কলকাতা, 25 জুলাই: ভুবনেশ্বর এইমসে পৌঁছলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee at AIIMS Bhubaneswar)। ইতিমধ্যেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন তিনি (Partha Chatterjee indicates feeling unwell)। হাসপাতালের ভিতরে প্রবেশের সময় বুকে ব্যথা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি ।
সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । তারপর এয়ার অ্যাম্বুল্যান্সে করে সকাল 9.50 নাগাদ সোজা ভুবনেশ্বরে পৌঁছন তিনি । সেখান থেকে আবার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় পার্থকে । সেখানে শুরু হয়েছে তাঁর চিকিৎসা । অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালের ভিতরে ঢোকার সময় বুকে ব্যথার ইঙ্গিত দেন এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷
ইতিমধ্যেই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা করার জন্য তৈরি করা হয়েছে 4 চিকিৎসকের মেডিক্যাল টিম । সেই দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসকও । এছাড়াও রয়েছেন কার্ডিওলজি, নেফ্রোলজি ও এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ । এ ছাড়াও রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজিস্ট তুষারকান্তি পাত্র (SSC Recruitment case)।
এ দিন ভুবনেশ্বর বিমানবন্দরের বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা ছিল ৷ রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফও । হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালেও কলকাতায় কড়া নিরাপত্তার মধ্যে মাত্র 25 মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আনা হয় । আদালতের নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা করে ইডির আধিকারিকরা । অসম থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় । আজকের মধ্যেই ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকদের একটি রিপোর্ট আদালতে পেশ করতে হবে । যদি এইমস-এর চিকিৎসকদের পর্যবেক্ষণে রিপোর্ট এমন পাওয়া যায় যে তিনি সুস্থই আছেন, সে ক্ষেত্রে ভুবনেশ্বরেই তাঁকে জেরা শুরু করবে ইডি আধিকারিকেরা ।