ETV Bharat / city

নীলবাতি লাগানো VIP গাড়ি করে গাঁজা পাচার, STF-র জালে 3 - smuggled ganja by VIP car in kolkata

নীলবাতি লাগানো VIP গাড়িতে করে গাঁজা পাচার । কলকাতা পুলিশ 3জনকে গ্রেপ্তার করে । ধৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা ।

arrested 3 smugglers
STF-র জালে 3
author img

By

Published : Feb 2, 2020, 2:23 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা নীলবাতি লাগানো গাড়ি থেকে উদ্ধার করল প্রচুর পরিমাণ গাঁজা । তারাতলার হাইডরোড এলাকার ঘটনা । গতরাতে নীলবাতি লাগানো সাদা স্করপিও গাড়ি থেকে প্রায় 352.762 কেজির প্যাকেটজাত গাঁজা উদ্ধার হয় । যার বাজারমূল্য কয়েক লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয় 3জনকে । ধৃতদের নাম রুপেন্দ্র লোহারা(50), মহাদেব ওঁরাও(42) এবং সুরেশ সোনি(42) । 3জনই রাঁচির বাসিন্দা ।

গোপন সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশের STF অভিযান চালায় । সেই সূত্রেই হাইড রোডে WB6J4730 নম্বরের জাল নম্বর প্লেট লাগানো একটি VIP গাড়ি আটক করে STF আধিকারিকরা । গাড়িতে স্টিকারসহ ডিফেন্সের প্লেটও লাগানো ছিল । গাড়ি চালাচ্ছিল ঘটনার মূল চক্রী রুপেন্দ্র । এছাড়া ওই গাড়িতে সিকিউরিটি অফিসার ও DRDO সিনিয়ার অফিসার হিসাবে ছিল মহাদেব ও সুরেশ ।

পুলিশি জেরার মুখে পড়ে ধৃতরা গাঁজা পাচারের কথা স্বীকার করে । ওই 3জন এর আগেও একই গাড়ি করে বিহারসহ একাধিক জায়গায় গাঁজা পাচার করেছে তা জানায় । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে । আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । এই বিপুল পরিমাণ গাঁজা ধৃতরা কোথায় পাচার করছিল তার তদন্তে নেমেছে । বড় কোনও চক্র এর সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ।

smuggled ganja by VIP car
নীলবাতির VIP গাড়িতে লক্ষাধিক টাকার গাঁজা

কলকাতা, 2 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা নীলবাতি লাগানো গাড়ি থেকে উদ্ধার করল প্রচুর পরিমাণ গাঁজা । তারাতলার হাইডরোড এলাকার ঘটনা । গতরাতে নীলবাতি লাগানো সাদা স্করপিও গাড়ি থেকে প্রায় 352.762 কেজির প্যাকেটজাত গাঁজা উদ্ধার হয় । যার বাজারমূল্য কয়েক লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয় 3জনকে । ধৃতদের নাম রুপেন্দ্র লোহারা(50), মহাদেব ওঁরাও(42) এবং সুরেশ সোনি(42) । 3জনই রাঁচির বাসিন্দা ।

গোপন সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশের STF অভিযান চালায় । সেই সূত্রেই হাইড রোডে WB6J4730 নম্বরের জাল নম্বর প্লেট লাগানো একটি VIP গাড়ি আটক করে STF আধিকারিকরা । গাড়িতে স্টিকারসহ ডিফেন্সের প্লেটও লাগানো ছিল । গাড়ি চালাচ্ছিল ঘটনার মূল চক্রী রুপেন্দ্র । এছাড়া ওই গাড়িতে সিকিউরিটি অফিসার ও DRDO সিনিয়ার অফিসার হিসাবে ছিল মহাদেব ও সুরেশ ।

পুলিশি জেরার মুখে পড়ে ধৃতরা গাঁজা পাচারের কথা স্বীকার করে । ওই 3জন এর আগেও একই গাড়ি করে বিহারসহ একাধিক জায়গায় গাঁজা পাচার করেছে তা জানায় । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে । আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । এই বিপুল পরিমাণ গাঁজা ধৃতরা কোথায় পাচার করছিল তার তদন্তে নেমেছে । বড় কোনও চক্র এর সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ।

smuggled ganja by VIP car
নীলবাতির VIP গাড়িতে লক্ষাধিক টাকার গাঁজা
Intro:কলকাতা, 2 ফেব্রুয়ারি: নীল বাতি লাগানো গাড়ি। সামনে ভিআইপি স্টিকার। বনেটে দেশের জাতীয় পতাকা। সামনে লেখা ভারত সরকার। তাতে অশোক স্তম্ভ। তার লেখা মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিআরডিও। এমনই এক দুধ সাদা স্করপিও গাড়িকে তারাতলার হাইডরোডে দাঁড় করায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। গাড়ির কাঁচ নামিয়ে “ সিকিউরিটি গার্ড" বলেন, “ কি ফাজলামি হচ্ছে? ভেতরে সাহেব আছেন। ডিআরডিও সুপিরিয়রর
অফিসার।" STF অফিসাররা নাছোড়বান্দা। তল্লাশি নেবেন গাড়ির। জোর করে দরজা খুলতেই বেরিয়ে পড়ে 34 টি প্যাকেট। যাতে ছিল রাশি রাশি গাঁজা। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Body:কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর ছিল আগেই। সোর্স খবর দিয়েছিল এমন গাড়িতেই হবে গাঁজা পাচার। আর সেই সূত্রেই গাড়িকে থামানো হয় হাইড রোডে। যার নম্বর WB6J 4730। পুলিশের সন্দেহ, গাড়ির স্টিকার, ডিফেন্সের প্লেটের সঙ্গে নম্বরটিও জাল। গাড়ি চালাচ্ছিল রুপেন্দ্র লোহারা(50)। সেই এই ঘটনার মূল চক্রী। তার সঙ্গে সিকিউরিটি অফিসার এবং ডিআরডিওর সিনিয়র অফিসার হিসেবে অভিনয় করছিল মহাদেব ওঁরাও এবং সুরেশ সোনি। তারা 3 জনেই ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। গাড়িতে উদ্ধার হওয়া 34 টি প্যাকেটে ছিল মোট 352. 762 কেজি গাঁজা। যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এরপরেই তাদের গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স।



Conclusion:ধৃতরা জেরায় স্বীকার করেছে, এই একই গাড়িতে অতীতেও তারা বিহার সহ একাধিক জায়গায় গাঁজা পাচার করেছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পাশাপাশি স্টেট এমব্লেম অফ ইন্ডিয়ার ইমপ্রপার ইউজ অ্যাক্টের 3 ও 7 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কার কাছে তারা ওই গাঁজা পৌঁছে দিত তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.