ETV Bharat / city

জনসংযোগ বাড়াতে পুজোর ক'টা দিন পাখির চোখ বামেদের

প্রতি বছরের মতো এ বছরও মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে পুজো মণ্ডপগুলি কাছে । দেশ এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাবেন CPI (M) কর্মীরা । যদিও সেটা মাইক বা লিফলেটের মাধ্যমে নয় । জনসংযোগের মাধ্যমেই সেই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে ।

বাম
author img

By

Published : Oct 4, 2019, 4:42 AM IST

Updated : Oct 4, 2019, 6:06 AM IST

কলকাতা, 4 অক্টোবর : গ্রাম থেকে শহর, জেলা থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত আরও বেশি জনসংযোগ বাড়ানোর জন্য আলিমুদ্দিন থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাম নেতাদের ৷ CPI (M) সমর্থক, দলের সর্বক্ষণের কর্মী, দলের অনুরাগীদের কাছেও এই মর্মে আবেদন জানানো হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI (M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ রাজ্য স্তরের CPI (M) নেতৃত্ব দুর্গা পুজোর পাঁচ দিন দলীয় কর্মীদের আরও বেশি জনসংযোগ বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন ।

প্রতি বছরের মতো এ বছরও মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে পুজো মণ্ডপগুলির কাছে । দেশ এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাবেন CPI (M) কর্মীরা । যদিও সেটা মাইক বা লিফলেটের মাধ্যমে নয় । জনসংযোগের মাধ্যমেই সেই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে ।

কোনও পুজো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বামপন্থী কর্মীরা সক্রিয় থাকবেন বলেও জানা গিয়েছে । মার্কসীয় সাহিত্যের স্টলগুলোতে ব্যাপকভাবে প্রচার চালানো হবে । কেন বামপন্থার পক্ষে মানুষ থাকবেন, কেন বামপন্থা প্রকৃত ফলিত বিজ্ঞান তার ব্যাখ্যাও দেওয়া হবে সাহিত্যের স্টলগুলো থেকে ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু বই সংযোজিত হচ্ছে এ বছর স্টলগুলোতে । সদ্য প্রকাশিত 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা' বইটি ইতিমধ্যেই বেস্ট সেলারের তকমা পেয়েছে । CPI (M) কর্মীদের আশা চলতি দুর্গাপুজোর মরসুমে ব্যাপক হারে বিক্রি হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই বইটি ।

কলকাতা, 4 অক্টোবর : গ্রাম থেকে শহর, জেলা থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত আরও বেশি জনসংযোগ বাড়ানোর জন্য আলিমুদ্দিন থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাম নেতাদের ৷ CPI (M) সমর্থক, দলের সর্বক্ষণের কর্মী, দলের অনুরাগীদের কাছেও এই মর্মে আবেদন জানানো হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI (M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ রাজ্য স্তরের CPI (M) নেতৃত্ব দুর্গা পুজোর পাঁচ দিন দলীয় কর্মীদের আরও বেশি জনসংযোগ বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন ।

প্রতি বছরের মতো এ বছরও মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে পুজো মণ্ডপগুলির কাছে । দেশ এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাবেন CPI (M) কর্মীরা । যদিও সেটা মাইক বা লিফলেটের মাধ্যমে নয় । জনসংযোগের মাধ্যমেই সেই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে ।

কোনও পুজো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বামপন্থী কর্মীরা সক্রিয় থাকবেন বলেও জানা গিয়েছে । মার্কসীয় সাহিত্যের স্টলগুলোতে ব্যাপকভাবে প্রচার চালানো হবে । কেন বামপন্থার পক্ষে মানুষ থাকবেন, কেন বামপন্থা প্রকৃত ফলিত বিজ্ঞান তার ব্যাখ্যাও দেওয়া হবে সাহিত্যের স্টলগুলো থেকে ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু বই সংযোজিত হচ্ছে এ বছর স্টলগুলোতে । সদ্য প্রকাশিত 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা' বইটি ইতিমধ্যেই বেস্ট সেলারের তকমা পেয়েছে । CPI (M) কর্মীদের আশা চলতি দুর্গাপুজোর মরসুমে ব্যাপক হারে বিক্রি হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই বইটি ।

Intro:গ্ৰাম থেকে শহর, জেলা থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত আরো বেশি জনসংযোগ বাড়াবার জন্য আলিমুদ্দিন স্ট্রিট থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যব্যাপী। সিপিআইএম সমর্থক, পার্টির সর্বক্ষণের কর্মী, পার্টির অনুরাগীদের কাছে এই মর্মে আবেদন জানানো হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ রাজ্যস্তরের সিপিআইএম নেতৃত্ব দুর্গা পুজোর পাঁচদিন দলীয় কর্মীদের আরো বেশি জনসংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন।


Body:প্রতিবছরের মতো এবছরও মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে পুজো মণ্ডপ গুলি সংলগ্ন। দেশ এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাবেন সিপিআইএম কর্মীরা। যদিও সেটা মাইক বা লিফলেটের মাধ্যমে নয়। জনসংযোগের মাধ্যমেই সেই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।
কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বামপন্থী কর্মীরা সক্রিয় থাকবেন বলেও জানা গিয়েছে। মার্কসীয় সাহিত্যের স্টলগুলোতে ব্যাপকভাবে প্রচার চালানো হবে। কেন বামপন্থার পক্ষে মানুষ থাকবেন, আর কেনইবা বামপন্থা প্রকৃত ফলিত বিজ্ঞান তার ব্যাখ্যাও দেওয়া হবে মার্কসীয় সাহিত্যের স্টলগুলো থেকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু বই সংযোজিত হচ্ছে এবছর মার্কসীয় স্টলগুলোতে। সদ্য প্রকাশিত "স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা" বইটি ইতিমধ্যেই বেস্ট সেলারের তকমা পেয়েছে। সিপিআইএম কর্মীদের আশা চলতি দুর্গাপুজোর মরসুমে ব্যাপকহারে বিক্রি হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই বইটি। সিপিআইএম দলগতভাবে এবার পুজোয় বিশেষ করে জনসংযোগে জোর দিচ্ছে বলে জানা গিয়েছে আলিমুদ্দিন সূত্রে।


Conclusion:
Last Updated : Oct 4, 2019, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.