ETV Bharat / city

সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায়, DA মামলা জয়ে প্রতিক্রিয়া কর্মচারী সংগঠনের - da case

SAT-র দেওয়া রায়কে ঐতিহাসিক বললেন DA মামলার মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় । তিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক । বলেন, এই রায় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ।

মলয় মুখোপাধ্যায়
author img

By

Published : Jul 26, 2019, 10:25 PM IST

কলকাতা, 26 জুলাই : SAT-র দেওয়া রায়কে ঐতিহাসিক বললেন DA মামলার মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় । তিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক । ETV ভারতকে তিনি বলেন, "আমরা আইনের পথে গেছিলাম । আইনকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ রায় দিয়েছে SAT ।"

প্রায় আড়াই বছর সময় ধরে মামলা চলার পর অবশেষে আজ হাসি ফুটল সরকারি কর্মচারীদের মুখে । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি SAT-র আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ।

DA মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বলেন, "এই রায় ঐতিহাসিক এবং অভূতপূর্ব । আমরা যেটা চেয়েছি তাতে সম্পূর্ণ মান্যতা দিয়েছে ট্রাইব্যুনাল । এমনি এমনি তো মান্যতা দেয়নি, আমরা আইনি লড়াই করেছিলাম । জানি একমাত্র আইনি লড়াই করলেই মান্যতা পাব । আজকের রায় হল সরকারি কর্মচারীদের উপরে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায় ।"

কলকাতা, 26 জুলাই : SAT-র দেওয়া রায়কে ঐতিহাসিক বললেন DA মামলার মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় । তিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক । ETV ভারতকে তিনি বলেন, "আমরা আইনের পথে গেছিলাম । আইনকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ রায় দিয়েছে SAT ।"

প্রায় আড়াই বছর সময় ধরে মামলা চলার পর অবশেষে আজ হাসি ফুটল সরকারি কর্মচারীদের মুখে । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি SAT-র আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ।

DA মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বলেন, "এই রায় ঐতিহাসিক এবং অভূতপূর্ব । আমরা যেটা চেয়েছি তাতে সম্পূর্ণ মান্যতা দিয়েছে ট্রাইব্যুনাল । এমনি এমনি তো মান্যতা দেয়নি, আমরা আইনি লড়াই করেছিলাম । জানি একমাত্র আইনি লড়াই করলেই মান্যতা পাব । আজকের রায় হল সরকারি কর্মচারীদের উপরে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায় ।"

Intro:কলকাতা, ২৬ জুলাই : স‍্যাটের দেওয়া আজকের মহার্ঘ ভাতার রায়কে ঐতিহাসিক বলে আখ‍্যা দিলেন মূল মামলাকারী তথা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় । তিনি ইটিভি ভারতকে বলেন, আমরা আইনের পথে গিয়েছিলাম। আইনকে মান‍্যতা দিয়ে রাজ‍্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ রায় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।


Body:প্রায় আড়াই বছর সময় ধরে মামলা চলার পর অবশেষে আজ হাসি ফুটল সরকারি কর্মচারীদের মুখে । স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দুই বিচারপতি রঞ্জিত বাগ এবং সুবেশ দাস জানিয়ে দিলেন, কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে গোটা দেশে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়। রাজ‍্য সরকারের ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে । বছরে দুকিস্তিতে দিতে হবে মহার্ঘ ভাতা। বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে । এছাড়াও রাজ‍্য সরকারি কর্মচারীদের পক্ষে রাজ‍্যকে আরও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে স‍্যাট । মহার্ঘ ভাতা মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, 'এই রায় ঐতিহাসিক এবং অভূতপূর্ব। আমরা যেটা তার চেয়েছি সম্পূর্ণ মান‍্যতা দিয়েছে ট্রাইব্যুনাল। এমনিতে তো মান‍্যতা দেয়নি, আমরা আইনি লড়াই করেছিলাম । জানি একমাত্র আইনি লড়াই করলেই মান‍্যতা পাব । আজকের রায় হল সরকারি কর্মচারীদের ওপরে রাজ‍্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায় ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.