ETV Bharat / city

অ্যাপ-বাইক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার যুবক - Alipore District Court

অ্যাপ ভিত্তিক বাইক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় গ্রেপ্তার যুবক । গড়ফা থানা এলাকায় ঘটনাটি ঘটে । অভিযুক্তকে আদালতে তোলা হবে ।

rapido-driver-allegedly-molested-passenger
rapido-driver-allegedly-molested-passenger
author img

By

Published : Nov 29, 2020, 11:42 AM IST

কলকাতা, 29 নভেম্বর : অ্যাপ ভিত্তিক বাইক চালকের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল । আবারও সেই গড়ফা থানা এলাকার ঘটনা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাইক চালককে । আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে 25 বছরের এক যুবতি বেলেঘাটা থেকে প্লুটো ডে কেয়ারে যাওয়ার জন্য অ্যাপ ভিত্তিক বাইক বুক করেন । ওই যুবতির বাড়ি রাজারহাট গোপালপুর থানা এলাকার নারায়ণ তলায় । যথা সময়ে বাইক আসে । চালকের নাম ধীরাজ কুমার রাম । বয়স 22 বছর । সে ওই যুবতিকে গন্তব্যের পথ বাতলে নিয়ে যাওয়ার কথা বলেন । ওই যুবকের জিপিএসের মোবাইল যুবতির হাতে তুলে দেন ।

অভিযোগ, দুটি মোবাইল হাতে নিয়ে বাইকে বসলে অভিযুক্ত ওই যুবতির শরীরে নানাভাবে স্পর্শ করার চেষ্টা করেন । সেটা নিয়ে প্রতিবাদ করতে মাঝপথেই বাইক থেকে নামিয়ে দেয় ধীরাজ । ওই যুবতিকে নামানো হয় প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে কালিকাপুর পেট্রোল পাম্পে । এর পর টাকা নিয়েও বচসা হয় । চালক অসভ্যতা করে বলেও অভিযোগ করেছেন যুবতি ।

পুরো ঘটনায় গুরুতর অপমানিত যুবতি এরপর গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগের ভিত্তিতে গতরাতে কড়েয়া থানা এলাকার তিলজলা রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ । দিন কয়েক আগেও একই ভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল এক যুবতিকে । তিনি আলিপুর থেকে আসছিলেন ।

কলকাতা, 29 নভেম্বর : অ্যাপ ভিত্তিক বাইক চালকের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল । আবারও সেই গড়ফা থানা এলাকার ঘটনা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাইক চালককে । আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে 25 বছরের এক যুবতি বেলেঘাটা থেকে প্লুটো ডে কেয়ারে যাওয়ার জন্য অ্যাপ ভিত্তিক বাইক বুক করেন । ওই যুবতির বাড়ি রাজারহাট গোপালপুর থানা এলাকার নারায়ণ তলায় । যথা সময়ে বাইক আসে । চালকের নাম ধীরাজ কুমার রাম । বয়স 22 বছর । সে ওই যুবতিকে গন্তব্যের পথ বাতলে নিয়ে যাওয়ার কথা বলেন । ওই যুবকের জিপিএসের মোবাইল যুবতির হাতে তুলে দেন ।

অভিযোগ, দুটি মোবাইল হাতে নিয়ে বাইকে বসলে অভিযুক্ত ওই যুবতির শরীরে নানাভাবে স্পর্শ করার চেষ্টা করেন । সেটা নিয়ে প্রতিবাদ করতে মাঝপথেই বাইক থেকে নামিয়ে দেয় ধীরাজ । ওই যুবতিকে নামানো হয় প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে কালিকাপুর পেট্রোল পাম্পে । এর পর টাকা নিয়েও বচসা হয় । চালক অসভ্যতা করে বলেও অভিযোগ করেছেন যুবতি ।

পুরো ঘটনায় গুরুতর অপমানিত যুবতি এরপর গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগের ভিত্তিতে গতরাতে কড়েয়া থানা এলাকার তিলজলা রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ । দিন কয়েক আগেও একই ভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল এক যুবতিকে । তিনি আলিপুর থেকে আসছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.