রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ কর্মী নিয়োগ । সুপারভাইজ়ার ও ডিজ়াইন সুপারভাইজ়ার পদে কর্মী নিয়োগ করা হবে । মোট 36 জনকে নিয়োগ করা হবে । অনলাইনে আবেদন করা যাবে 20 অক্টোবর পর্যন্ত ।
এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য
মোট শূন্য আসন : 36
1) সুপারভাইজ়ার (এস ১ গ্রেড) : 24
- অ্যাডমিন অ্যান্ড এইচ আর : 3
- ফিনান্স : 1
- ফার্মাসি : 4
- সিকিউরিটি : 3
- নাভাল আর্কিটেকচার : 1
- মেকানিকাল : 5
- ইলেক্ট্রিক্যাল : 3
- সিভিল : 3
- কম্পিউটার সায়েন্স / আইটি : 1
2) ডিজ়াইন সুপারভাইজ়ার
- মেকানিকাল : 4
- ইলেক্ট্রিকাল: 3
- ইলেক্ট্রনিক্স: 1
- সিভিল: 4
শিক্ষাগত যোগ্যতা : এই পদগুলির জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে । এই বিষয়ে GRSE-র ওয়েবসাইটে (www.grse.in) বিজ্ঞপ্তিতে বিশদে আলোচনা করা হয়েছে।
প্রার্থী বাছাই পদ্ধতি : এই পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদনের ফি : এই পদের জন্য আবেদন ফি 400 টাকা। এর সঙ্গে যুক্ত হবে 71 টাকার ব্যাঙ্ক চার্জ । ব্যাঙ্ক চালানের মাধ্যমে SBI-এর যে কোনও শাখায় ফি জমা দিতে হবে । তফশিলি জাতি/ উপজাতি/PwBD বা GRSE-র অভ্যন্তরীণ প্রার্থীদের কোনও ফি দিতে হবে না ।
আবেদনের পদ্ধতি : সমস্ত প্রার্থীকে প্রথমে 20 অক্টোবরের মধ্যে GRSE-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে । সেই সঙ্গে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের হার্ড কপি 27 অক্টোবরের মধ্যে শুধু সাধারণ পোস্টে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা হল - পোস্ট বক্স নম্বর : 3076, লোধি রোড, নয়া দিল্লি - 110003 ।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইন আবেদন শুরু - 30 সেপ্টেম্বর, 2020
অনলাইন আবেদনের শেষ দিন- 20 অক্টোবর, 2020
অনলাইন আবেদনের হার্ড কপি জমা দেওয়ার শেষ দিন : 27 অক্টোবর, 2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।