কলকাতা, 19 জানুয়ারি : পাবলিক সার্ভিস কমিশনে সদস্য পদে দ্রুত যোগ দিতে চলেছেন মেজর জেনেরাল অমিত কুমার সান্যাল । ইতিমধ্যেই তিনি নিয়োগপত্র হাতে পেয়ে গেছেন বলে জানা গেছে । তিনি যোগ দেওয়ার পরেই ইন্টারভিউ প্রক্রিয়ায় গতি আসবে বলে জানাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস । ইন্টারভিউ প্রক্রিয়ায় গতি এলে স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে বলে মনে করা হচ্ছে ।
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দেবাশিস বোস, সেক্রেটারি পদে শুভ মুখোপাধ্যায়, সদস্য পদে অমিতা সাহা, পার্থ চৌধুরি ও মৃগাঙ্ক মাহাত রয়েছেন । যদিও, মোট ছয়জন সদস্য থাকার কথা পাবলিক সার্ভিস কমিশনে । বহুদিন ধরেই তিনটি সদস্যের পদ খালি ছিল । অমিত কুমার সান্যাল সদস্য পদে যোগ দিলে আর মাত্র দুটি সদস্য পদ খালি থাকবে । পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস জানান, "যেহেতু, প্রতিটি চাকরির ইন্টারভিউ চেয়ারম্যান বা একজন করে সদস্যকে পরিচালনা করতে হয় তাই এতদিন মাত্র চারটে করে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া চালানো সম্ভব হচ্ছিল । নতুন সদস্য যোগ দিলে একসঙ্গে পাঁচটি করে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব হবে । ফলে, ইন্টারভিউ প্রক্রিয়া একটু হলেও তাড়াতাড়ি হবে । আর ইন্টারভিউ তাড়াতাড়ি হলে নিয়োগ প্রক্রিয়াও যে তাড়াতাড়ি সম্পন্ন হবে তা বলাই বাহুল্য ।"
চেয়ারম্যান হিসেবে দেবাশিস বোস যোগ দেওয়ার পরপরই বেশ কিছুটা গতি এসেছে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় । একের পর এক পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ নেওয়া ও ফলপ্রকাশ করে চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের রাস্তা পরিষ্কার করেছে PSC। নতুন সদস্য নিয়োগের বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "মেজর জেনেরাল অমিত কুমার সান্যাল কালকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন । আগামী সপ্তাহে হয়ত তিনি যোগ দেবেন ।"
নতুন সদস্য যোগ দিলে ইন্টারভিউ প্রক্রিয়া তথা নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার বিষয়ে দেবাশিস বোস বলেন, "আমাদের তিনটি সদস্য পদ খালি ছিল । আমাদের একজন চেয়ারম্যান ও ছয় জন সদস্য থাকার কথা । সেখানে তিনজন সদস্য ছিলেন । তার মধ্যে একজন সদস্য পেলাম । আমাদের যত সিলেকশন প্রক্রিয়া হয় তাতে ইন্টারভিউ একটা বড় পার্ট । ইন্টারভিউ নিতে সময় লাগে । দিনে হয়ত 15 থেকে 20 টা ইন্টারভিউ হয় । সেক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াটা পিছিয়ে যায় । প্রতি ইন্টারভিউ বোর্ডে আমাকে চেয়ারম্যান হিসাবে ও অন্য একজন সদস্যকে থাকতে হয় । এখনও পর্যন্ত চারটের বেশি বোর্ড আমরা করতে পারছিলাম না । আমি সরকারকে বলেছিলাম আমাদের এখন যা ইন্টারভিউ লাইন আপ হয়ে আছে, সেটা সম্পূর্ণ করতে দু'বছর লেগে যাবে ৷ আরও সদস্যের প্রয়োজন । সরকার একজন সদস্য দিল, হয়তো আগামী দিনে আরও পাওয়া যাবে । এতে ইন্টারভিউ প্রক্রিয়াটা তাড়াতাড়ি করা সম্ভব ।"
বর্তমানে PSC-তে চারটি ইন্টারভিউ প্রক্রিয়া চলছে । সে বিষয়ে দেবাশিস বোস বলেন, "এখন চারটি ইন্টারভিউ চলছে। আমার কাছে একটি । পার্থ চৌধুরি জয়েন্ট BDO-দের ইন্টারভিউ নিচ্ছেন, মৃগাঙ্গ মাহাত নিচ্ছেন স্কুলের DI, ADI ৷ অমিতা সাহা কলেজের লেকচারারদের ইন্টারভিউ নিচ্ছেন । এই চারটে এখন চলছে ।"
PSC দ্বারা পরিচালিত কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে একটি তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে 2 জানুয়ারি । সে অনুযায়ী, এখনও WBCS 2018-র গ্রুপ-C ক্যাটাগরির জন্য ইন্টারভিউ, ফায়ার অপারেটরের ইন্টারভিউ বাকি আছে । এ ছাড়াও, বেশ কয়েকটি পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া বাকি আছে । নতুন সদস্য যোগ দেওয়ার পর দেখেশুনে সেগুলোর মধ্যেই কোনও একটির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে বলে জানান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ।