ETV Bharat / city

"আর পারছি না, আপনি আসুন", মুখ‍্যমন্ত্রীকে আবেদন অনশনরত পার্শ্বশিক্ষকদের

author img

By

Published : Nov 27, 2019, 8:28 PM IST

বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । তবু চলছে লড়াই ।

Para teachers hunger strike
মুখ‍্যমন্ত্রীকে আবেদন অনশনরত পার্শ্বশিক্ষকদের

কলকাতা, 27 নভেম্বর : বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ । তবু চলছে লড়াই । তবে, তাঁরা আর পারছেন না । তাই মুখ‍্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা ।

কি বলছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ? দেখুন ভিডিয়ো...
অনশনকারীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে আসা পার্শ্বশিক্ষিকা নেহা মণ্ডল বললেন, "বারবার চিঠি দিয়েও কোনও সদুত্তর পাইনি । আমাদের নেতারা আলোচনায় বসতে রাজি । আমরা, অনশনকারীরাও আলোচনায় যেতে রাজি । মুখ‍্যমন্ত্রীকে বলব, আমাদের অবস্থা খুবই করুণ । আপনি এই সমস্যার সমাধান করুন ।" একদিকে সেন্ট্রাল পার্কের মেলামাঠের বাইরে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চ, অপরদিকে মেলামাঠের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে 'আহারে বাংলা' । যা নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর । অনশনকারীদের অভিযোগ, 'আহারে বাংলা'-র উচ্ছিষ্ট খাবার অনশন মঞ্চের পাশেই ফেলা হয়েছে, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে আরও অসুবিধায় পড়েছেন অনশনকারীরা । সব মিলিয়ে বঞ্চনা থেকে মুক্তি পেতে ও সমস্যার সমাধানে আসতে মুখ‍্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ৷

কলকাতা, 27 নভেম্বর : বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ । তবু চলছে লড়াই । তবে, তাঁরা আর পারছেন না । তাই মুখ‍্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা ।

কি বলছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ? দেখুন ভিডিয়ো...
অনশনকারীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে আসা পার্শ্বশিক্ষিকা নেহা মণ্ডল বললেন, "বারবার চিঠি দিয়েও কোনও সদুত্তর পাইনি । আমাদের নেতারা আলোচনায় বসতে রাজি । আমরা, অনশনকারীরাও আলোচনায় যেতে রাজি । মুখ‍্যমন্ত্রীকে বলব, আমাদের অবস্থা খুবই করুণ । আপনি এই সমস্যার সমাধান করুন ।" একদিকে সেন্ট্রাল পার্কের মেলামাঠের বাইরে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চ, অপরদিকে মেলামাঠের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে 'আহারে বাংলা' । যা নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর । অনশনকারীদের অভিযোগ, 'আহারে বাংলা'-র উচ্ছিষ্ট খাবার অনশন মঞ্চের পাশেই ফেলা হয়েছে, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে আরও অসুবিধায় পড়েছেন অনশনকারীরা । সব মিলিয়ে বঞ্চনা থেকে মুক্তি পেতে ও সমস্যার সমাধানে আসতে মুখ‍্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ৷
Intro:কলকাতা, 27 নভেম্বর: বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে। আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল। প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন অসুস্থ হয়ে পড়ছেন। ক্রমশ টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ। তবু চলছে লড়াই। তবে, তাঁরা আর পারছেন না। তাই মুখ‍্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা।


Body:1


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.