কলকাতা, 24 জানুয়ারি: প্রয়াত চিত্রকর ওয়াসিম কাপুর (wasim kapoor passes away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর । হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে ৷
লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের (artist Wasim Kapoor passes away) ৷ 1971 সালে কলকাতার আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পান ৷ যন্ত্রণা, শোষণ, কষ্ট ও একাকীত্বের অন্ধকার দিকগুলিকে রং-তুলির ভাষায় ফুটিয়ে তুলতেন তিনি ৷ তাঁর হাতের ছোঁয়ায় মূর্ত হয়ে উঠেছে আবেগের নানা অনুভূতি ৷ তাঁর শৈশবের যন্ত্রণাই যেন ফুটে উঠেছে তাঁর শিল্প সৃষ্টিতে ৷
মাত্র 6 মাস বয়সে খাট থেকে পড়ে গিয়ে আঘাত পান শিল্পী ৷ চোট এতটাই গুরুতর ছিল যে, 12 বছর বয়স পর্যন্ত প্লাস্টার বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে থেকেই কেটে যায় তাঁর শৈশব ৷ তখন থেকেই একাকী শিশুমনের নানা ভাবনা আঁকার খাতায় সাজিয়ে রাখার চেষ্টা করতেন শিল্পী ৷ সেই ছোট থেকে আঁকায় হাতে খড়ি ৷ 15 বছর বয়সে ক্রাচে ভর দিয়েই আর্ট কলেজে যাওয়া শুরু করেন ওয়াসিম কাপুর ৷
শুরু থেকেই তাঁর আঁকা প্রশংসা কুড়িয়ে নেয় শিক্ষকদের ৷ পরে অতুল বসু, দেবীপ্রসাদ চৌধুরী, মকবুল ফিদা হুসেন-সহ আরও নানা প্রখ্যাত চিত্রকরের থেকে শেখার সুযোগ পেয়েছেন শিল্পী (Wasim Kapoor news) ৷ তাঁর শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে মহানগরীতে ৷ শহর ছাড়িয়ে দেশ-বিদেশে সাড়া ফেলে দেয় তাঁর ছবির প্রদর্শনী ৷ দেশের সংসদ ভবন, উর্দু অ্য়াকেডেমি-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে এখনও জ্বলজ্বল করছে তাঁর আঁকা ছবি ৷ রাজ্যের বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে তৈলচিত্রটি রয়েছে, সেটিও এঁকেছেন ওয়াসিম কাপুর ৷ তাঁর প্রয়াণে সংস্কৃতি জগৎ হারাল আরও এক নক্ষত্রকে ৷
আরও পড়ুন: Subhash Bhowmick Passes Away : প্রয়াত সুভাষ ভৌমিক, শোকস্তব্ধ ময়দান