ETV Bharat / city

Bangladesh Padma Bridge: সময়-খরচ দুই বাঁচাবে পদ্মা সেতু, খুশির হাওয়া দুই বাংলার ব্য়বসায়ী মহলে - বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনের পর খুশি কলকাতার পর্যটন ব্যবসায়ীরা ৷ অন্যান্য ব্যবসার কারণে কলকাতা ও ঢাকার মধ্যে যাতায়াত করতে হয় এমন ব্যবসায়ীরাও বেশ খুশি (People from Tourism and Other Businesses Happy for Inauguration of Padma Bridge) ৷ জানালেন, এ বার তাঁদের যাতায়াতের খরচ যেমন কমবে, তেমনই সময়ও বাঁচবে ৷

People from Tourism and Other Businesses Happy for Inauguration of Padma Bridge
People from Tourism and Other Businesses Happy for Inauguration of Padma Bridge
author img

By

Published : Jun 27, 2022, 10:32 AM IST

Updated : Jun 27, 2022, 11:30 AM IST

কলকাতা, 27 জুন: পদ্মায় সেতু বন্ধনে আরও কাছাকাছি ঢাকা ও কলকাতা ৷ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদ্মা নদীর উপর নির্মাণ হওয়া এই সেতু আদতে তাদের স্পর্ধার আত্মপ্রকাশ বলে জানিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বিশ্বে যার তুলনা একমাত্র আমাজন নদীর উপর তৈরি সেতুর সঙ্গে করা যায় ৷

শনিবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন করেছেন ৷ যা নিয়ে বাংলাদেশের মানুষ খুবই উৎসাহিত এবং আনন্দিত ৷ একইরকম ভাবে এপার বাংলা অর্থাৎ, পশ্চিমবঙ্গের মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যেও আনন্দ দেখা গেল (People from Tourism and Other Businesses Happy for Inauguration of Padma Bridge) ৷ বিশেষ করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসীয় মহল ব্যাপক ভাবে উচ্ছ্বসিত। কারণ, এই পদ্মা সেতুর কারণে আগের থেকে অনেক কম সময়ে কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছে যাওয়া যাবে ৷ কমবে পরিবহণ খরচ, বাঁচবে সময় ৷ ফলে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং পর্যটক সকলেই উৎসাহিত ৷

বছরভর বাংলাদেশের রাজধানী ঢাকা হোক বা চট্টগ্রাম ৷ বাংলাদেশের একাধিক জায়গা থেকে সে দেশের নাগরিকরা বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন ৷ কেউ আসেন ঘুরতে আবার কেউ ব্যবসায়িক কাজে ৷ এমনকী অনেকে চিকিৎসার জন্য কলকাতায় আসেন সে দেশ থেকে ৷ বিশেষ করে অনেকে ভারতে ব্যবসায়িক কাজে মাসে বহুবার যাওয়া আসা করেন ৷ বাস-অটো, ফেরিতে সীমান্তে এসে পৌঁছন ৷ তার পর সেখান থেকে কলকাতায় আসতে হয় ৷ এ ভাবে প্রায় 12-13 ঘণ্টা সময় লাগে পদ্মার ওপারের বাসিন্দাদের কলকাতায় পৌঁছতে ৷ পদ্মা সেতু চালু হওয়াতে সেই সমস্যা আর থাকছে না ৷ দাবি, দুই বাংলার মানুষের ৷

আরও পড়ুন: Bangladesh Padma Bridge : ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দিলেন শেখ হাসিনা

কলকাতায় বেড়াতে আসা ঢাকা লালবাগের বাসিন্দা সৈকত মোহাম্মদ রবিবার বলেন, ‘‘দেশের টাকায় বিশ্বের অন্যতম বড় সেতু তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে ধন্যবাদ জানাই ৷ এই সেতু উদ্বোধনের ফলে আমাদের যাতায়াতের সময় অনেকটাই কমে গেল ৷ খরচ অনেকটা কমে যাবে ৷ আলাদা করে ফেরির ভাড়া খরচ করতে হবে না ৷ টোল ট্যাক্স দিয়েই পদ্মার বুক চিরে সেতু দিয়ে শান্তিপূর্ণ ভাবে যাতায়াত করা যাবে ৷’’ একই ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকার বাসিন্দা কামিরুল ইসলাম খান ৷ তিনি বলেন, ‘‘আগে কলকাতায় তিন ভাগে আসতে হত ৷ এখন ঢাকা থেকে সোজা কলকাতা ৷ খরচও অনেকটা কমবে ৷’’

