ETV Bharat / city

Saugata on Kaushik Sen: "টিভি সিরিয়াল করত, মানুষের লড়াইয়ে ছিল না", কৌশিককে নিশানা করে বিতর্কে সৌগত - SSC Recruitment Corruption

গান্ধিমূর্তির পাদদেশে 575 দিন ধরে ধরনায় বসা এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা তথা নাট্যকার কৌশিক সেন ৷ এনিয়ে তাঁকে নিশানা করলেন তাঁরই একসময়ের শিক্ষক তথা তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে (Saugata Roy Creates Controversy) ৷

saugata-roy-creates-controversy-with-his-comment-on-kaushik-sen
saugata-roy-creates-controversy-with-his-comment-on-kaushik-sen
author img

By

Published : Oct 11, 2022, 9:49 AM IST

কলকাতা, 11 অক্টোবর: এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে কৌশিক সেনের সাক্ষাৎ ঘিরে ফের বিতর্কিত মন্তব্য (Saugata Roy Creates Controversy) করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তীব্র ভাষায় কটাক্ষ করলেন নিজের প্রাক্তন ছাত্রকেই ৷ তবে, শিক্ষককে উপযুক্ত জবাব দিতেও শোনা গেল নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেনকে ৷

লক্ষ্মী পুজোর দিন সপরিবারে গান্ধিমূর্তির পাদদেশে 575 দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কৌশিক সেন ৷ মিষ্টি হাতে তাঁদের পাশে দাঁড়ান তিনি ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ তাঁর ধরনা মঞ্চে উপস্থিতিকে ঘিরে মন্তব্য করতে শোনা যায় দমদমের সাংসকে (Saugata on Kaushik Sen) ৷ তিনি কৌশিককে নিশানা করে বলেন, ‘‘কৌশিক আমার ছাত্র ছিল ৷ 1987 সালেই কৌশিক সিপিএম করত ৷ এখন টিভি সিরিয়াল, থিয়েটার এসবের মধ্যে রয়েছে ৷ ও তো মানুষের লড়াইতে কোনওদিন ছিল না ৷ যখন বুদ্ধদেববাবুর সরকার গুলি চালিয়েছিল তখন অনেক বুদ্ধিজীবীরা এসেছিলেন ৷ তাঁদের কেউ কেউ সিপিএম ছিলেন ৷ কৌশিকও সিপিএমই ছিল ৷ কিছু সিপিএম বিরোধী কথা বলেছিল ৷ আবার ঝাঁকের কই ঝাঁকেই ফিরে গিয়েছে ৷ আবার সিপিএম হয়ে গিয়েছে ৷’’

তবে, স্যারের এই মন্তব্যে চুপ থাকেননি তাঁর ছাত্র ৷ তিনি বলেন, ‘‘সৌগতবাবুর কথা তাঁর দলের লোকজনও সিরিয়াসলি নেন না ৷ কখন কী বলেন, সত্যি ঠিক করা মুশকিল ৷ নন্দীগ্রাম, নেতাইয়ের সময় আমরা কী করেছি, না করেছি তার খতিয়ান দেওয়ার দায়িত্বও আমার নয় ৷ যা করেছিলাম মানুষের জন্য করেছিলাম ৷ তারপর এই নিয়ে যে ঢাক পেটাব সেই রুচি আমার নেই ৷ আমাকে গালাগাল দেওয়া, আমাকে খারাপ কথা বলার পরিবর্তে যদি ওই মানুষগুলোর চাকরি নিশ্চিত হয়, তবে হোক ৷’’

আরও পড়ুন: চাকরি উৎসবের থেকে জরুরি নয় ! সৌগতর মন্তব্যে নতুন বিতর্ক

কলকাতা, 11 অক্টোবর: এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে কৌশিক সেনের সাক্ষাৎ ঘিরে ফের বিতর্কিত মন্তব্য (Saugata Roy Creates Controversy) করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তীব্র ভাষায় কটাক্ষ করলেন নিজের প্রাক্তন ছাত্রকেই ৷ তবে, শিক্ষককে উপযুক্ত জবাব দিতেও শোনা গেল নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেনকে ৷

লক্ষ্মী পুজোর দিন সপরিবারে গান্ধিমূর্তির পাদদেশে 575 দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কৌশিক সেন ৷ মিষ্টি হাতে তাঁদের পাশে দাঁড়ান তিনি ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ তাঁর ধরনা মঞ্চে উপস্থিতিকে ঘিরে মন্তব্য করতে শোনা যায় দমদমের সাংসকে (Saugata on Kaushik Sen) ৷ তিনি কৌশিককে নিশানা করে বলেন, ‘‘কৌশিক আমার ছাত্র ছিল ৷ 1987 সালেই কৌশিক সিপিএম করত ৷ এখন টিভি সিরিয়াল, থিয়েটার এসবের মধ্যে রয়েছে ৷ ও তো মানুষের লড়াইতে কোনওদিন ছিল না ৷ যখন বুদ্ধদেববাবুর সরকার গুলি চালিয়েছিল তখন অনেক বুদ্ধিজীবীরা এসেছিলেন ৷ তাঁদের কেউ কেউ সিপিএম ছিলেন ৷ কৌশিকও সিপিএমই ছিল ৷ কিছু সিপিএম বিরোধী কথা বলেছিল ৷ আবার ঝাঁকের কই ঝাঁকেই ফিরে গিয়েছে ৷ আবার সিপিএম হয়ে গিয়েছে ৷’’

তবে, স্যারের এই মন্তব্যে চুপ থাকেননি তাঁর ছাত্র ৷ তিনি বলেন, ‘‘সৌগতবাবুর কথা তাঁর দলের লোকজনও সিরিয়াসলি নেন না ৷ কখন কী বলেন, সত্যি ঠিক করা মুশকিল ৷ নন্দীগ্রাম, নেতাইয়ের সময় আমরা কী করেছি, না করেছি তার খতিয়ান দেওয়ার দায়িত্বও আমার নয় ৷ যা করেছিলাম মানুষের জন্য করেছিলাম ৷ তারপর এই নিয়ে যে ঢাক পেটাব সেই রুচি আমার নেই ৷ আমাকে গালাগাল দেওয়া, আমাকে খারাপ কথা বলার পরিবর্তে যদি ওই মানুষগুলোর চাকরি নিশ্চিত হয়, তবে হোক ৷’’

আরও পড়ুন: চাকরি উৎসবের থেকে জরুরি নয় ! সৌগতর মন্তব্যে নতুন বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.