কলকাতা, 27 জানুয়ারি : আর্থিক সঙ্কটে কলকাতা পৌরনিগমে পেনশন-সহ আর্থিক সুযোগ-সুবিধা চালু হয়নি প্রায় হাজারখানেক অবসরপ্রাপ্তর (pensioners are not getting money for financial crunch in KMC) ৷ কোষাগারের হাল খারাপ থাকায় অর্থ বিভাগের পেনশন সেলে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, গত 2021 এর সেপ্টেম্বর মাস থেকে যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁদের অবসর ভাতা-সহ সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা এখনই দেওয়া যাচ্ছে না আর্থিক সমস্যার কারণে । যদিও এই নোটিশে পৌরনিগমের সীলমোহর নেই । তবে ঘটনার সত্যতা এক প্রকার স্বীকার করে নিয়েছে পৌর কর্তৃপক্ষ ৷
এর আগেও বেশ কয়েকবার থমকে গিয়েছিল অবসরপ্রাপ্তদের অবসর ভাতা দেওয়া । তবে এভাবে নোটিশ টাঙ্গানোর ঘটনা প্রকাশ্যে এল এবার । ছাপা অক্ষরে জানিয়ে দেওয়া হয়েছে, আর্থিক সমস্যার কারণেই এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না সেপ্টেম্বর থেকে যারা অবসর নিয়েছেন তাদের পেনশন ও বাকি সুযোগ সুবিধা । গত শনিবার টক টু মেয়র অনুষ্ঠান কলকাতা পুরসভার ফেসবুক পেজ থেকে যখন লাইভ চলছিল তখন সেখানে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী মেয়রকে আবেদন করেন তাঁদের অবসরকালীনভাতা চালু করার । কলকাতা পুরসভা সূত্রে খবর, গত সেপ্টেম্বরের পর থেকে এখনও পর্যন্ত কমবেশি এক হাজার কর্মী অবসর নিয়েছেন । যাঁদের অবসর ভাতা এবং অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা চালু হয়নি এখনও । ফলে সমস্যার মুখে পড়ছেন তাঁরা । সংসার চালাতে গিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাদের ।
আরও পড়ুন : সরকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরে অনুমতি প্রয়োজন, রায় হাইকোর্টের
একই সঙ্গে প্রায় চার হাজার কর্মী যাঁরা পেনশন পান, তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ লাগু হয়নি অর্থাৎ তাঁদের পেনশনের টাকার অঙ্ক এখনও বাড়েনি । এ বিষয়ে কলকাতা পুরসভার শ্রমিক সংগঠনের নেতা অনুতোষ সরকার বলেন, "নানারকম কর্মকাণ্ড করে পুরসভা খরচ খরচা চালাচ্ছে । লক্ষ লক্ষ টাকা খরচে মেয়রের ঘর থেকে শুরু করে মেয়র পরিষদের ঘর সংস্কার, সৌন্দর্যায়ন হয়েছে । বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে সাড়ম্বরে । আর দীর্ঘ বছর ধরে যে সমস্ত শ্রমিক, কর্মচারী, ইঞ্জিনিয়াররা কর্পোরেশনের হয়ে পরিষেবা দিয়েছেন তাঁরা অবসরকালীন সময় এই চরম বঞ্চনা সমস্যার সম্মুখীন হচ্ছেন । এটা পৌর বোর্ডের অপদার্থতা । সমস্যার সমাধান না হলে আন্দোলনের পথে যেতে হবে আমাদের ।" তবে পৌর কর্তৃপক্ষের তরফে দ্রুত সমসার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ৷