ETV Bharat / city

"বেতন বৃদ্ধি হচ্ছে না, DA নেই কেন" ; সরকারের বিরোধিতায় মাটিতে বসে বিক্ষোভ সব্যসাচীর

এবার সরাসরি সরকারের বিরোধিতায় নামলেন বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত । আজ মেয়রের নেতৃত্বেই বিদ্যুৎ ভবনে ভাঙচুর চালান INTTUC-র সদস্যরা । বিদ্যুৎ পর্ষদ কর্মচারীদের বেতন বৃদ্ধি ও DA-র দাবিতে বিদ্যুৎ ভবনের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান সব্যসাচীর নেতৃত্বে INTTUC-র সদস্যরা ।

বিক্ষোভে সামিল সব্যসাচী দত্ত
author img

By

Published : Jul 5, 2019, 9:16 PM IST

Updated : Jul 5, 2019, 9:21 PM IST

বিধাননগর, 5 জুলাই : দেশ স্বাধীন হয়েছিল 1947-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগম স্বাধীন হবে 2019-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগমে দাঁড়িয়ে এভাবেই সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত ।

দলের সঙ্গে দূরত্ব বেড়েছে । কিন্তু এবার সরাসরি সরকারের বিরোধিতায় নামলেন সব্যসাচী । মেয়রের নেতৃত্বেই বেতন বৃদ্ধি ও DA-র দাবিতে বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালান INTTUC-র সদস্যরা ।

আজ INTTUC-র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিদ্যুৎ ভবন । বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । এরপরেই বিক্ষোভ মঞ্চ ছেড়ে বিদ্যুৎ ভবনের ভিতরে আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় । তখনই পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচী দত্তের নেতৃত্বে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ ভবনের ভিতরের গেটে ভাঙচুর চালানো হয় । পরে মাটিতে বসে বিক্ষোভ দেখান তাঁরা ।

আরও পড়ুন : টাটকা আলু হড়কে গেল, পচা আলুই কাজ দিল : সব্যসাচী

বিক্ষোভ শেষে রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি সব্যসাচী দত্ত বলেন, "2016 থেকে বিদ্যুৎ নিগম কর্মচারীদের এক পয়সা মাইনে বাড়েনি । তাদের DA দেওয়া হয়নি। কোনও অনুদান বা ভিক্ষে চাইছে না । এটা একটা কর্পোরেশন । কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে কর্পোরেশনের অর্থ উপার্জন করে দিচ্ছে । আমরা দাবি করেছিলাম, যে লাভ হচ্ছে সেই লাভের 10 শতাংশ কর্মচারীদের যার-যেরকম বেতন সেই অনুপাতে বণ্টন করা হোক । কিন্তু আজ পর্যন্ত একথায় কেউ কর্ণপাত করেননি। এখন নতুন চেয়ারম্যান, তাই একমাস সময় দিয়ে যাচ্ছি । 15 অগাস্ট 1947 দেশ স্বাধীন হয়েছিল। 15 অগাস্ট 2019 বিদ্যুৎ নিগম স্বাধীন হবে ।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচীর বক্তব্য

বিধাননগর, 5 জুলাই : দেশ স্বাধীন হয়েছিল 1947-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগম স্বাধীন হবে 2019-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগমে দাঁড়িয়ে এভাবেই সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত ।

দলের সঙ্গে দূরত্ব বেড়েছে । কিন্তু এবার সরাসরি সরকারের বিরোধিতায় নামলেন সব্যসাচী । মেয়রের নেতৃত্বেই বেতন বৃদ্ধি ও DA-র দাবিতে বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালান INTTUC-র সদস্যরা ।

আজ INTTUC-র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিদ্যুৎ ভবন । বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । এরপরেই বিক্ষোভ মঞ্চ ছেড়ে বিদ্যুৎ ভবনের ভিতরে আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় । তখনই পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচী দত্তের নেতৃত্বে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ ভবনের ভিতরের গেটে ভাঙচুর চালানো হয় । পরে মাটিতে বসে বিক্ষোভ দেখান তাঁরা ।

