কলকাতা, 17 ফেব্রুয়ারি: কোরোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ় নেওয়ার পরে অসুস্থ বোধ করতে থাকেন ৷ আর সেই কারণে হাসপাতালে ভরতি করা হয়েছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদারকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অধ্যক্ষের এই অসুস্থতা ভ্যাকসিনের কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার, বেলেঘাটার ID&BG হাসপাতালের অধ্যক্ষ কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ডের সেকেন্ড ডোজ় নিয়েছেন। বেলেঘাটার এই হাসপাতাল সূত্রে খবর, এই ভ্যাকসিন নেওয়ার পর থেকে অসুস্থ বোধ করতে থাকেন অধ্যক্ষ। এর পরে তাঁকে ওই হাসপাতালেই ভরতি করা হয়। অসুস্থতা বলতে গ্যাস্ট্রাইটিস এবং পা ও কোমড়ে ব্যথা হতে থাকে। অধ্যক্ষর শারীরিক অবস্থার বিষয়ে বেলেঘাটার এই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আশিস মান্না বুধবার বলেন, "অধ্যক্ষ ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে, তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
এদিকে, এই হাসপাতালের অধ্যক্ষের এই অসুস্থতা কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ডের কারণে হয়েছে কি না তা স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে। এ ক্ষেত্রে যখন যেমন প্রয়োজন পড়বে, সেই অনুযায়ী অধ্যক্ষের চিকিৎসা শুরু করা হবে বলে জানা গিয়েছে। যদিও, বেলেঘাটার এই হাসপাতাল সূত্রে খবর, গতকাল কোভিশিল্ডের সেকেন্ড ডোজ় নেওয়ার পরে দীর্ঘ সময় কিছু খাননি অধ্যক্ষ। এই সময় ধরে তিনি হাসপাতালে তাঁর কাজকর্ম করছিলেন। এই কারণেও তিনি অসুস্থ হয়ে পড়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।