কলকাতা, 15 জুলাই: ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের তরফে হাজার টাকায় মামলা রফাদফা করার প্রস্তাব মহিলাকে ৷ তাও আবার মহিলা থানার বিরুদ্ধে অভিযোগ (Rape Victim Faces Harassment When She Goes to File Complaint in Ultadanga Police Station) ৷ ধর্ষণের ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকায় ৷ লালবাজারের আধিকারিকরা ঘটনাটির তদন্ত শুরু করেছেন ৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই মহিলাকে ধারাল অস্ত্র দেখিয়ে এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পরে লেকটাউনে ভিআইপি রোড পাশের একটি এলাকা থেকে দীপু দৌলুই নামে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে পেশায় বাউল শিল্পী মহিলা দোকান থেকে বাড়ি ফিরছিলেন ৷ ফেরার পথে বৃষ্টি শুরু হলে, রাস্তার ধারে একটি ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ অভিযোগ সেই সময় এক ব্যক্তি সেখানে আসে এবং মহিলাকে ধারাল অস্ত্র দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায় ৷ চিৎপুর স্টেশনের কাছে নির্জন জায়গায়, তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ বিষয়টি কাউকে না-জানাতে হুমকি দেয় অভিযুক্ত ৷ নির্যাতিতা প্রথমটায় পুলিশে অভিযোগ জানাননি ৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান ৷ এর পরেই উল্টোডাঙা মহিলা থানায় লিখিত অভিযোগ জানান ৷ কিন্তু, উল্টোডাঙা থানা থেকে 1 হাজার টাকার বিনিময়ে মামলাটি তুলে নিতে পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মহিলা ৷
আরও পড়ুন: Jadavpur University: 'বিনা অনুমতিতে' ক্যাম্পাসে ! বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা চাইল পুলিশ
এই ঘটনায় লালবাজারে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ওই মহিলা ৷ এই ঘটনায় লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে ৷ লালবাজারের মহিলা আধিকারিকরা মহিলার সঙ্গে কথা বলছেন ৷ নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনাস্থল একেবারে নির্জন এবং সিসিটিভি ক্যামেরাও ছিল না ৷ ফলে মহিলার বয়ান এবং অভিযুক্তের স্কেচের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷ তবে, উল্টোডাঙা মহিলা থানার তরফে টাকা দেওয়ার বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি লালবাজারের আধিকারিকরা ৷ কলকাতা পুলিশের সাইন্টিফিক উইংয়ে গোয়েন্দারাও তদন্তে নেমেছে ৷
পরে লেকটাউনে ভিআইপি রোড পাশের একটি এলাকা থেকে অভিযুক্ত দীপু দৌলুইকে গ্রেফতার করে উল্টোডাঙা থানার পুলিশ ৷ নির্যাতিতার দেওয়া বিবরণ অনুযায়ী, অভিযুক্ত স্কেচ আঁকানো হয় ৷ এর পরই ওই এলাকায় তল্লাশি করার পর দীপু দৌলুকে গ্রেফতার করে পুলিশ ৷ আগামিকাল, শনিবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ ৷