কলকাতা, 31 ডিসেম্বর: বছরের শেষ দিনে প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাল, 31 জানুয়ারি হবে টেট ।
আরও পড়ুন : কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের চাকরি, ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, 2017 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে অফলাইনে প্রাথমিক টেট হবে 31 জানুয়ারি । আজ সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
আরও পড়ুন : নিয়োগের দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ TET উত্তীর্ণদের
আজ পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2017 সালের 12 মে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার (টেট-2017) জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুয়ায়ী যে সব প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন, শুধুমাত্র তাঁদের জন্য পর্ষদ টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট-2017) পরীক্ষা নেবে । 31 জানুয়ারি দুপুর 1টা থেকে দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত হবে পরীক্ষা । নির্দিষ্ট সময়ে অনলাইনে অ্যাডমিট কার্ড ইশু করা হবে ।