ETV Bharat / city

Saugata Roy Controversial Remark সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা - পাল্টা দিলেন বামেরা

তৃণমূল নেতা সৌগত রায় (Saugata Roy) সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিলেন ৷ বললেন, গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি হবে ৷ আর সৌগতর কথা ফ্যাস্টিস্টিক বলে পালটা আক্রমণে সরব বামেরা (CPIM) ৷

Saugata Roy controversial remark from Kamarhati meeting
Saugata Roy
author img

By

Published : Aug 14, 2022, 7:26 PM IST

Updated : Aug 14, 2022, 8:30 PM IST

কামারহাটি ও কলকাতা, 14 অগস্ট: একদিকে পার্থ ও অন্যদিকে অনুব্রতকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ একের পর এক তাবড় নেতা-মন্ত্রীদের গ্রেফতারিতে মাঠে নামতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের ৷ চলছে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ৷ এরই মাঝে তৃণমূল নেতা সৌগত রায়ের মুখে শোনা গেল বিরোধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি (Saugata Roy controversial remark from Kamarhati meeting) ৷

শনিবার কামারহাটিতে তৃণমূলের এক সভায় সৌগত রায় (Saugata Roy) বলেন, "যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে।" তৃণমূল সাংসদের এই বক্তব্যের পর রাজ্য রাজনীতি ফের তোলপাড় ।

সৌগতর এই বেফাঁস মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয়েছে বামেরা । সৌগত রায় হিটলারের মতন ফ্যাস্টিস্টিক কথা বলেছেন বলে পালটা অভিযোগ এনেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) এবং সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । একই বক্তব্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও (Md Salim) । তিনি সৌগত রায়কে সাবধান করে বলেন, "এবার বেশি কথা বললে এঁদের বাড়িতে সাধারণ মানুষ চড়াও হবে । এঁরা মানুষের মন বুঝতে পারছেন না ।"

সৌগতকে পালটা আক্রমণ শানিয়ে সাবধান বার্তায় সুজন বলেন, "সৌগত রায় খুব নোংরা কথা বলল । ফ্যাসিস্টদের মতো কথা বলছেন। যাঁরা তৃণমূলের সমালোচক তাদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির কথা বলছেন । হিম্মত আছে তো? আমরা সমালোচনা বরাবরই করি । এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বেশি সমালোচক সাধারণ মানুষ । লুঠ করবে, পঞ্চায়েত লুঠ করবে । ছ্যাঁচড়ামো করবে, ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকবে, চাকরি পাবে না, চাকরি বিক্রি হয়ে যাবে তো সমালোচনা করবে না? এত ভয় পাচ্ছেন কেন? আমরা বরাবরই সমালোচনা করি । কিন্তু সৌগতবাবু আজ কী কারণে এই কথা বলছেন? ভয় পাচ্ছেন? সঙ্গদোষে বলছেন? নাকি অভ্যাস থেকে বলছেন? মনে করিয়ে দিই, এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বেশি সমালোচক তৃণমূলের পুরনো সমর্থকরা ।"

তৃণমূল নেতা সৌগত রায় সমালোচকদের কড়া হুশিয়ারি দিলেন

অন্যদিকে, মহম্মদ সেলিম বলেন, "এবার বেশি কথা বললে, এদের বাড়িতে সাধারণ মানুষ চড়াও হবে । এরা মানুষের মন বুঝতে পারছেন না । তৃণমূলের অণু পরমাণুতে দুর্নীতি । সৌগত বাঁচতে দাদাকে ধরে বিজেপিতে চলে যেতে পারে ।" বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "সৌগত রায়ের বক্তব্য হিটলারের বক্তব্যের মতোই । হিটলার নাকি মানুষের চামড়া দিয়ে বাজনা বাজাতেন । সৌগত রায় সেই কথাই বলছেন ।"

আরও পড়ুন: জেলে অনুব্রতর জন্য পোস্ত পাঠাব, কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

সৌগত রায় শনিবার বলেন, "আমি দেখছি সিপিআইএম, বিজেপির পাখা গজিয়েছে ৷ তারা বলছে তৃণমূলের সবাই চোর ৷ আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, তৃণমূলের সবাইকে যদি তারা চোর বলে, এরপর যদি তৃণমূল কর্মীরা বিজেপির ওই সব কর্মীকে তাড়া করে তাদের অফিসে ঢুকিয়ে দেয়, সিপিএমের পার্টি অফিস যদি বন্ধ করে দেয়, বলতে পারবে না কেউ আমরা অন্যায় করছি ৷ যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে ওই দিনের অপেক্ষা করছে ৷"

