ETV Bharat / city

রেশন দুর্নীতি রুখতে বিশেষ যন্ত্র - খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

খাদ্য দপ্তরে তরফে পুরো রেশন সিস্টেমটিকে অনলাইন করে দেওয়া হচ্ছে । সব রেশন দোকানে বসিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস ।

Special instruments to prevent ration corruption
রেশন দুর্নীতি রুখতে বিশেষ যন্ত্র
author img

By

Published : May 5, 2020, 8:40 PM IST

কলকাতা, 5 মে: রাজ্যের কুড়ি হাজার রেশন দোকানে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস । বিশেষ এই যন্ত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রতিমুহূর্তে খাদ্য দপ্তরে পাঠাচ্ছে তথ্য। সেই তথ্যের চুলচেরা বিশ্লেষণে কোন গ্রাহক কতটা রেশন পাচ্ছেন তা মুহুর্তের মধ্যে জানতে পারছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা । এমন তথ্যই জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

কিছুটা কমলেও জেলায় জেলায় রেশন নিয়ে ক্ষোভ এখনও অব্যাহত । প্রতিদিনই উঠছে নানা রকম অভিযোগ । সেই অভিযোগের মধ্যে রয়েছে কম পরিমাণ সামগ্রী দেওয়ার বিষয়টিও । এই অভিযোগের সূত্র ধরে ইতিমধ্যে খাদ্য দপ্তর বেশকিছু রেশন ডিলারের বিরুদ্ধে নিয়েছে কড়া ব্যবস্থা । অনেকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে । সাসপেন্ড করা হয়েছে বেশকিছু ডিলারকে । একদিকে যেমন রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তেমনই খাদ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অনেক জায়গায় অযৌক্তিক দাবি তুলে মানুষজন বিক্ষোভ করছেন । সেই সূত্র ধরে নবান্নে তরফের সিদ্ধান্ত নেওয়া হয়, অযৌক্তিক দাবি তুলে বিক্ষোভ হলে সেই এলাকার রেশন দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে । পাশাপাশি পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন খাদ্যমন্ত্রী ।

অন্যদিকে খাদ্য দপ্তরের তরফে পুরো রেশন সিস্টেমটিকে অনলাইন করে দেওয়া হচ্ছে । সব রেশন দোকানে বসিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস । আর এভাবেই চালানো হচ্ছে নজরদারি ।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ প্রসঙ্গে বলেন, “আমরা প্রতিদিন রাত 9 টার মধ্যেই চুলচেরা সব তথ্য পেয়ে যাচ্ছি। ফলে কারচুপি করার আর জায়গা নেই । আমাদের কাছে আসা তথ্য বলছে ইতিমধ্যেই এ মাসের 25% রেশন গ্রাহকের কাছে পৌঁছে গেছে । দুর্নীতি রুখতে সবসময় তৎপর রয়েছে খাদ্য দপ্তর ।’’

কলকাতা, 5 মে: রাজ্যের কুড়ি হাজার রেশন দোকানে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস । বিশেষ এই যন্ত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রতিমুহূর্তে খাদ্য দপ্তরে পাঠাচ্ছে তথ্য। সেই তথ্যের চুলচেরা বিশ্লেষণে কোন গ্রাহক কতটা রেশন পাচ্ছেন তা মুহুর্তের মধ্যে জানতে পারছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা । এমন তথ্যই জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

কিছুটা কমলেও জেলায় জেলায় রেশন নিয়ে ক্ষোভ এখনও অব্যাহত । প্রতিদিনই উঠছে নানা রকম অভিযোগ । সেই অভিযোগের মধ্যে রয়েছে কম পরিমাণ সামগ্রী দেওয়ার বিষয়টিও । এই অভিযোগের সূত্র ধরে ইতিমধ্যে খাদ্য দপ্তর বেশকিছু রেশন ডিলারের বিরুদ্ধে নিয়েছে কড়া ব্যবস্থা । অনেকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে । সাসপেন্ড করা হয়েছে বেশকিছু ডিলারকে । একদিকে যেমন রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তেমনই খাদ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অনেক জায়গায় অযৌক্তিক দাবি তুলে মানুষজন বিক্ষোভ করছেন । সেই সূত্র ধরে নবান্নে তরফের সিদ্ধান্ত নেওয়া হয়, অযৌক্তিক দাবি তুলে বিক্ষোভ হলে সেই এলাকার রেশন দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে । পাশাপাশি পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন খাদ্যমন্ত্রী ।

অন্যদিকে খাদ্য দপ্তরের তরফে পুরো রেশন সিস্টেমটিকে অনলাইন করে দেওয়া হচ্ছে । সব রেশন দোকানে বসিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস । আর এভাবেই চালানো হচ্ছে নজরদারি ।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ প্রসঙ্গে বলেন, “আমরা প্রতিদিন রাত 9 টার মধ্যেই চুলচেরা সব তথ্য পেয়ে যাচ্ছি। ফলে কারচুপি করার আর জায়গা নেই । আমাদের কাছে আসা তথ্য বলছে ইতিমধ্যেই এ মাসের 25% রেশন গ্রাহকের কাছে পৌঁছে গেছে । দুর্নীতি রুখতে সবসময় তৎপর রয়েছে খাদ্য দপ্তর ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.