারেনি, বুধবার তা টের পাওয়া গেল ৷ হাইকোর্টে ডেকে তাঁকে সরকারি চাকরির প্রস্তাব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সরাসরি তা প্রত্যাখ্যান করেন সোমা । জানিয়ে দেন, অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তিনি (SSC job aspirant Soma Das refuses job offer) ৷

সম্প্রতি সোমার লড়াইয়ের কথা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই খবর দেখার পর তাঁকে ডেকে পাঠিয়েছিলেন । তাঁর এজলাসেই চলছে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি ৷ বিচারপতি তাঁর কাছে জানতে চান, অন্য চাকরির ব্যবস্থা করে দিলে সোমা তা করতে চান কি না । সোমা বলেন, ‘‘আমি শিক্ষিকাই হতে চাই । পাশাপাশি আমার মতো একাধিক চাকরিপ্রার্থী চাকরির জন্য লড়াই করছেন ৷ ফলে আমার একার সমস্যার সমাধান হলেই হবে না ।’’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, ‘‘এতদিন ধরে বিচারপতি আমাদের জন্য একা লড়ে যাচ্ছেন ৷ পাশে অন্য কেউ দাঁড়াচ্ছেন না । সেখানে আমি এই লড়াই থেকে সরে যেতে চাই না । হয় আমাদের সবার চাকরি হবে, নয়তো কারও হবে না ৷ আমি আলাদা করে চাকরিটা নিয়ে আন্দোলন থেকে সরে যেতে চাই না ।’’

আরও পড়ুন : শিক্ষক নিয়োগ মামলায় পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের, স্বস্তিতে পার্থ

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ-সহ তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত বিপুল দুর্নীতি সামনে এসেছে । এই নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারিক-সহ রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের যোগসাজশ রয়েছে অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চূড়ান্ত বিতর্ক ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.