কলকাতা, 26 জুলাই : SAT-র দেওয়া রায়কে ঐতিহাসিক বললেন DA মামলার মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় । তিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক । ETV ভারতকে তিনি বলেন, "আমরা আইনের পথে গেছিলাম । আইনকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ রায় দিয়েছে SAT ।"
প্রায় আড়াই বছর সময় ধরে মামলা চলার পর অবশেষে আজ হাসি ফুটল সরকারি কর্মচারীদের মুখে । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি SAT-র আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ।
DA মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বলেন, "এই রায় ঐতিহাসিক এবং অভূতপূর্ব । আমরা যেটা চেয়েছি তাতে সম্পূর্ণ মান্যতা দিয়েছে ট্রাইব্যুনাল । এমনি এমনি তো মান্যতা দেয়নি, আমরা আইনি লড়াই করেছিলাম । জানি একমাত্র আইনি লড়াই করলেই মান্যতা পাব । আজকের রায় হল সরকারি কর্মচারীদের উপরে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায় ।"