ETV Bharat / city

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের - education Minister

শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা ।

অবস্থান বিক্ষোভ- ফাইল ছবি
author img

By

Published : Jun 24, 2019, 11:23 PM IST

কলকাতা, 24 জুন: শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা । বেতন বৈষম্যের প্রতিবাদে আজ সকাল থেকে অবস্থান করেন প্রাথমিক শিক্ষকরা ।

আজ দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপুর 3টে নাগাদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন । কিন্তু প্রাথমিক শিক্ষকদের PAY-স্কেল কী হবে সেটা জানাননি । পরে রাতে শিক্ষামন্ত্রীর আশ্বাস নিয়ে UUPTWA-র সদস্যরা বৈঠক করেন । বৈঠক শেষে কোর কমিটির সদস্য মহিদুল লস্কর বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ার পরই বৈঠক হয় । ওনার পদের মর্যাদার কথা মাথায় রেখেই অবস্থান তুলে নেওয়া হল । সরকারকে 15 দিন সময় দেওয়া হল । 15 দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের ভাবনা স্পষ্টভাবে লিখিত আকারে জানাতে হবে । PAY স্কেল সম্পর্কিত সরকারি নির্দেশিকা বা প্রেস বিবৃতি দিতে হবে সরকারকে । 15 দিনেও সরকার বা শিক্ষামন্ত্রী কোনও পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

আরও পড়ুন : দাবি মানার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর, সাতদিন পর উঠল SSK শিক্ষকদের ধরনা

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে আজ পথে নেমেছিলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। সংগঠনের দাবি,সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী তাঁদের বেতনক্রম দিতে হবে। সুবোধ মল্লিক স্ক‍োয়ার থেকে রানি রাসমণি রোডে পর্যন্ত মিছিল করেন প্রায় পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক । বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ব্যবহার পুলিশ । শিক্ষামন্ত্রীর ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পরও অবস্থান তোলেননি প্রাথমিক শিক্ষকরা । পরে বৈঠক শেষে অবস্থান তুলে নেন বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন : অতিথি শিক্ষকদের আন্দোলন না করার আবেদন শিক্ষামন্ত্রীর

কলকাতা, 24 জুন: শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা । বেতন বৈষম্যের প্রতিবাদে আজ সকাল থেকে অবস্থান করেন প্রাথমিক শিক্ষকরা ।

আজ দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপুর 3টে নাগাদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন । কিন্তু প্রাথমিক শিক্ষকদের PAY-স্কেল কী হবে সেটা জানাননি । পরে রাতে শিক্ষামন্ত্রীর আশ্বাস নিয়ে UUPTWA-র সদস্যরা বৈঠক করেন । বৈঠক শেষে কোর কমিটির সদস্য মহিদুল লস্কর বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ার পরই বৈঠক হয় । ওনার পদের মর্যাদার কথা মাথায় রেখেই অবস্থান তুলে নেওয়া হল । সরকারকে 15 দিন সময় দেওয়া হল । 15 দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের ভাবনা স্পষ্টভাবে লিখিত আকারে জানাতে হবে । PAY স্কেল সম্পর্কিত সরকারি নির্দেশিকা বা প্রেস বিবৃতি দিতে হবে সরকারকে । 15 দিনেও সরকার বা শিক্ষামন্ত্রী কোনও পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

আরও পড়ুন : দাবি মানার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর, সাতদিন পর উঠল SSK শিক্ষকদের ধরনা

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে আজ পথে নেমেছিলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। সংগঠনের দাবি,সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী তাঁদের বেতনক্রম দিতে হবে। সুবোধ মল্লিক স্ক‍োয়ার থেকে রানি রাসমণি রোডে পর্যন্ত মিছিল করেন প্রায় পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক । বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ব্যবহার পুলিশ । শিক্ষামন্ত্রীর ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পরও অবস্থান তোলেননি প্রাথমিক শিক্ষকরা । পরে বৈঠক শেষে অবস্থান তুলে নেন বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন : অতিথি শিক্ষকদের আন্দোলন না করার আবেদন শিক্ষামন্ত্রীর

Intro:কলকাতা, 24 জুন: বেতন বৈষম্য শিক্ষা মন্ত্রীর আশ্বাসের পরেও অবস্থান-বিক্ষোভে প্রাথমিক শিক্ষকরা। তবে পথ চলা চার থেকে পাঁচ হাজার শিক্ষককে নিয়ে শুরু হলেও খবর লেখা পর্যন্ত তার দশভাগের একভাগ প্রাথমিক শিক্ষক বর্তমানে উপস্থিত রয়েছেন। তা শক্ত অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। তাঁদের দাবি, তাদের কী পে-স্কেল দেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে শিক্ষামন্ত্রীকে। সেটা গভমেন্ট অর্ডার হোক বা প্রেস বিবৃতি। তাঁদের দাবি অনুযায়ী পে-স্কেল শিক্ষামন্ত্রী ঘোষণা না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন তাঁরা।