কলকাতার এক পরিবহণ ব্যবসায়ীর দাবি, ‘‘আগে কলকাতা থেকে ঢাকা দেড় হাজার টাকায় পৌঁছে দেওয়া যেত ৷ ফেরির ভাড়া আলাদা ছিল ৷ পদ্মা সেতু চালুর পরে আশা করি ভাড়া কমাতে পারব ৷ যাত্রীদেরও কম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পারব ৷’’

কলকাতা, 27 জুন: পদ্মায় সেতু বন্ধনে আরও কাছাকাছি ঢাকা ও কলকাতা ৷ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদ্মা নদীর উপর নির্মাণ হওয়া এই সেতু আদতে তাদের স্পর্ধার আত্মপ্রকাশ বলে জানিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বিশ্বে যার তুলনা একমাত্র আমাজন নদীর উপর তৈরি সেতুর সঙ্গে করা যায় ৷

শনিবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন করেছেন ৷ যা নিয়ে বাংলাদেশের মানুষ খুবই উৎসাহিত এবং আনন্দিত ৷ একইরকম ভাবে এপার বাংলা অর্থাৎ, পশ্চিমবঙ্গের মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যেও আনন্দ দেখা গেল (People from Tourism and Other Businesses Happy for Inauguration of Padma Bridge) ৷ বিশেষ করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসীয় মহল ব্যাপক ভাবে উচ্ছ্বসিত। কারণ, এই পদ্মা সেতুর কারণে আগের থেকে অনেক কম সময়ে কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছে যাওয়া যাবে ৷ কমবে পরিবহণ খরচ, বাঁচবে সময় ৷ ফলে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং পর্যটক সকলেই উৎসাহিত ৷

বছরভর বাংলাদেশের রাজধানী ঢাকা হোক বা চট্টগ্রাম ৷ বাংলাদেশের একাধিক জায়গা থেকে সে দেশের নাগরিকরা বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন ৷ কেউ আসেন ঘুরতে আবার কেউ ব্যবসায়িক কাজে ৷ এমনকী অনেকে চিকিৎসার জন্য কলকাতায় আসেন সে দেশ থেকে ৷ বিশেষ করে অনেকে ভারতে ব্যবসায়িক কাজে মাসে বহুবার যাওয়া আসা করেন ৷ বাস-অটো, ফেরিতে সীমান্তে এসে পৌঁছন ৷ তার পর সেখান থেকে কলকাতায় আসতে হয় ৷ এ ভাবে প্রায় 12-13 ঘণ্টা সময় লাগে পদ্মার ওপারের বাসিন্দাদের কলকাতায় পৌঁছতে ৷ পদ্মা সেতু চালু হওয়াতে সেই সমস্যা আর থাকছে না ৷ দাবি, দুই বাংলার মানুষের ৷

আরও পড়ুন: Bangladesh Padma Bridge : ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দিলেন শেখ হাসিনা

কলকাতায় বেড়াতে আসা ঢাকা লালবাগের বাসিন্দা সৈকত মোহাম্মদ রবিবার বলেন, ‘‘দেশের টাকায় বিশ্বের অন্যতম বড় সেতু তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে ধন্যবাদ জানাই ৷ এই সেতু উদ্বোধনের ফলে আমাদের যাতায়াতের সময় অনেকটাই কমে গেল ৷ খরচ অনেকটা কমে যাবে ৷ আলাদা করে ফেরির ভাড়া খরচ করতে হবে না ৷ টোল ট্যাক্স দিয়েই পদ্মার বুক চিরে সেতু দিয়ে শান্তিপূর্ণ ভাবে যাতায়াত করা যাবে ৷’’ একই ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকার বাসিন্দা কামিরুল ইসলাম খান ৷ তিনি বলেন, ‘‘আগে কলকাতায় তিন ভাগে আসতে হত ৷ এখন ঢাকা থেকে সোজা কলকাতা ৷ খরচও অনেকটা কমবে ৷’’

কলকাতার এক পরিবহণ ব্যবসায়ীর দাবি, ‘‘আগে কলকাতা থেকে ঢাকা দেড় হাজার টাকায় পৌঁছে দেওয়া যেত ৷ ফেরির ভাড়া আলাদা ছিল ৷ পদ্মা সেতু চালুর পরে আশা করি ভাড়া কমাতে পারব ৷ যাত্রীদেরও কম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পারব ৷’’

Last Updated : Jun 27, 2022, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.