ETV Bharat / city

দ্বিতীয় দফায় তিনটি বুথে পুনর্নির্বাচন - islampur

29 এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের সাথে তিনটি বুথে হবে পুনর্নির্বাচন ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 3:18 PM IST

কলকাতা, 27 এপ্রিল : দ্বিতীয় দফা নির্বাচনে রায়গঞ্জের একাধিক বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছিল বিরোধীরা । আজ কমিশনের তরফে তিনটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয় । 29 এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের সাথে এই বুথগুলিতে হবে পুনর্নির্বাচন ।

যে তিনটি বুথে পুনর্নির্বাচন হবে

ইসলামপুরের 19 নম্বর ঢোলো গাছ SSK
ইসলামপুরের পাতাগোড়া বালিকা বিদ্যালয় - 37 নম্বর বুথ
গোয়ালপোখরের 191 নম্বর বুথ

পাঁচদিন ধরে স্ক্রুটিনির পর এই 3টি বুথেই পুনর্নির্বাচনের সুপারিশ পাঠিয়েছিলেন নির্বাচনী পর্যবেক্ষক ও জেলা নির্বাচনী আধিকারিক । সেই সুপারিশ দিল্লিতে পাঠায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

কলকাতা, 27 এপ্রিল : দ্বিতীয় দফা নির্বাচনে রায়গঞ্জের একাধিক বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছিল বিরোধীরা । আজ কমিশনের তরফে তিনটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয় । 29 এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের সাথে এই বুথগুলিতে হবে পুনর্নির্বাচন ।

যে তিনটি বুথে পুনর্নির্বাচন হবে

ইসলামপুরের 19 নম্বর ঢোলো গাছ SSK
ইসলামপুরের পাতাগোড়া বালিকা বিদ্যালয় - 37 নম্বর বুথ
গোয়ালপোখরের 191 নম্বর বুথ

পাঁচদিন ধরে স্ক্রুটিনির পর এই 3টি বুথেই পুনর্নির্বাচনের সুপারিশ পাঠিয়েছিলেন নির্বাচনী পর্যবেক্ষক ও জেলা নির্বাচনী আধিকারিক । সেই সুপারিশ দিল্লিতে পাঠায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.