ETV Bharat / city

মথুরাপুরে মমতা, মোদির সভা নিয়ে আশঙ্কা ; স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি SPG-র - dg

আজ মথুরাপুরে মমতা ও মোদির সভা রয়েছে পরপর । আর তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা । তাই SPG-র তরফে চিঠি পাঠানো হল স্বরাষ্ট্রমন্ত্রকে ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 16, 2019, 1:23 PM IST

Updated : May 16, 2019, 2:30 PM IST

কলকাতা, 16 মে : আজ মথুরাপুরে মমতা ব্যানার্জির সভা ছিল দুপুর 1টায় । তার কিছু দূরেই বিকেল পৌনে পাঁচটা নাগাদ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা । দু'টি সভাতেই প্রচুর কর্মী-সমর্থক জমায়েতের সম্ভাবনা রয়েছে । আর তাতেই আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠাল স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) । চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে DG-কে ।

স্টেট ইন্টেলিজেন্স বিওরো সূত্রে খবর, মমতার সভার মতোই মোদির সভাতেও আসতে পারেন প্রচুর মানুষ । দু'টি সভাস্থানের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে । মমতার সভায় আসা কর্মী, সমর্থকরা যখন বেরোবেন তখন মোদির সভায় কর্মী, সমর্থকরা আসতে শুরু করবেন । তাই দু'দলের কর্মী, সমর্থকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল । সূত্রের খবর, সেই আশঙ্কাতেই SPG চিঠি দিয়েছে ।

SPG-র দেওয়া চিঠিতে লেখা হয়েছে, দু'দলের কর্মী, সমর্থকদের মধ্যে যদি অশান্তি (অ্যাম্বুস) হয়, সেটা কন্ট্রোল করতে পারবে না তারা । সেই সূত্রেই অশান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য SPG-র তরফে অনুরোধ করা হয়েছে । কারণ, অমিত শাহর রোড শো নিয়ে কলকাতায় যে ঘটনা ঘটেছে তারপর আর কোনও ভাবেই ঝুঁকি নিতে চাইছে না কেউ । নির্বাচন কমিশন থেকে অশান্তি এড়াতে কমিয়ে দেওয়া হয়েছে প্রচারের সময় । আর তাই মোদি ও মমতার দু'টো সভা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা ।

কলকাতা, 16 মে : আজ মথুরাপুরে মমতা ব্যানার্জির সভা ছিল দুপুর 1টায় । তার কিছু দূরেই বিকেল পৌনে পাঁচটা নাগাদ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা । দু'টি সভাতেই প্রচুর কর্মী-সমর্থক জমায়েতের সম্ভাবনা রয়েছে । আর তাতেই আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠাল স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) । চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে DG-কে ।

স্টেট ইন্টেলিজেন্স বিওরো সূত্রে খবর, মমতার সভার মতোই মোদির সভাতেও আসতে পারেন প্রচুর মানুষ । দু'টি সভাস্থানের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে । মমতার সভায় আসা কর্মী, সমর্থকরা যখন বেরোবেন তখন মোদির সভায় কর্মী, সমর্থকরা আসতে শুরু করবেন । তাই দু'দলের কর্মী, সমর্থকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল । সূত্রের খবর, সেই আশঙ্কাতেই SPG চিঠি দিয়েছে ।

SPG-র দেওয়া চিঠিতে লেখা হয়েছে, দু'দলের কর্মী, সমর্থকদের মধ্যে যদি অশান্তি (অ্যাম্বুস) হয়, সেটা কন্ট্রোল করতে পারবে না তারা । সেই সূত্রেই অশান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য SPG-র তরফে অনুরোধ করা হয়েছে । কারণ, অমিত শাহর রোড শো নিয়ে কলকাতায় যে ঘটনা ঘটেছে তারপর আর কোনও ভাবেই ঝুঁকি নিতে চাইছে না কেউ । নির্বাচন কমিশন থেকে অশান্তি এড়াতে কমিয়ে দেওয়া হয়েছে প্রচারের সময় । আর তাই মোদি ও মমতার দু'টো সভা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা ।

Last Updated : May 16, 2019, 2:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.