ETV Bharat / city

সচেতনতা বাড়াতে বেসরকারি বাস মালিকদের বৈঠক

প্রতিটি যাত্রা শেষে ও শুরুতে বাস জল ও কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে । সকাল বেলায় প্রথম যাত্রা শুরু করার আগে ডেটল ও ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে । বাস চালক, কন্ডাক্টর ও হেলপারের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ।

priviate bus
priviate bus
author img

By

Published : Mar 17, 2020, 9:48 PM IST

কলকাতা, 17 মার্চ : কোরোনা নিয়ে সতর্কতা অবলম্বন করছে না বেসরকারি বাস মালিকরা ৷ এই অভিযোগকে সামনে রেখে বৈঠক করল পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (PVD) ও সংগঠনগুলি ।

স্বচ্ছতা ও সুরক্ষার বিষয়টি নিয়ে বেসরকারি বাসগুলিকে সচেতন করতে বেশ কিছু নিদান দিলেন PVD-র কর্মকর্তারা । সেখানে বলা হয়েছে, প্রতিটি ট্রিপের শেষে ও শুরুতে বাস জল ও কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে । সকালবেলায় প্রথম ট্রিপ শুরু করার আগে ডেটল ও ফিনাইল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে । বাস চালক, কন্ডাক্টর ও হেলপারকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে । প্রতিটি ট্রিপের পরে চালক, কন্ডাক্টর ও হেলপারকে সাবান বা ডেটল দিয়ে হাত ধুয়ে নিতে হবে । প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে । কর্মীদের যথা সম্ভব পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরতে হবে ।

বেসরকারি বাসগুলিতে কোরোনা নিয়ে সচেতনতার ঢিলেমি নিয়ে PVD-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বেসরকারি বাসগুলি সাধারণত প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করা হয় ৷ তবে এখন স্বচ্ছতার দিকে আরও কড়া নজর দেওয়া হচ্ছে ।" জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি টিটু সাহা বলেন, "PVD-র থেকে আরও বাস বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে । তবে আমরা কর্তাদের জানিয়েছি যে এমনিতেই মানুষজন ভয়ে রাস্তায় বেশি বেরোচ্ছে না । তাই বাসগুলিতে ভিড়ও তেমন একটা হচ্ছে না । তাই বেশি বাস চালালে জ্বালানি জামন পুড়বে তেমন ভাড়া উঠবে না ।"

মিনিবাস অপারেটর কোঅর্ডিনেশন কমিটির জয়েন্ট সেক্রেটারি স্বপন ঘোষ জানান, "বাসের চালক ও কন্ডাক্টারদের সারাদিন বহু মানুষের মধ্যে থাকতে হয় । এছাড়াও তাদের সারাদিন রাস্তার ধুলো-বালির মধ্যে বাস নিয়ে যাতায়াত করতে হয় তাই তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় কাজে আসা বন্ধ করে দিয়েছে । এর জেরে বহু বাস এখন চলছে না ।" প্রসঙ্গত, রাজ্য সরকারের বাসগুলিতে ইতিমধ্যেই কোরোনার সংক্রমণ রুখতে প্রতিটি বাসকে প্রতিষেধক দিয়ে পরিষ্কার করা হচ্ছে ৷ সেই সঙ্গে চালকদের মাস্ক ব্যবহারের মত আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে সরকার ।

কলকাতা, 17 মার্চ : কোরোনা নিয়ে সতর্কতা অবলম্বন করছে না বেসরকারি বাস মালিকরা ৷ এই অভিযোগকে সামনে রেখে বৈঠক করল পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (PVD) ও সংগঠনগুলি ।

স্বচ্ছতা ও সুরক্ষার বিষয়টি নিয়ে বেসরকারি বাসগুলিকে সচেতন করতে বেশ কিছু নিদান দিলেন PVD-র কর্মকর্তারা । সেখানে বলা হয়েছে, প্রতিটি ট্রিপের শেষে ও শুরুতে বাস জল ও কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে । সকালবেলায় প্রথম ট্রিপ শুরু করার আগে ডেটল ও ফিনাইল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে । বাস চালক, কন্ডাক্টর ও হেলপারকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে । প্রতিটি ট্রিপের পরে চালক, কন্ডাক্টর ও হেলপারকে সাবান বা ডেটল দিয়ে হাত ধুয়ে নিতে হবে । প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে । কর্মীদের যথা সম্ভব পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরতে হবে ।

বেসরকারি বাসগুলিতে কোরোনা নিয়ে সচেতনতার ঢিলেমি নিয়ে PVD-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বেসরকারি বাসগুলি সাধারণত প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করা হয় ৷ তবে এখন স্বচ্ছতার দিকে আরও কড়া নজর দেওয়া হচ্ছে ।" জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি টিটু সাহা বলেন, "PVD-র থেকে আরও বাস বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে । তবে আমরা কর্তাদের জানিয়েছি যে এমনিতেই মানুষজন ভয়ে রাস্তায় বেশি বেরোচ্ছে না । তাই বাসগুলিতে ভিড়ও তেমন একটা হচ্ছে না । তাই বেশি বাস চালালে জ্বালানি জামন পুড়বে তেমন ভাড়া উঠবে না ।"

মিনিবাস অপারেটর কোঅর্ডিনেশন কমিটির জয়েন্ট সেক্রেটারি স্বপন ঘোষ জানান, "বাসের চালক ও কন্ডাক্টারদের সারাদিন বহু মানুষের মধ্যে থাকতে হয় । এছাড়াও তাদের সারাদিন রাস্তার ধুলো-বালির মধ্যে বাস নিয়ে যাতায়াত করতে হয় তাই তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় কাজে আসা বন্ধ করে দিয়েছে । এর জেরে বহু বাস এখন চলছে না ।" প্রসঙ্গত, রাজ্য সরকারের বাসগুলিতে ইতিমধ্যেই কোরোনার সংক্রমণ রুখতে প্রতিটি বাসকে প্রতিষেধক দিয়ে পরিষ্কার করা হচ্ছে ৷ সেই সঙ্গে চালকদের মাস্ক ব্যবহারের মত আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.