ETV Bharat / city

প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন সীতারাম ইয়েচুরি - Sitaram Yechury sent another lette

লকডাউনের মধ্যেই প্রায় 13 কোটি শ্রমিক কর্মচ্যুত হয়েছেন। অধিকাংশ গরিব মানুষের খাদ্যের সংস্থান নেই। চিকিৎসা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। দেশের সরকার বা প্রধানমন্ত্রীকে জানিয়েও কোনও রকম সমাধান হয়নি বলে প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন সীতারাম ইয়েচুরি।

CPI(M)
সীতারাম ইয়েচুরি
author img

By

Published : Apr 26, 2020, 10:40 PM IST

কলকাতা,25 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। আগামী সপ্তাহে লকডাউনের 40 দিন পূর্ণ হবে। দেশের সরকার এখনও পর্যন্ত দরিদ্র মানুষের জন্য কোনও সদর্থক ভূমিকা নেয়নি বলে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন সীতারাম। তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে লকডাউনে বিপর্যস্ত দেশের মানুষ। দেশের সরকারের যে ভূমিকায় পাশে দাঁড়ানো উচিত ছিল, সরকার সেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি ।

লকডাউনের মধ্যেই প্রায় 13 কোটি শ্রমিক কর্মচ্যুত হয়েছেন। অধিকাংশ গরিব মানুষের খাদ্যের সংস্থান নেই। চিকিৎসা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। দেশের সরকার বা প্রধানমন্ত্রীকে জানিয়েও কোনও রকম সমাধান হয়নি বলে প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, অনাহার-অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা এই কঠিন সময়ে বেড়েছে। তিন মাসের জন্য গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় অবস্থায় আটকে রয়েছেন, তাঁদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করতে পারেনি দেশের সরকার। পড়ুয়া, পর্যটক সহ ভিন রাজ্যে আটকে রয়েছেন চিকিৎসা করতে যাওয়া বহু মানুষ । সীতারাম ইয়েচুরি তাঁদেরকেও দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে । এই চিঠিতে ভিন রাজ্যে আটকে পড়া মানুষের জন্য সরকারি সাহায্য আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে । একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কোনও রকম সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। সরকারি উদ্যোগের অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কলকাতা,25 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। আগামী সপ্তাহে লকডাউনের 40 দিন পূর্ণ হবে। দেশের সরকার এখনও পর্যন্ত দরিদ্র মানুষের জন্য কোনও সদর্থক ভূমিকা নেয়নি বলে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন সীতারাম। তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে লকডাউনে বিপর্যস্ত দেশের মানুষ। দেশের সরকারের যে ভূমিকায় পাশে দাঁড়ানো উচিত ছিল, সরকার সেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি ।

লকডাউনের মধ্যেই প্রায় 13 কোটি শ্রমিক কর্মচ্যুত হয়েছেন। অধিকাংশ গরিব মানুষের খাদ্যের সংস্থান নেই। চিকিৎসা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। দেশের সরকার বা প্রধানমন্ত্রীকে জানিয়েও কোনও রকম সমাধান হয়নি বলে প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, অনাহার-অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা এই কঠিন সময়ে বেড়েছে। তিন মাসের জন্য গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় অবস্থায় আটকে রয়েছেন, তাঁদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করতে পারেনি দেশের সরকার। পড়ুয়া, পর্যটক সহ ভিন রাজ্যে আটকে রয়েছেন চিকিৎসা করতে যাওয়া বহু মানুষ । সীতারাম ইয়েচুরি তাঁদেরকেও দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে । এই চিঠিতে ভিন রাজ্যে আটকে পড়া মানুষের জন্য সরকারি সাহায্য আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে । একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কোনও রকম সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। সরকারি উদ্যোগের অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.