ETV Bharat / city

আমাকে মুকুলের সঙ্গে বসিয়ে জেরা করা হোক, ED ও CBI-র কাছে আর্জি কুণালের - kunal appeal

আজ ED-র দপ্তরে হাজিরা দিয়ে বেরোনোর সময় কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "মুকুল রায়ের সঙ্গে একটি যৌথ জেরার আর্জি CBI ও ED-র আধিকারিকদের কাছে জানিয়েছি । সারদার বা এই ধরনের কিছু বিষয়ের জট খুলতে বা সমস্যার সামধানের জন্য আমার আর মুকুলদাকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি মুখোমুখি বসায়, তবে তদন্তের অনেকটা সুবিধা হবে ।"

ED-দপ্তরে কুণাল ঘোষ
author img

By

Published : Jul 17, 2019, 6:31 PM IST

কলকাতা, 17 জুলাই : BJP নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় খুলবে সারদাকাণ্ডের জট । আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দিতে গিয়ে BJP নেতার সঙ্গে মুখোমুখি জেরার আবেদন জানালেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ । তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় অনেক প্রশ্নের উত্তর মিলবে ।

আজ ED-র দপ্তরে হাজিরা দিয়ে বেরোনোর সময় কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "মুকুল রায়ের সঙ্গে একটি যৌথ জেরার আর্জি CBI ও ED-র আধিকারিকদের কাছে জানিয়েছি । আমি তদন্তে সহযোগিতা করেছি । রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে যেভাবে জেরা করা হয়েছে, আমি তাতে সহযোগিতা করেছি । সারদার বা এই ধরনের কিছু বিষয়ের জট খুলতে বা সমস্যার সামধানের জন্য আমার আর মুকুলদাকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি মুখোমুখি বসায়, তবে তদন্তের অনেকটা সুবিধা হবে ।"

এই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি BJP নেতা মুকুল রায় । ED-র দপ্তর থেকে বেরিয়ে কুণালবাবু আরও জানান, তদন্তের প্রথম দিন থেকেই তাঁর বক্তব্যের কোনও পরিবর্তন হয়নি । তিনি সর্বদাই তদন্তের স্বার্থে তদন্তকারীদের সহযোগিতা করেছেন । ভবিষ্যতেও তদন্তে সহযোগিতা করার কথা বলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ।

আরও পড়ুন : ''তৃণমূল কংগ্রেস কি কম্পানি ? ডিরেক্টর কে?'' মমতাকে খোঁচা মুকুলের

কলকাতা, 17 জুলাই : BJP নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় খুলবে সারদাকাণ্ডের জট । আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দিতে গিয়ে BJP নেতার সঙ্গে মুখোমুখি জেরার আবেদন জানালেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ । তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় অনেক প্রশ্নের উত্তর মিলবে ।

আজ ED-র দপ্তরে হাজিরা দিয়ে বেরোনোর সময় কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "মুকুল রায়ের সঙ্গে একটি যৌথ জেরার আর্জি CBI ও ED-র আধিকারিকদের কাছে জানিয়েছি । আমি তদন্তে সহযোগিতা করেছি । রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে যেভাবে জেরা করা হয়েছে, আমি তাতে সহযোগিতা করেছি । সারদার বা এই ধরনের কিছু বিষয়ের জট খুলতে বা সমস্যার সামধানের জন্য আমার আর মুকুলদাকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি মুখোমুখি বসায়, তবে তদন্তের অনেকটা সুবিধা হবে ।"

এই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি BJP নেতা মুকুল রায় । ED-র দপ্তর থেকে বেরিয়ে কুণালবাবু আরও জানান, তদন্তের প্রথম দিন থেকেই তাঁর বক্তব্যের কোনও পরিবর্তন হয়নি । তিনি সর্বদাই তদন্তের স্বার্থে তদন্তকারীদের সহযোগিতা করেছেন । ভবিষ্যতেও তদন্তে সহযোগিতা করার কথা বলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ।

আরও পড়ুন : ''তৃণমূল কংগ্রেস কি কম্পানি ? ডিরেক্টর কে?'' মমতাকে খোঁচা মুকুলের

Intro:কলকাতা, ১৭ জুলাই: লোকসভা ভোট সরগড়ম হয়েছিল মমতা-মুকুল দ্বৈরথে। বিষয় ছিল সারদা-কাণ্ড। মমতার অভিযোগ ছিল সারদার সব থেকে বড় সুবিধাভোগীর নাম মুকুল রায়। পাল্টা বিজেপি নেতা মুকুলও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তলেন। সেই আবহ এখনো চলছে। এরই মাঝে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাজিরা দিতে গিয়ে মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরা চাইলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। আবারও। তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসে জেরা করা হলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। সারদাকাণ্ডের অনেক জট খুলে যাবে। Body:কলকাতা, ১৭ জুলাই: লোকসভা ভোট সরগড়ম হয়েছিল মমতা-মুকুল দ্বৈরথে। বিষয় ছিল সারদা-কাণ্ড। মমতার অভিযোগ ছিল সারদার সব থেকে বড় সুবিধাভোগীর নাম মুকুল রায়। পাল্টা বিজেপি নেতা মুকুলও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তলেন। সেই আবহ এখনো চলছে। এরই মাঝে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাজিরা দিতে গিয়ে মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরা চাইলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। আবারও। তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসে জেরা করা হলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। সারদাকাণ্ডের অনেক জট খুলে যাবে। Conclusion:EDর কাছে নতুন করে মুখোমুখি জেরার আর্জিতে কুনাল কী সেই বিষয়গুলো তুলতে চাইছেন? সে প্রশ্ন অবশ্য ব্যাখ্যা দেননি তিনি। তাঁর দাবি, “ রাজিব কুমারের সঙ্গে যেমন আমাকে মুখোমুখি বসে জেরা করা হয়েছে। তখন আমি সহযোগিতা করেছিলাম। এখন আমি দাবি জানাচ্ছি, মুকুলদার সঙ্গে আমায় বসিয়ে মুখোমুখি জেরা করা হোক। তাতে অনেক রহস্যের জট খুলে যাবে।"

এ প্রসঙ্গে মুকুল রায়ের কোন প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। তবে তিনি নির্বাচনের আগে মমতার সঙ্গে বাক-দ্বৈরথের সময় বলেছিলেন,“ অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, সারদার ঘটনায় যদি আমায় অভিযুক্ত করা হয়, প্রমাণ করুন। অভিযোগ প্রমাণিত হলে, আমি আমার রাজনৈতিক জীবন থেকে অবসর নেব। সন্ন্যাস নেব।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.