ETV Bharat / city

Weather Forecast : আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে বাড়বে তাপমাত্রা

author img

By

Published : Sep 23, 2021, 6:47 AM IST

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে ৷ তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা রাজ্যে কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে ৷

Weather Forecast
Weather Forecast

কলকাতা, 23 সেপ্টেম্বর : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ আবহাওয়ার খানিকটা উন্নতি হবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল ও পরশু তাপমাত্রা বৃদ্ধি পাবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । বাড়বে গরমের অনুভূতি ৷

এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে । সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ কেন্দ্র দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড থেকে বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে ৷ বৃহস্পতিবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 98 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20.4 মিলিমিটার ৷

আরও পড়ুন : Weather Forecast : জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, 23 সেপ্টেম্বর : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ আবহাওয়ার খানিকটা উন্নতি হবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল ও পরশু তাপমাত্রা বৃদ্ধি পাবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । বাড়বে গরমের অনুভূতি ৷

এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে । সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ কেন্দ্র দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড থেকে বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে ৷ বৃহস্পতিবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 98 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20.4 মিলিমিটার ৷

আরও পড়ুন : Weather Forecast : জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.