ETV Bharat / city

রাতভর জিজ্ঞাসাবাদে বিস্ফোরক পামেলা, আদালতে পেশ রাকেশকে - রাকেশ সিং

রাতভর পামেলা গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। পাশাপাশি ধৃত রাকেশ সিং-কে হেফাজতে নিয়ে মাদককাণ্ডে আরও তথ্য পেতে চাইছেন গোয়েন্দারা।

police grilled pamela goswami, rakesh singh to be produced at court
রাতভর জিজ্ঞাসাবাদে বিস্ফোরক পামেলা, আদালতে পেশ রাকেশকে
author img

By

Published : Feb 24, 2021, 12:01 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: একদিকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ঠিক সেই সময় মাদক কাণ্ডে বিজেপির নেত্রী পামেলা গোস্বামীকে রাতভর জিজ্ঞাসাবাদ করলেন মহিলা গোয়েন্দা আধিকারিকরা । পুলিশ সূত্রের খবর জিজ্ঞাসাবাদে পামেলা পুলিশকে জানিয়েছেন যে, তাঁকে মাদক দ্রব্য সরবরাহ করতেন রাকেশ সিং স্বয়ং ।

জানা গিয়েছে, ভিনরাজ্যের একাধিক মাদক সরবরাহকারীর নাম জানিয়েছেন পামেলা । এই মাদক কান্ডে অগ্রগতি পেতে এ বার রাকেশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা । আজ আলিপুর আদালতে রাকেশ সিং-কে পেশ করে গোটা মাদক কাণ্ডের গুরুত্ব বুঝিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে লালবাজার ।

আরও পড়ুন: কে এই রাকেশ সিং ?

গতকালই রুদ্ধশ্বাস নাটকরে পর আলিপুর থেকে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে গলসি থানা থানা থেকে রাকেশ সিংকেও গ্রেফতার করা হয় । এই ঘটনায় সম্প্রতি বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় আলিপুর আদালতের সামনে চিৎকার করে রাকেশ সিং-এর নাম প্রকাশ্যে আনেন পামেলা । এরপরেই তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলে পুলিশ । তবে অভিযোগ, লালবাজারের হাজিরা এড়িয়ে পালাতে গিয়ে গ্রেফতার হন রাকেশ সিং ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: একদিকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ঠিক সেই সময় মাদক কাণ্ডে বিজেপির নেত্রী পামেলা গোস্বামীকে রাতভর জিজ্ঞাসাবাদ করলেন মহিলা গোয়েন্দা আধিকারিকরা । পুলিশ সূত্রের খবর জিজ্ঞাসাবাদে পামেলা পুলিশকে জানিয়েছেন যে, তাঁকে মাদক দ্রব্য সরবরাহ করতেন রাকেশ সিং স্বয়ং ।

জানা গিয়েছে, ভিনরাজ্যের একাধিক মাদক সরবরাহকারীর নাম জানিয়েছেন পামেলা । এই মাদক কান্ডে অগ্রগতি পেতে এ বার রাকেশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা । আজ আলিপুর আদালতে রাকেশ সিং-কে পেশ করে গোটা মাদক কাণ্ডের গুরুত্ব বুঝিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে লালবাজার ।

আরও পড়ুন: কে এই রাকেশ সিং ?

গতকালই রুদ্ধশ্বাস নাটকরে পর আলিপুর থেকে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে গলসি থানা থানা থেকে রাকেশ সিংকেও গ্রেফতার করা হয় । এই ঘটনায় সম্প্রতি বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় আলিপুর আদালতের সামনে চিৎকার করে রাকেশ সিং-এর নাম প্রকাশ্যে আনেন পামেলা । এরপরেই তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলে পুলিশ । তবে অভিযোগ, লালবাজারের হাজিরা এড়িয়ে পালাতে গিয়ে গ্রেফতার হন রাকেশ সিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.