ETV Bharat / city

Photography Exhibition at Howrah স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনী পূর্ব রেলের - স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে রেলের চিত্র প্রদর্শনী

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালন হচ্ছে দেশ জুড়ে ৷ স্বাধীনতার 75 বর্ষপূর্তি অনুষ্ঠানে সামিল হয়েছে পূর্ব রেলও ৷ পূর্ব রেলেরও 150 বছরের ইতিহ্য ও দেশ ভাগের ছবি নিয়ে হেরিটেজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে হাওড়া স্টেশন চত্বরে (Photography Exhibition of Eastern Railway)৷

Rail Photography Exhibition
বিশেষ প্রদর্শনী পূর্ব রেলের
author img

By

Published : Aug 19, 2022, 9:03 AM IST

Updated : Aug 20, 2022, 6:51 AM IST

কলকাতা,19 অগস্ট: নাগরিক জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় রেল । ভারতীয় রেল ব্যবস্থাকে তাই জনজীবনের লাইফ লাইন বলা হয়। প্রসঙ্গত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের রেলের স্টেশনগুলির সঙ্গে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের স্বাধীনতার নিবিড় সম্পর্ক রয়েছে।

ETV Bharat
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনী পূর্ব রেলের

স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন সামিল পূর্ব রেল ৷ ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ র অঙ্গ হিসেবে হাওড়া স্টেশন চত্বরে পূর্ব রেলের 150 বছরের ঐতহ্য এবং দেশ ভাগের কিছু ছবি নিয়ে হল হেরিটেজ প্রদর্শনী (Eastern Railway Organized a Photography Exhibition at Howrah ) ।

ETV Bharat
150 বছরের ইতিহ্য ও দেশ ভাগের ছবি নিয়ে হেরিটেজ প্রদর্শনী

স্বাধীনতার 76 তম বর্ষে পদার্পণ করল ভারত। তাই কেন্দ্র সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র অঙ্গ হিসেবে গত 13আগস্ট শুরু হয়েছে হেরিটেজ প্রদর্শনী ।

ETV Bharat
150 বছর আগের পূর্ব রেলের সেই ছবি

পূর্ব রেলের 150 বছরের ঐতিহ্য ও বর্ণময় ইতিহাসকে নাগরিকদের সামনে তুলে ধরতেই শ'খানেক ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার বিভিন্ন চিত্র । 1851 থেকে শুরু করে এখনও পর্যন্ত তাৎপর্যপূর্ণ একাধিক ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি ।

ETV Bharat
সুদীর্ঘ দেড় শতাব্দীর ঐতিহ্য বহন করছে পূর্ব রেল

আরও পড়ুন: সচেতনতার বার্তা দিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে পূর্ব রেল


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "15 আগস্ট ভারতবাসীর গর্বের দিন ৷ অন্যদিকে এই স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছেন বিপ্লবীরা ৷ স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ বলিদানের কথা থেকে শুরু করে ধর্মের ভিত্তিতে দেশভাগের বেদনাদায়ক স্মৃতি তুলে ধরা হয়েছে এই রেলের এই চিত্র প্রর্শনীতে । "

কলকাতা,19 অগস্ট: নাগরিক জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় রেল । ভারতীয় রেল ব্যবস্থাকে তাই জনজীবনের লাইফ লাইন বলা হয়। প্রসঙ্গত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের রেলের স্টেশনগুলির সঙ্গে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের স্বাধীনতার নিবিড় সম্পর্ক রয়েছে।

ETV Bharat
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনী পূর্ব রেলের

স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন সামিল পূর্ব রেল ৷ ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ র অঙ্গ হিসেবে হাওড়া স্টেশন চত্বরে পূর্ব রেলের 150 বছরের ঐতহ্য এবং দেশ ভাগের কিছু ছবি নিয়ে হল হেরিটেজ প্রদর্শনী (Eastern Railway Organized a Photography Exhibition at Howrah ) ।

ETV Bharat
150 বছরের ইতিহ্য ও দেশ ভাগের ছবি নিয়ে হেরিটেজ প্রদর্শনী

স্বাধীনতার 76 তম বর্ষে পদার্পণ করল ভারত। তাই কেন্দ্র সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র অঙ্গ হিসেবে গত 13আগস্ট শুরু হয়েছে হেরিটেজ প্রদর্শনী ।

ETV Bharat
150 বছর আগের পূর্ব রেলের সেই ছবি

পূর্ব রেলের 150 বছরের ঐতিহ্য ও বর্ণময় ইতিহাসকে নাগরিকদের সামনে তুলে ধরতেই শ'খানেক ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার বিভিন্ন চিত্র । 1851 থেকে শুরু করে এখনও পর্যন্ত তাৎপর্যপূর্ণ একাধিক ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি ।

ETV Bharat
সুদীর্ঘ দেড় শতাব্দীর ঐতিহ্য বহন করছে পূর্ব রেল

আরও পড়ুন: সচেতনতার বার্তা দিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে পূর্ব রেল


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "15 আগস্ট ভারতবাসীর গর্বের দিন ৷ অন্যদিকে এই স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছেন বিপ্লবীরা ৷ স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ বলিদানের কথা থেকে শুরু করে ধর্মের ভিত্তিতে দেশভাগের বেদনাদায়ক স্মৃতি তুলে ধরা হয়েছে এই রেলের এই চিত্র প্রর্শনীতে । "

Last Updated : Aug 20, 2022, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.