ETV Bharat / city

Online Trial in Presidency Jail : পরীক্ষামূলকভাবে প্রেসিডেন্সি জেলে শুরু হচ্ছে অনলাইন শুনানি - Online Trial of Prisoners

প্রেসিডেন্সি সংশোধনাগারে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বন্দিদের শুনানি প্রক্রিয়া (Online Trial of Prisoners in Presidency Jail) ৷ বিচারবিভাগ, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া চলবে ৷ এর জন্য একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হবে ৷

online-trial-of-prisoners-in-presidency-jail-on-an-experimental-basis
online-trial-of-prisoners-in-presidency-jail-on-an-experimental-basis
author img

By

Published : Jan 17, 2022, 1:29 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : করোনা আবহে বন্দিদের মধ্যে সংক্রমণ রুখতে অনলাইন শুনানি শুরু হচ্ছে রাজ্যের সংশোধনাগারগুলিতে ৷ তবে, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কলকাতার প্রেসিডেন্সি জেলে এই অনলাইন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে (Online Trial of Prisoners in Presidency Jail) ৷ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতিতে অনলাইন শুনানি শুরু করা হচ্ছে ৷ প্রেসিডেন্সি জেলের এই পরীক্ষামূলক অনলাইন বিচার প্রক্রিয়া সফল হলে, পরবর্তীতে রাজ্যের বাকি জেলগুলিতেও সেই মতো পরিকাঠামো তৈরি করে শুনানির প্রক্রিয়া শুরু হবে (Online Trial in Presidency Jail) ৷

প্রেসিডেন্সি জেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনা আবহকে মাথায় রেখে সংশোধনাগারের মধ্যেই নিরাপত্ত বেষ্টনী তৈরি করে একটি কিয়স্ক তৈরি করা হচ্ছে ৷ যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আদালত থেকে সরাসরি জেলের ভিডিয়ো কনফারেন্সে শুনানি প্রক্রিয়া চলবে (Online Trial of Prisoners) ৷ সেখানে একটি কম্পিউটার থাকবে ৷ যা নিয়ন্ত্রণ করবে প্রযুক্তিগতভাবে সড়গড় একজন পুলিশকর্মী ৷ আদালত থেকে একটি লিঙ্ক সংশ্লিষ্ট জেলের অনলাইন অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেই লিঙ্ক যাবে পুলিশের আইনজীবী, অভিযুক্তের আইনজীবী এমনকি সাক্ষীদের কাছেও ৷ সেই লিঙ্ক থেকে সরাসরি তাঁরা শুনানিতে অংশ নিতে পারবেন ৷ প্রেসিডেন্সিতে যে কিয়স্কটি তৈরি হচ্ছে, সেখানে একসঙ্গে 15 জন বন্দিকে একসঙ্গে কোর্ট প্রোডাকশন করা যাবে ৷

আরও পড়ুন : Kolkata police getting good morning messages: অভিযোগ নয়, ফুল-শুভেচ্ছার বন্যা হোয়াটসঅ্যাপে ! নাজেহাল পুলিশ

অনলাইনে সংশোধনাগার থেকে সরাসরি আদালতের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াকে পরিচালনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে ৷ তাঁর কাজ হবে, বিচারবিভাগ, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সমন্বয় স্থাপন করা ৷ কারা দফতর সূত্রে খবর, এই অনলাইন শুনানিতে রাজ্য সরকারের প্রচুর অর্থ সাশ্রয় হবে ৷ কারণ, একজন বন্দি বা আসামীকে আদালতে পেশ করতে নূন্যতম পরিকাঠামো লাগে ৷ যেমন, প্রিজন ভ্যান, একজন সশস্ত্র পুলিশ আধিকারিক, দু’জন কনস্টেবলের প্রয়োজন হয় ৷ এমনকি গাড়ির তেলের খরচও থাকে ৷ এভাবে 10 জন বন্দিকে আদালতে পেশ করতে হলে রোজ 7 হাজার টাকা খরচ হয় ৷ এভাবে দিনে প্রচুর খরচ হয় কারা দফতরের ৷ অনলাইন শুনানিতে সেই বিপুল খরচ অনেকটাই কমে যাবে ৷

কলকাতা, 17 জানুয়ারি : করোনা আবহে বন্দিদের মধ্যে সংক্রমণ রুখতে অনলাইন শুনানি শুরু হচ্ছে রাজ্যের সংশোধনাগারগুলিতে ৷ তবে, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কলকাতার প্রেসিডেন্সি জেলে এই অনলাইন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে (Online Trial of Prisoners in Presidency Jail) ৷ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতিতে অনলাইন শুনানি শুরু করা হচ্ছে ৷ প্রেসিডেন্সি জেলের এই পরীক্ষামূলক অনলাইন বিচার প্রক্রিয়া সফল হলে, পরবর্তীতে রাজ্যের বাকি জেলগুলিতেও সেই মতো পরিকাঠামো তৈরি করে শুনানির প্রক্রিয়া শুরু হবে (Online Trial in Presidency Jail) ৷

প্রেসিডেন্সি জেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনা আবহকে মাথায় রেখে সংশোধনাগারের মধ্যেই নিরাপত্ত বেষ্টনী তৈরি করে একটি কিয়স্ক তৈরি করা হচ্ছে ৷ যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আদালত থেকে সরাসরি জেলের ভিডিয়ো কনফারেন্সে শুনানি প্রক্রিয়া চলবে (Online Trial of Prisoners) ৷ সেখানে একটি কম্পিউটার থাকবে ৷ যা নিয়ন্ত্রণ করবে প্রযুক্তিগতভাবে সড়গড় একজন পুলিশকর্মী ৷ আদালত থেকে একটি লিঙ্ক সংশ্লিষ্ট জেলের অনলাইন অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেই লিঙ্ক যাবে পুলিশের আইনজীবী, অভিযুক্তের আইনজীবী এমনকি সাক্ষীদের কাছেও ৷ সেই লিঙ্ক থেকে সরাসরি তাঁরা শুনানিতে অংশ নিতে পারবেন ৷ প্রেসিডেন্সিতে যে কিয়স্কটি তৈরি হচ্ছে, সেখানে একসঙ্গে 15 জন বন্দিকে একসঙ্গে কোর্ট প্রোডাকশন করা যাবে ৷

আরও পড়ুন : Kolkata police getting good morning messages: অভিযোগ নয়, ফুল-শুভেচ্ছার বন্যা হোয়াটসঅ্যাপে ! নাজেহাল পুলিশ

অনলাইনে সংশোধনাগার থেকে সরাসরি আদালতের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াকে পরিচালনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে ৷ তাঁর কাজ হবে, বিচারবিভাগ, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সমন্বয় স্থাপন করা ৷ কারা দফতর সূত্রে খবর, এই অনলাইন শুনানিতে রাজ্য সরকারের প্রচুর অর্থ সাশ্রয় হবে ৷ কারণ, একজন বন্দি বা আসামীকে আদালতে পেশ করতে নূন্যতম পরিকাঠামো লাগে ৷ যেমন, প্রিজন ভ্যান, একজন সশস্ত্র পুলিশ আধিকারিক, দু’জন কনস্টেবলের প্রয়োজন হয় ৷ এমনকি গাড়ির তেলের খরচও থাকে ৷ এভাবে 10 জন বন্দিকে আদালতে পেশ করতে হলে রোজ 7 হাজার টাকা খরচ হয় ৷ এভাবে দিনে প্রচুর খরচ হয় কারা দফতরের ৷ অনলাইন শুনানিতে সেই বিপুল খরচ অনেকটাই কমে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.