আরও পড়ুন : টাটকা আলু হড়কে গেল, পচা আলুই কাজ দিল : সব্যসাচী

বিক্ষোভ শেষে রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি সব্যসাচী দত্ত বলেন, "2016 থেকে বিদ্যুৎ নিগম কর্মচারীদের এক পয়সা মাইনে বাড়েনি । তাদের DA দেওয়া হয়নি। কোনও অনুদান বা ভিক্ষে চাইছে না । এটা একটা কর্পোরেশন । কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে কর্পোরেশনের অর্থ উপার্জন করে দিচ্ছে । আমরা দাবি করেছিলাম, যে লাভ হচ্ছে সেই লাভের 10 শতাংশ কর্মচারীদের যার-যেরকম বেতন সেই অনুপাতে বণ্টন করা হোক । কিন্তু আজ পর্যন্ত একথায় কেউ কর্ণপাত করেননি। এখন নতুন চেয়ারম্যান, তাই একমাস সময় দিয়ে যাচ্ছি । 15 অগাস্ট 1947 দেশ স্বাধীন হয়েছিল। 15 অগাস্ট 2019 বিদ্যুৎ নিগম স্বাধীন হবে ।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচীর বক্তব্য
Intro:বিধাননগর, ৫ জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের উপস্থিতিতে ভাঙচুর বিদ্যুৎ দপ্তরে। ভাঙচুর চালালো সরকারপন্থী আইএনটিটিইউসি'র সদস্যরা। সরকারি দফতরের ভিতরে বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে ভাঙচুরের সময় কার্যত দর্শক বিধাননগর পুলিশ। নিজের দলের সঙ্গে দূরত্বের পর এবার সরাসরি সরকারের বিরোধিতায় নামালেন সব্যসাচী।

Body:প্রসঙ্গত এদিন আই এন টি টি ইউ সির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিদ্যুৎ ভবন। বিক্ষোভ কর্মসূচিতে যোগদান দেয় রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এর পরেই বিক্ষোভ মঞ্চ ছেড়ে বিদ্যুৎ ভবনের ভিতরে ঢুকতে যান আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচী দত্তের নেতৃত্বে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় বিদ্যুৎ ভবনের ভিতরের গেটে। এর পরেই বিদ্যুৎ ভবনের ভিতরে ঢুকে মাটিতে বসে বিক্ষোভ দেখান তারা। সরকারি দফতরে মিছিল প্রবেশ করলেও নির্বিকার ভূমিকা লক্ষ করা যায় বিধাননগর পুলিশের। পর্যাপ্ত পুলিশ থাকলেও দর্শক হিসাবেই দেখা যায় তাদের।



Conclusion:বিক্ষোভ শেষে সব্যসাচী দত্ত বলেন," 2016 থেকে বিদ্যুৎ পর্ষদ কর্মচারীদের এক পয়সা মাইনে বাড়েনি। তাদের ডি এ দেওয়া হয়নি। বিদ্যুৎ পর্ষদ কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে রক্ত দিয়ে ঘাম দিয়ে যে অর্থ উপার্জন করে দিচ্ছে, যে লাভ হচ্ছে সেই লাভের 10 শতাংশ আমরা বলেছিলাম আমাদের মধ্যে যার যেরকম মাইনে সেরকম ভাবে বেঁটে দিন। আজ অব্দি কেউ কর্ণপাত করেননি। বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন আজ থেকে দু বছর আগে এসেছিলাম। তিনি যদি আজকে থাকতেন তার কানের খোলটা পরিষ্কার হয়েছে কি না দেখে নিতাম। এখন নতুন চেয়ারম্যান তাতে তাই এক মাস সময় দিয়ে যাচ্ছি। 15 ই আগস্ট 1947 দেশ স্বাধীন হয়েছিল। 15 ই আগস্ট 2019 বিদ্যুৎ পর্ষদ স্বাধীন হবে"।

Last Updated : Jul 5, 2019, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.