ETV Bharat / city

কলকাতায় 130 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের বাসিন্দা - হেরোইন সহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের বাসিন্দা

হাওড়া ব্রিজের কাছে স্ট্রান্ড রোড থেকে 130 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক । গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ।

উদ্ধার হেরোইন
author img

By

Published : Nov 10, 2019, 10:32 PM IST

কলকাতা, 10 নভেম্বর : 130 গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের নাম ভারত রাও (45) । মধ্যপ্রদেশের তার বাড়ি । মাদক পাচার করতে সে কলকাতায় এসেছিল বলে পুলিশ সূত্রে খবর । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ।

পুলিশের কাছে খবর ছিল কলকাতায় ঢুকছে হেরোইন । সেই মতো গতকাল বিকালে হাওড়া ব্রিজের আশপাশে নজর রাখছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । রাতে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসের কাছে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । তাকে আটক করে পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 130 গ্রাম হেরোইন । যার বাজার মূল্য 10 লাখ টাকা । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধ্যপ্রদেশের ডিহাত থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ।

মধ্যপ্রদেশের বাসিন্দা ভারত রাও কলকাতায় কার কাছে হেরোইন পাচার করতে এসেছিল, কোথা থেকে সে হেরোইন পেয়েছিল তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । মধ্যপ্রদেশ ও কলকাতার মধ্যে হেরোইন পাচার চক্র সক্রিয় কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে ।

কলকাতা, 10 নভেম্বর : 130 গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের নাম ভারত রাও (45) । মধ্যপ্রদেশের তার বাড়ি । মাদক পাচার করতে সে কলকাতায় এসেছিল বলে পুলিশ সূত্রে খবর । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ।

পুলিশের কাছে খবর ছিল কলকাতায় ঢুকছে হেরোইন । সেই মতো গতকাল বিকালে হাওড়া ব্রিজের আশপাশে নজর রাখছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । রাতে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসের কাছে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । তাকে আটক করে পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 130 গ্রাম হেরোইন । যার বাজার মূল্য 10 লাখ টাকা । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধ্যপ্রদেশের ডিহাত থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ।

মধ্যপ্রদেশের বাসিন্দা ভারত রাও কলকাতায় কার কাছে হেরোইন পাচার করতে এসেছিল, কোথা থেকে সে হেরোইন পেয়েছিল তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । মধ্যপ্রদেশ ও কলকাতার মধ্যে হেরোইন পাচার চক্র সক্রিয় কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে ।

Intro:কলকাতা, 10 নভেম্বর: দশ লাখের হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ওই ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা। মাদক পাচার করতেই সে কলকাতায় এসে ছিল বলে পুলিশ সূত্রে খবর।Body:গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল কলকাতায় ঢুকছে হেরোইন। সেইমতো গতকাল বিকালে হাওড়া ব্রিজ চত্বরে নজর রাখছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা। স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার নাম ভারত রাও। বয়স 45। ওই ব্যক্তির বাড়ি মধ্যপ্রদেশের ডিহাত থানা এলাকায়। ওই ব্যক্তির কাছে তল্লাশি চালাতে পাওয়া যায় ১৩০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য 10 লাখ টাকা। পরে গ্রেপ্তার করা হয় ভারতকে।
Conclusion:ওই ব্যক্তি কলকাতায় কার হাতে হেরোইন তুলে দিত তা জানার চেষ্টা করছে পুলিশ। কোথা থেকে ওই হেরোইন সে পেয়েছিল তা-ও জানার চেষ্টা চলছে। মধ্যপ্রদেশ থেকে হেরোইন পাচার চক্র সক্রিয় আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে।




ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.