কলকাতা, 17 জানুয়ারি: মশলার প্যাকেটে মাদক । তাও সেটা সিল করা । উপর থেকে দেখলে মনে হবে মশলার প্যাকেট । পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতায় মশলার প্যাকেটে মাদক আমদানি করা । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ATS স্কয়্যাডের অফিসাররা যাদবপুর থেকে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে । তাদের থেকে উদ্ধার হয়েছে হেরোইন । যার বাজারমূল্য প্রায় 6 কোটি টাকা ।
পাচারকারী নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা । নাম হাসিবুর রহমান, বয়স 45 বছর । হাসিবুর যে মাদক পাচার করছে তার গুণগত মান বেশ উন্নত । তার কাছ থেকে প্রায় 2 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ তদন্তে নেমেছে । হাসিবুরের কাছে এই মাদক এল কীভাবে তার তদন্ত চলছে । গোয়েন্দারা জানাচ্ছেন, সাধারণত এই উন্নতমানের মাদক তৈরি হয় আফগানিস্তান এবং মায়ানমারে । ইয়াবা পাচার করতে পাচারকারীরা নিচ্ছে উত্তর-পূর্ব ভারতের পথ । সেখান থেকে মাদক আসছে কলকাতায় । তারপর তা যাচ্ছে বাংলাদেশে । এই মাদক কি স্মাগলারদের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে ঢুকল? না কি এই হেরোইনও উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এসেছে? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের মনে উঁকি দিচ্ছে অন্য সন্দেহও । নদিয়াতেই তৈরি হয়ে যায়নি তো ভালো মানের ল্যাবরেটরি ৷