কলকাতা, 27 নভেম্বর : বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ । তবু চলছে লড়াই । তবে, তাঁরা আর পারছেন না । তাই মুখ্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা ।
"আর পারছি না, আপনি আসুন", মুখ্যমন্ত্রীকে আবেদন অনশনরত পার্শ্বশিক্ষকদের - 13 দিনে পার্শ্বশিক্ষকদের অনশন
বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । তবু চলছে লড়াই ।
কলকাতা, 27 নভেম্বর : বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ । তবু চলছে লড়াই । তবে, তাঁরা আর পারছেন না । তাই মুখ্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা ।
Body:1
Conclusion: