কলকাতা, 17 জুলাই : BJP নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় খুলবে সারদাকাণ্ডের জট । আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দিতে গিয়ে BJP নেতার সঙ্গে মুখোমুখি জেরার আবেদন জানালেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ । তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় অনেক প্রশ্নের উত্তর মিলবে ।
আজ ED-র দপ্তরে হাজিরা দিয়ে বেরোনোর সময় কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "মুকুল রায়ের সঙ্গে একটি যৌথ জেরার আর্জি CBI ও ED-র আধিকারিকদের কাছে জানিয়েছি । আমি তদন্তে সহযোগিতা করেছি । রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে যেভাবে জেরা করা হয়েছে, আমি তাতে সহযোগিতা করেছি । সারদার বা এই ধরনের কিছু বিষয়ের জট খুলতে বা সমস্যার সামধানের জন্য আমার আর মুকুলদাকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি মুখোমুখি বসায়, তবে তদন্তের অনেকটা সুবিধা হবে ।"
এই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি BJP নেতা মুকুল রায় । ED-র দপ্তর থেকে বেরিয়ে কুণালবাবু আরও জানান, তদন্তের প্রথম দিন থেকেই তাঁর বক্তব্যের কোনও পরিবর্তন হয়নি । তিনি সর্বদাই তদন্তের স্বার্থে তদন্তকারীদের সহযোগিতা করেছেন । ভবিষ্যতেও তদন্তে সহযোগিতা করার কথা বলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ।
আরও পড়ুন : ''তৃণমূল কংগ্রেস কি কম্পানি ? ডিরেক্টর কে?'' মমতাকে খোঁচা মুকুলের