ETV Bharat / city

Jagdeep Dhankhar Removal PIL: মামলাকারীর দৃষ্টান্তমূলক জরিমানা করা উচিত, সওয়াল সলিসিটর জেনারেলের - Jagdeep Dhankhar Removal PIL

রাজ্যপালের অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায়দান এদিন স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Jagdeep Dhankhar Removal PIL in Calcutta High Court) ৷

Jagdeep Dhankhar Removal Case
হাইকোর্টে রাজ্য়পাল জগদীপ ধনকড় অপসারণ মামলা
author img

By

Published : Feb 14, 2022, 7:19 PM IST

Updated : Feb 14, 2022, 8:51 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : রাজ্যপালের অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীকে দৃষ্টান্তমূলক জরিমানা করা উচিত বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা । যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণযোগ্য নয় বলেই পর্যবেক্ষণে উল্লেখ করেছে (Jagdeep Dhankhar Removal PIL in Calcutta High Court) ৷

মামলাকারীর অভিযোগ, রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী আচরণ করছেন । শুধু তাই নয়, রাজ্যপালের আচরণ একজন রাজনৈতিক প্রতিনিধির মতো । তিনি কেন্দ্রের এজেন্ট হিসেবে রাজ্যে কাজ করছেন দাবি করে গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

মামলার শুনানিতে এদিন মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকার স্বপক্ষে যুক্তি প্রধান বিচারপতির বেঞ্চে খাড়া করেন ৷ তারপরই প্রধান বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, "সংবিধানের 361 ধারা অনুযায়ী রাজ্যপাল, রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না ৷ সেটা কি আপনি জানেন ?" আইনজীবী সদুত্তর দিতে পারেননি । তখন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, "শুধু এই ধরনের মামলা নয়, এই ধরনের প্রচারের উদ্দেশ্যে করা মামলা যাতে ভবিষ্যতে কেউ না করেন তাই দৃষ্টান্ত হিসেবে মোটা টাকা জরিমানা হওয়া উচিত এই আইনজীবীর ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর রায়দান এদিন স্থগিত রেখেছেন ।

আরও পড়ুন : SSC Recruitment Case : গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

কলকাতা, 14 ফেব্রুয়ারি : রাজ্যপালের অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীকে দৃষ্টান্তমূলক জরিমানা করা উচিত বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা । যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণযোগ্য নয় বলেই পর্যবেক্ষণে উল্লেখ করেছে (Jagdeep Dhankhar Removal PIL in Calcutta High Court) ৷

মামলাকারীর অভিযোগ, রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী আচরণ করছেন । শুধু তাই নয়, রাজ্যপালের আচরণ একজন রাজনৈতিক প্রতিনিধির মতো । তিনি কেন্দ্রের এজেন্ট হিসেবে রাজ্যে কাজ করছেন দাবি করে গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

মামলার শুনানিতে এদিন মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকার স্বপক্ষে যুক্তি প্রধান বিচারপতির বেঞ্চে খাড়া করেন ৷ তারপরই প্রধান বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, "সংবিধানের 361 ধারা অনুযায়ী রাজ্যপাল, রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না ৷ সেটা কি আপনি জানেন ?" আইনজীবী সদুত্তর দিতে পারেননি । তখন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, "শুধু এই ধরনের মামলা নয়, এই ধরনের প্রচারের উদ্দেশ্যে করা মামলা যাতে ভবিষ্যতে কেউ না করেন তাই দৃষ্টান্ত হিসেবে মোটা টাকা জরিমানা হওয়া উচিত এই আইনজীবীর ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর রায়দান এদিন স্থগিত রেখেছেন ।

আরও পড়ুন : SSC Recruitment Case : গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

Last Updated : Feb 14, 2022, 8:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.