ETV Bharat / city

Alipur Police station : বিদ্যুতের খরচ বাঁচাতে আলিপুর থানায় বসল সোলার প্য়ানেল

বিদ্যুতের খরচ বাঁচাতে উদ্যোগী কলকাতা পুলিশ ৷ এর জন্য সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর প্রাথমিক ধাপ হিসাবে দক্ষিণ কলকাতার আলিপুর থানার ছাদে (Alipur Police Station) বসানো হয়েছে 10 টি সোলার প্যানেল ৷

solar energy system install in alipur police station
Solar Energy for Kolkata Police : বিদ্যুতের খরচ বাঁচাতে আলিপুর থানায় বসল সোলার প্য়ানেল
author img

By

Published : Dec 29, 2021, 9:07 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : দক্ষিণ কলকাতার আলিপুর থানার (Alipur Police Station) ছাদে বসানো হল 10 টি সোলার প্যানেল ৷ বিদ্যুতের খরচ বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা (solar panel for Kolkata Police) ৷ তাঁদের বক্তব্য, আপাতত এটি ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে দেখা হচ্ছে ৷ যদি সোলার প্যানেল লাগানোর পর বিদ্যুতের খরচ অনেকটাই কমে তাহলে, আগামী দিনে কলকাতার অন্য়ান্য থানাতেও একই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন : Shoulder Light for Traffic Police : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কিনছে কলকাতা পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন প্রতিমাসে শুধুমাত্র আলিপুর থানাতেই বিদ্যুতের বিল আসত দেড় থেকে দু’লক্ষ টাকা ৷ তবে সোলার প্যানেলের ব্যবহারের ফলে টাকার এই অঙ্ক কমবে বলেই আশাবাদী পুলিশ প্রশাসন ৷

বিদ্যুতের খরচ বাঁচাতে উদ্যোগী কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Bidhannagar Police : দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা

আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে ছাদে বসানো হয়েছে এই সোলার প্য়ানেলগুলি ৷ কিছুদিন পরীক্ষামূলকভাবে সেগুলি ব্যবহার করার পর পুরদস্তুর কাজে লাগানো হবে এই নয়া ব্যবস্থা ৷ স্থির হয়েছে, সোলার প্যানেলের মাধ্যমে তৈরি বিদ্যুৎ প্রয়োজন মাফিক থানায় ব্যবহার করা হবে ৷ তারপরও যদি কিছু উদ্বৃত্ত থেকে যায়, তবে তা সিইএসসি-কে বিক্রি করে দেওয়া হবে ৷ এতে খরচ অনেকটাই বাঁচবে ৷ যদিও পুলিশেরই আর একটা অংশ মনে করছে, সোলার প্যানেলের রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ৷ সেক্ষেত্রে এই ব্যবস্থা আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷

কলকাতা, 29 ডিসেম্বর : দক্ষিণ কলকাতার আলিপুর থানার (Alipur Police Station) ছাদে বসানো হল 10 টি সোলার প্যানেল ৷ বিদ্যুতের খরচ বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা (solar panel for Kolkata Police) ৷ তাঁদের বক্তব্য, আপাতত এটি ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে দেখা হচ্ছে ৷ যদি সোলার প্যানেল লাগানোর পর বিদ্যুতের খরচ অনেকটাই কমে তাহলে, আগামী দিনে কলকাতার অন্য়ান্য থানাতেও একই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন : Shoulder Light for Traffic Police : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কিনছে কলকাতা পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন প্রতিমাসে শুধুমাত্র আলিপুর থানাতেই বিদ্যুতের বিল আসত দেড় থেকে দু’লক্ষ টাকা ৷ তবে সোলার প্যানেলের ব্যবহারের ফলে টাকার এই অঙ্ক কমবে বলেই আশাবাদী পুলিশ প্রশাসন ৷

বিদ্যুতের খরচ বাঁচাতে উদ্যোগী কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Bidhannagar Police : দুর্ঘটনা রুখতে চিংড়িঘাটায় অত্যাধুনিক ব্যবস্থা

আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে ছাদে বসানো হয়েছে এই সোলার প্য়ানেলগুলি ৷ কিছুদিন পরীক্ষামূলকভাবে সেগুলি ব্যবহার করার পর পুরদস্তুর কাজে লাগানো হবে এই নয়া ব্যবস্থা ৷ স্থির হয়েছে, সোলার প্যানেলের মাধ্যমে তৈরি বিদ্যুৎ প্রয়োজন মাফিক থানায় ব্যবহার করা হবে ৷ তারপরও যদি কিছু উদ্বৃত্ত থেকে যায়, তবে তা সিইএসসি-কে বিক্রি করে দেওয়া হবে ৷ এতে খরচ অনেকটাই বাঁচবে ৷ যদিও পুলিশেরই আর একটা অংশ মনে করছে, সোলার প্যানেলের রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ৷ সেক্ষেত্রে এই ব্যবস্থা আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.