Body:বেতন বৃদ্ধির দাবিতে আজ আবার পথে নেমেছিলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। তাঁদের দাবি ছিল, সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী তাঁদের বেতনক্রম দিতে হবে। এই দাবিতে আজ সুবোধ মল্লিক স্ক‍্যয়ার থেকে রানী রাসমণি রোডে পর্যন্ত মিছিল করেন প্রায় চার থেকে পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক। রাস্তার শেষে পুলিশ ব্যারিকেড করে আটকে রাখায় উত্তেজিত হয়ে পড়েন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকরা। পুলিশের দেওয়া ব্যারিকেডের দুটি স্তর ভেঙে এগিয়ে যান তাঁরা। সেই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দু'বার জলকামান দাগে পুলিশ। কিন্তু, তাতে ছত্রভঙ্গ হননি তাঁরা। উপরন্তু, তীব্র গরমে তাঁদের উল্লাস করতে দেখা যায় জলের মধ্যে। তারপর দুপুর তিনটে নাগাদ সেখান থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন‍্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল যান বিধানসভায়। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর ফিরে এসে প্রতিনিধিদল জানান, শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য ঘুচিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাদের কি পে-স্কেল দেওয়া হবে তা নির্দিষ্টভাবে জানাননি শিক্ষামন্ত্রী। প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার বিস্তারিত আন্দোলনকারী শিক্ষকদের কাছে তুলে ধরার পর রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রাথমিক শিক্ষকরা। তাঁদের বক্তব্য, তাদের কি পে-স্কেল দেওয়া হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি শিক্ষামন্ত্রী। তাকে সরকারি নির্দেশিকা বা প্রেস বিবৃতি দিয়ে নির্দিষ্ট করে জানাতে হবে তাদের কী পে-স্কেল দেওয়া হবে। তারপরই এই অবস্থান তুলবেন তাঁরা।

অবস্থান চালিয়ে যাওয়ার বিষয়ে UUPTWA-র রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস বলেন, " শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কথা বলেছেন। কিন্তু, আমাদের কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেননি। উনি বলেছেন, বেতন বৈষম্য থাকবে না। কিন্তু, বেতন বৈষম্য না থাকলে কী আমাদের প্রাপ্য হবে, সেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে পরিষ্কার হতে পারিনি। সেই কারণে সুনির্দিষ্ট কী আমরা পেতে চলেছি সেটা জানার জন্য আমাদের অবস্থানটা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথিরা 58 জন এবং আমি আরেকজন, সবমিলিয়ে 59 জন আজকে গ্রেফতার হয়েছিলেন। তার মধ্যে একমাত্র আমাকে ছাড়া হয়েছে,বাকিদের এখনও লক-আপে পুরে রাখা হয়েছে। তাঁরা লক-আপের ভিতর অনশন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবস্থানটাকে চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কী আমরা পেতে পারি সেই বিষয়টাকে আমাদের সুনির্দিষ্ট ভাবে জানানো হয় অথবা স্বয়ং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন।"

বেতন কাঠামোর বিষয়টি কিভাবে জানাতে হবে? পৃথা বিশ্বাস বলেন, " আমাদের মূল দাবি একটাই। আমাদের পিবি-4 এ উন্নীত হতে চাই। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিলটা খোলা রেখেছিল। সেই জায়গাতেও কিন্তু আমরা কতো পেতে পারি, স্কেলটা নির্দিষ্ট করা হচ্ছে না। এবং কবে থেকে পেতে পারি। যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি যে আমরা আদতে কতো পাচ্ছি, আমরা কী করে উঠে যাই? এটা গভমেন্ট অর্ডার হতে পারে, প্রেস কনফারেন্স হতে পারে, লিখিত বিবৃতি হতে পারে, কিছু তো একটা চাই। মৌখিকভাবে কী করে হবে?" অন্যদিকে, সকালবেলা মিছিলে শুরু হয়েছিল প্রায় চার থেকে পাঁচ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়ে। সেখানে অবস্থানে এত কম শিক্ষক কেন? পৃথা বিশ্বাস বলেন, "আবার কাল সকালে দেখবেন রাসমণি ভরে গেছে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.