কামারহাটি ও কলকাতা, 14 অগস্ট: একদিকে পার্থ ও অন্যদিকে অনুব্রতকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ একের পর এক তাবড় নেতা-মন্ত্রীদের গ্রেফতারিতে মাঠে নামতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের ৷ চলছে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ৷ এরই মাঝে তৃণমূল নেতা সৌগত রায়ের মুখে শোনা গেল বিরোধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি (Saugata Roy controversial remark from Kamarhati meeting) ৷

শনিবার কামারহাটিতে তৃণমূলের এক সভায় সৌগত রায় (Saugata Roy) বলেন, "যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে।" তৃণমূল সাংসদের এই বক্তব্যের পর রাজ্য রাজনীতি ফের তোলপাড় ।

সৌগতর এই বেফাঁস মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয়েছে বামেরা । সৌগত রায় হিটলারের মতন ফ্যাস্টিস্টিক কথা বলেছেন বলে পালটা অভিযোগ এনেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) এবং সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । একই বক্তব্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও (Md Salim) । তিনি সৌগত রায়কে সাবধান করে বলেন, "এবার বেশি কথা বললে এঁদের বাড়িতে সাধারণ মানুষ চড়াও হবে । এঁরা মানুষের মন বুঝতে পারছেন না ।"

সৌগতকে পালটা আক্রমণ শানিয়ে সাবধান বার্তায় সুজন বলেন, "সৌগত রায় খুব নোংরা কথা বলল । ফ্যাসিস্টদের মতো কথা বলছেন। যাঁরা তৃণমূলের সমালোচক তাদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির কথা বলছেন । হিম্মত আছে তো? আমরা সমালোচনা বরাবরই করি । এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বেশি সমালোচক সাধারণ মানুষ । লুঠ করবে, পঞ্চায়েত লুঠ করবে । ছ্যাঁচড়ামো করবে, ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকবে, চাকরি পাবে না, চাকরি বিক্রি হয়ে যাবে তো সমালোচনা করবে না? এত ভয় পাচ্ছেন কেন? আমরা বরাবরই সমালোচনা করি । কিন্তু সৌগতবাবু আজ কী কারণে এই কথা বলছেন? ভয় পাচ্ছেন? সঙ্গদোষে বলছেন? নাকি অভ্যাস থেকে বলছেন? মনে করিয়ে দিই, এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বেশি সমালোচক তৃণমূলের পুরনো সমর্থকরা ।"

তৃণমূল নেতা সৌগত রায় সমালোচকদের কড়া হুশিয়ারি দিলেন

অন্যদিকে, মহম্মদ সেলিম বলেন, "এবার বেশি কথা বললে, এদের বাড়িতে সাধারণ মানুষ চড়াও হবে । এরা মানুষের মন বুঝতে পারছেন না । তৃণমূলের অণু পরমাণুতে দুর্নীতি । সৌগত বাঁচতে দাদাকে ধরে বিজেপিতে চলে যেতে পারে ।" বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "সৌগত রায়ের বক্তব্য হিটলারের বক্তব্যের মতোই । হিটলার নাকি মানুষের চামড়া দিয়ে বাজনা বাজাতেন । সৌগত রায় সেই কথাই বলছেন ।"

আরও পড়ুন: জেলে অনুব্রতর জন্য পোস্ত পাঠাব, কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

সৌগত রায় শনিবার বলেন, "আমি দেখছি সিপিআইএম, বিজেপির পাখা গজিয়েছে ৷ তারা বলছে তৃণমূলের সবাই চোর ৷ আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, তৃণমূলের সবাইকে যদি তারা চোর বলে, এরপর যদি তৃণমূল কর্মীরা বিজেপির ওই সব কর্মীকে তাড়া করে তাদের অফিসে ঢুকিয়ে দেয়, সিপিএমের পার্টি অফিস যদি বন্ধ করে দেয়, বলতে পারবে না কেউ আমরা অন্যায় করছি ৷ যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে ওই দিনের অপেক্ষা করছে ৷"

Last Updated : Aug 14, 2022, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.