ETV Bharat / city

ভোজ্য মশলার প্যাকেটে 6 কোটির হেরোইনসহ ধৃত 1

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যাদবপুর থেকে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কেজি হেরোইন । যার বাজারমূল্য প্রায় 6 কোটি টাকা ।

smuggling drugs
ভোজ্য মসলার প্যাকেটে হেরোইন পাচার
author img

By

Published : Jan 17, 2020, 7:03 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: মশলার প্যাকেটে মাদক । তাও সেটা সিল করা । উপর থেকে দেখলে মনে হবে মশলার প্যাকেট । পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতায় মশলার প্যাকেটে মাদক আমদানি করা । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ATS স্কয়্যাডের অফিসাররা যাদবপুর থেকে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে । তাদের থেকে উদ্ধার হয়েছে হেরোইন । যার বাজারমূল্য প্রায় 6 কোটি টাকা ।

পাচারকারী নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা । নাম হাসিবুর রহমান, বয়স 45 বছর । হাসিবুর যে মাদক পাচার করছে তার গুণগত মান বেশ উন্নত । তার কাছ থেকে প্রায় 2 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ তদন্তে নেমেছে । হাসিবুরের কাছে এই মাদক এল কীভাবে তার তদন্ত চলছে । গোয়েন্দারা জানাচ্ছেন, সাধারণত এই উন্নতমানের মাদক তৈরি হয় আফগানিস্তান এবং মায়ানমারে । ইয়াবা পাচার করতে পাচারকারীরা নিচ্ছে উত্তর-পূর্ব ভারতের পথ । সেখান থেকে মাদক আসছে কলকাতায় । তারপর তা যাচ্ছে বাংলাদেশে । এই মাদক কি স্মাগলারদের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে ঢুকল? না কি এই হেরোইনও উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এসেছে? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের মনে উঁকি দিচ্ছে অন্য সন্দেহও । নদিয়াতেই তৈরি হয়ে যায়নি তো ভালো মানের ল্যাবরেটরি ৷

কলকাতা, 17 জানুয়ারি: মশলার প্যাকেটে মাদক । তাও সেটা সিল করা । উপর থেকে দেখলে মনে হবে মশলার প্যাকেট । পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতায় মশলার প্যাকেটে মাদক আমদানি করা । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ATS স্কয়্যাডের অফিসাররা যাদবপুর থেকে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে । তাদের থেকে উদ্ধার হয়েছে হেরোইন । যার বাজারমূল্য প্রায় 6 কোটি টাকা ।

পাচারকারী নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা । নাম হাসিবুর রহমান, বয়স 45 বছর । হাসিবুর যে মাদক পাচার করছে তার গুণগত মান বেশ উন্নত । তার কাছ থেকে প্রায় 2 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ তদন্তে নেমেছে । হাসিবুরের কাছে এই মাদক এল কীভাবে তার তদন্ত চলছে । গোয়েন্দারা জানাচ্ছেন, সাধারণত এই উন্নতমানের মাদক তৈরি হয় আফগানিস্তান এবং মায়ানমারে । ইয়াবা পাচার করতে পাচারকারীরা নিচ্ছে উত্তর-পূর্ব ভারতের পথ । সেখান থেকে মাদক আসছে কলকাতায় । তারপর তা যাচ্ছে বাংলাদেশে । এই মাদক কি স্মাগলারদের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে ঢুকল? না কি এই হেরোইনও উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এসেছে? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের মনে উঁকি দিচ্ছে অন্য সন্দেহও । নদিয়াতেই তৈরি হয়ে যায়নি তো ভালো মানের ল্যাবরেটরি ৷

Intro:কলকাতা, 17 জানুয়ারি: দেখলে কে বলবে এতে আছে মাদক। মসলার প্যাকেট। সেটা সিল করা। উপর থেকে দেখলে মনে হবে মসলা আনা হচ্ছে কলকাতায়। কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া যায়নি। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের ATS স্কোয়াডের অফিসাররা যাদবপুর থেকে গ্রেপ্তার করেছে মাদক পাচারকারীকে। উদ্ধার হয়েছে 6 কোটি টাকার হেরোইন।



Body:নদীয়া। একটা সময় এই জেলার একটা বড় অংশ উঠে এসেছিল নারকোটিক কন্ট্রোল ব‍্যুরোর রেড জোনে‌। করিমপুর সাব ডিভিশনের মত এলাকায় দেদার চলছিল আফিম চাষ। নারকোটিক কন্ট্রোল ব‍্যুরোর তথ‍্য বলছে, এই জেলায় একটা সময় পাওয়া গিয়েছিল হেরোইন তৈরির ল‍্যাবের সন্ধান। তবে সেই ল‍্যাবে খুব ভালো গুনমানের হেরোইন তৈরি করা যেত না। কিন্তু কালিগঞ্জের বাসিন্দা 45 বছরের হাসিবুর রহমান যে মাদক এনেছিল তা গুনগত দিক থেকে বিশ্বমানের। প্রায় 2 কেজি হেরোইন পূর্ব যাদবপুরের পূর্বালোক এলাকায় নিয়ে আসছিল হাসিবুর। সে কার হাতে ওই মাদক তুলে দিতো তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।



Conclusion:গোয়েন্দাদের ভাবাচ্ছে আরও একটি বিষয়। হাসিবুর এর হাতে এত ভালো গুণমানের মাদক এলো কিভাবে। গোয়েন্দা জানাচ্ছেন, সাধারণভাবে এত ভালো গুণমানের মাদক তৈরি হয় আফগানিস্থানে এবং মায়ানমারে। তবে কি এই মাদক মায়ানমার থেকে এসেছে? কিন্তু কোন পথে? ইয়াবা পাচার করতে পাচারকারীরা নিচ্ছে উত্তর পূর্বের পথ। সেখান থেকে মাদক আসছে কলকাতায়। তারপর তা যাচ্ছে বাংলাদেশে। এই মাদক কি স্মাগলারদের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে ঢুকল? না কি এই হেরোইনও উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এসেছে? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। গোয়েন্দা দের মনে উঁকি দিচ্ছে অন‍্য সন্দেহও। নদীয়াতেই তৈরি হয়ে যায়নি তো ভালো মানের ল‍্যাবোরেটারি!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.